স্বপ্ন দেখার ছলে আমি যেই দিয়েছি ঘুম

লিখেছেন লিখেছেন কুশপুতুল ১২ আগস্ট, ২০১৪, ০২:১৯:১৮ দুপুর

জনসভায় আমি যখন ঘুমাই

তোরা শুধুই ভাবিস কেনো অন্য?

এটা আমার ঘুম নয়রে পাগল

তখন আমি ভাবি তোদের জন্য।

ঘাড়ে আমার বড় বড় কাজ

দিনে-রাতে ব্যস্ত থাকি কাজে

চোখ বুঝে ভাবি যখন আমি

ওমনি তোরা লিখিস আজেবাজে।

একটুখানি নেশার ছলে যেই টেনেছি ধুম

স্বপ্ন দেখার ছলে আমি যেই দিয়েছি ঘুম

তোরা এসব লিখে টিখে ভরলি নেট ও প্যাপার

চাসনা ভাল দেশের তোরা এটাই আজব ব্যাপার!

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253582
১২ আগস্ট ২০১৪ দুপুর ০২:২১
দুষ্টু পোলা লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
১২ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩১
197534
কুশপুতুল লিখেছেন : দুষ্টু পোলা পিলাচ দিছে, বলেন তো কী ব্যাপার?
??????????????????????????????
253656
১২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহরে!! মানুষ টা রাইতে ঘুমাইতে পারেনা তারে নিয়া কুশপুতুল ও ছড়া লিখে!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File