বীরের মতো গাজার মানুষ, মোচড় দিয়ে উঠুক
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৬ জুলাই, ২০১৪, ১২:০৩:৩৭ রাত
চলছে ঈদের কেনাকাটা
বইছে খুশির বন্যা,
মরছে গাজায় শ'য়ে শ'য়ে
নারী-পুরুষ কন্যা।
আমরা যখন শপিংমলে
ঢালছি অঢেল টাকা,
গুলি খেয়ে গাজার বুকে
নিভছে জীবন চাকা।
বায়না ধরে পোশাক কেনার
হচ্ছি দিশেহারা,
তখন বোমায় গাজার শিশু
হচ্ছে পিতা হারা।
আমরা যখন হরেক স্বাদের
নিচ্ছি খাবার মুখে,
সব হারিয়ে গাজার মানুষ
কাঁদছে অসীম দুখে।
কান্না তাদের বোমা হয়ে
শক্রুমুখে ফুটুক,
বীরের মতো গাজার মানুষ
মোচড় দিয়ে উঠুক।
বিষয়: বিবিধ
৯৩১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মোচড় দিয়ে উঠুক
আগাম ঈদ মোবারক
ঈদ মুবারক।
মন্তব্য করতে লগইন করুন