বিয়ে বিয়ে খেলা...
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৯ জুন, ২০১৪, ১২:৩২:২৫ দুপুর
সখিনার বাপ কৃষক মানুষ, সখিনা ছিল ছাত্রী,
পাড়ার লোকেরা হাসিমুখে বলে, সখিনা ভাল পাত্রী।
সেভেনে পড়ে সখিনা যখন, বিয়ের কথা আসে,
এ কথা শুনে গোপনে সখিনা, চোখের জলে ভাসে।
বিদেশ ফেরৎ ছেলেটি ভালো, সুখের জীবন গড়ো,
লেখাপড়া ছেড়ে খুশি মনে মা, স্বামীর সংসার করো।
সখিনার কথা ভাবে না কেউ, ভাবে তার সুখ নিয়ে,
ভোজভাজ আর বাজ্জি ফোটে, সখিনার আজ বিয়ে।
বিয়ে পড়াবে এমন সময়, পুলিশ এসে হাজির,
বেড়া ভেঙ্গে সব পালালো বটে, বিপদ হয়েছে কাজীর।
হাসি ফুটে ওঠে সখিনার মুখে, অন্যের মাথায় বাজ,
সবাই বলে অভিমান করে, এটা `কুশপুতুলের' কাজ!
সখিনা এখন নাইনে পড়ে, এইটে পেয়েছে বৃত্তি,
সখিনার মা হাসিমুখে বলে, দেখেন মেয়ের কীর্তি!
বিষয়: সাহিত্য
১০৯৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব মন চায় জাসতে ঘটনাটি কি সদ্য ?
এমন শত সখিনা্রা এমন বিপদে পড়ে,
অবশ্য এখন কিছুটা হলেও সমাজের টনক নড়ে।
সবাই যদি সচেতন হই কুশপুতুলের লাহান,
তবেই বুঝি শেষ হবে বাল্য বিয়ের বয়ান।
না ফুটিতে ফুল অকালেই ঝরে, কত যে ফুলের কলি!
টাকার লোভে লোকেরা বলে, মানাবে বেশ বেশ!
অংক কষে সাফল্য দেখায়, মিছে করে মাতামাতি।
ভালোটি ভেবে খারাপটি করে, এত বোকা আর নাই
দাওয়াত টা পাইলে পেট ভরে একখান ভোজ খাওয়া যাইত। কে যে ভাঙ্গল?? তারে পাইলে.......
তবে মনে সে কাজটা ভালই করেছে।
বাল্য বিয়ে সুখ আনে না, দুৎখ আনে ঘরে
মন্তব্য করতে লগইন করুন