লোকটা বড়ো বালা!

লিখেছেন লিখেছেন কুশপুতুল ২০ জুলাই, ২০১৪, ০৪:১৩:০৩ বিকাল

রোজার মাসে চাচী বেজায় খুশি

হয়না খেতে চাচার কিল ও ঘুষি

রোজার আগে পরে

হায়রে চাচার ঘরে

কিলাকিলির তুফান ছোটে রোজ

হাঁপায় বসে চাচা

`তরা আমায় বাঁচা

আমি যে কেমুন খবিশ পালি

লছনা তরা খোঁজ।'

পিটনি খেয়ে চাচী দেখি হাসে

আদর করে বলল চাচী, `আসো আমার কাছে'

যেই বলেছি চাচীগো তোমার মুখটা কেনো কালা?

বলল চাচী, `এ কিছুনা লোকটা বড়ো বালা।'

বিষয়: সাহিত্য

১১৪৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246293
২০ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৭
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
246324
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
বুড়া মিয়া লিখেছেন : লুকটা কেলা?
আমরার বৈনাই না-কি?
অইন্য কুনু হালা?
246338
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
আফরা লিখেছেন : এইটা আমি আগেও একবার পড়েছিলাম মনে হয় ।
246353
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১২
রাইয়ান লিখেছেন : দারুন লাগলো ..... Thumbs Up
246356
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
246474
২০ জুলাই ২০১৪ রাত ১০:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কল্পনা!!!!!!!!!!
246539
২১ জুলাই ২০১৪ রাত ০২:৫৭
ভিশু লিখেছেন : ইশ্‌ চাচীটাও যে কত্তো বালা?!
Rolling Eyes Smug Good Luck Rose
246577
২১ জুলাই ২০১৪ রাত ০৪:৫২
লিখেছেন : মুখ বুজে সব সয়গো চাচা
কয়না মুখে কথা,
যাতনা বিষাদে তবু
সয়যে হাজার ব্যাথা।

নিত্য চাচী বেজার মুখে
চাচাকে দেয় গালি,
নীরব মুখে শুধুই চাচা
ছোড়ে হাসির ফালি।

চাচা বড় ভাল মানুষ
বরে বেড়ায় চাচী,
চাচা বলে দাও খোদা পথ
খবিস থেকে বাচি।

বউ নয়তো ডাইনি যেন
নেইকো ঘরে সুখ,
জাহান্নামে জ্বরে পুড়ি
নিত্য লুকাই মুখ।

কুশপুতুল কাউকে প্রিয়তে না রাখায় কবিতার খবর কেউ জানেনা। এমনটি ঠিক নয়। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File