মানুষ মারার বাজার

লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৩ জুলাই, ২০১৪, ০৩:৫১:১৫ দুপুর

কীসের হাসি কীসের খুশি

কীসের খাওয়া-দাওয়া,

দৃশ্য দেখে মৃত শিশুর

সব হয়েছে হাওয়া।

মরছে শিশু শত শত

পঙ্গু হাজার হাজার,

বিশ্ববাসীর সামনে দেখো

মানুষ মারার বাজার।

সবাই দেখি খুব স্বাভাবিক

চলছে আগের মতন,

দেখ চেয়ে সামনে সবার

মরছে মানুষ রতন।

বন্ধ করে মানুষ মারা

যা ফিরে যা ঘরে,

ন্যায় বিচারক আছেন যিনি

ন্যায় বিচারই করে।

বিষয়: বিবিধ

৮৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247544
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১০
মোঃ আবু তাহের লিখেছেন : হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, বুঝতে পারছি না ফিলিস্তিনী ভাই বোনদের জন্য কি করতে পারি। কয়েকদিন থেকে আমরা টাকা কালেকশন করছি ও করতে বলেছি বিভিন্ন ভাইদেরকে আশা করি আমাদের দায়িত্বশীল ভাইয়েরা অন্ততঃ তাঁদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন। আল্লাহ আমাদের ফিলিস্তিনী ভাই বোনদেরকে হেফাজত করুন।
247550
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২০
হতভাগা লিখেছেন : হে আল্লাহ ! তুমি ফিলিস্তিনের মানুষদের রক্ষা কর , রক্ষা কর সারা বিশ্বের মুসলমানদের ইহুদী , নাসারা ও কাফেরদের হাত থেকে আর ইহুদীদের তুমি নিশ্চিন্হ করে দাও দুনিয়া থেকে এবং পরকালে জাহান্নামের সর্বনিম্নস্তরে তাদেরকে দাখিল করো । আল্লাহ , এটা তোমার কাছে খুবই সহজ।''
247560
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বলার কিছু নাই। শুধূ দোয়া করি।
247569
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
ভিশু লিখেছেন : ভালো লিখেছেন জনাব কুশপুতুল!
Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
Praying Praying Praying
Good Luck Good Luck Good Luck
247660
২৩ জুলাই ২০১৪ রাত ১১:৫২
বৃত্তের বাইরে লিখেছেন : দোয়া করা ছাড়া কিছু বলার নেই। ভাল লাগল কবিতাGood Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File