রং ঢং
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১১ জুন, ২০১৪, ০৯:৫৭:৫৫ রাত
শাড়ী পরে একটি মেয়ে, এঁকে বেঁকে হাঁটছিল
হাঁটা চলা বলার মাঝে, কেমন জানি ডাঁট ছিল
পায়ে নূপুর, হাতে চূড়ি, চুলে নানান রঙ ছিল
কাঁধ ঝাকিয়ে মুখ বাঁকিয়ে, কথায় বড় ঢং ছিল
ঘুরেফিরে রংয়ে ঢংয়ে, আড্ডা দেয়ার সাধ ছিল
বৃষ্টি জলে রং হারিয়ে, আহা কি যে কাঁদছিল !!!
বিষয়: বিবিধ
১৮৫৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগলো
হাসির মাঝে কেন জানি ঠকর ঠকর কাশতেছি
অসাম চালিয়ে বকা খাই
রং মেখে আমার দিকে আছেন চেয়ে
'সেখানে গাছের উপর ভিমরুল ছিল
কাঁমড় খেয়ে বুঝলো তাদের হুল ছিল।'
ধন্যবাদ কুশপুতুল
বুড়ো হলে এই ছড়া ভুলে যাবেন কেনে?
সেথায় বলে কুশপুতুল দুলছিল।
গাছের মাথায় ভিমরুল ছিল,
কামড় খেয়ে বুঝলো তাদের হুল ছিল,
তাইতো সে করুণ সুরে কাঁদছিল।
রেইন কোট না নিয়ে কেন সে রং তুলছিল ?
এ ছাড়াও তার আরো একটা কুল ছিল
হাত বাড়ালেই পাশে কুশপুতুল ছিল।
মন্তব্য করতে লগইন করুন