মানুষ মারার বাজার
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৩ জুলাই, ২০১৪, ০৩:৫১:১৫ দুপুর
কীসের হাসি কীসের খুশি
কীসের খাওয়া-দাওয়া,
দৃশ্য দেখে মৃত শিশুর
সব হয়েছে হাওয়া।
মরছে শিশু শত শত
পঙ্গু হাজার হাজার,
বিশ্ববাসীর সামনে দেখো
মানুষ মারার বাজার।
সবাই দেখি খুব স্বাভাবিক
চলছে আগের মতন,
দেখ চেয়ে সামনে সবার
মরছে মানুষ রতন।
বন্ধ করে মানুষ মারা
যা ফিরে যা ঘরে,
ন্যায় বিচারক আছেন যিনি
ন্যায় বিচারই করে।
বিষয়: বিবিধ
৮৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন