ভালবাসার জয়
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৮ অক্টোবর, ২০১৪, ০২:২৮:৫৬ দুপুর
পাশের বাড়ির মতিন চাচা
বউকে পেটায় ধুম
চাচী চেঁচায় চিঁ চিঁ করে
ভাঙ্গে পাড়ার ঘুম।
দেৌড়ে গিয়ে যেই বলেছি
কী হয়েছে বলো
বলল চাচী `থানায় যামু
সঙ্গে আমার চলো।'
একটু গিয়ে থমকে দাঁড়ায়
কী জানি কী ভাবে
বিড়বিড়িয়ে বলে চাচী
`পুলিশের মার খাবে!'
`লোকটা বড়ো ভালোই ছিল
মাথায় কী যে ওঠে
মুখের ওপর বললে কথা
বেন্দা নিয়ে ছোটে।
কিন্তু তার বুকের ভেতর
অসীম ভালবাসা
এতেই আমার স্বপ্ন অনেক
বেঁচে থাকার আশা।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে মনে হয় মতিন চাচার ভাল বাসা ও আছে তাই।
দোয়া করি কুশপুতুল ও যেন মতিন চাচার মত জামাই পায়!!
কবুল করবেন তোমার দোয়া
তিনি এতই অবুঝ??
বুকের ভেতর গভীর ভালবাসা চাচীর জন্য তো আছেই মতিন চাচার ।চাচী যে সেটা বুঝতে পেরেছে এটাই ভাল ।
ঝগড়া ফেলে হাসে দেখি, বারান্দাতে ভোরে।
তিলকে টেনে তাল করে কেউ/ছড়ায় আজব রটনা
তারপরও দেখো সংসার মাঝে/সুখের বন্যা বয়
ঝগড়া-ফ্যাসাদ সব ভুলে যায়/ভালবাসার জয়
ঝগড়াফ্যাসাদ না ভালবাসাটুকু?
সূর্যের পাশে হারিকেন
মানুষের মনে এত ভালবাসা
মানুষে হারায় জ্ঞান।
আপনি জানি কেমুন
ভাল লাগল কেন আপনার
একটু বলে থামুন।
যে দেখছি স্বভাব কবি,
নিমিষে লিখে ফেলেন
যা ভাবেন সবই।
ধন্যবাদ।
আমি মোটেও স্বভাব কবি না
খালি খালি দিলেন ধন্যবাদ,
স্বভাব কবি অনেক বড়ো ব্যাপার
বল্লে আমায় হবে অপবাদ।
হি: হি:
আপনি যা বলেন
সব মেনে নিলাম তাই।
ভাল থাকেন আর ভাল লেখা পড়েন আর লেখেন্। বুঝেছেন এবার??
মন্তব্য করতে লগইন করুন