বিষ খাওয়া এই মানুষ নিয়ে, ক্যামনে এগোয় দেশ?

লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৮ জুন, ২০১৪, ১১:৩৭:৫০ সকাল

ফরমালিনে ছেয়ে গেছে দেশটা

কেউ জানি না, কী যে হবে শেষটা

কোথাও কেউ করছে না যে চেষ্টা

বিষাক্ত যে হচ্ছে পরিবেশটা।

প্রতিদিনই নানাভাবে গিলছি মরণ বিষ

কদিন পরে নানান পীড়ায়, পাবো না কেউ দিশ

হসপিটালে ভর্তি হয়ে ঢালতে হবে টাকা

থেমে যাবে মানুষ হবার ঘূর্ণায়মান চাকা

এমনি করে, দিনে দিনে যাচ্ছি হয়ে শেষ

বিষ খাওয়া এই মানুষ নিয়ে, ক্যামনে এগোয় দেশ?

বিষয়: বিবিধ

৯৬০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232254
০৮ জুন ২০১৪ দুপুর ১২:৫৯
ভিশু লিখেছেন : সত্যি তাই! নিজেদের বাগান ছাড়া কোনো ফল/শাক-শবজিই আজকাল আর বিশ্বাস হয় না! আপনার লেখা ফ্রেশ-ফ্রেশ কোবিতাগুলো খুব খুব খুব ভালো লাগে... Happy Good Luck Rose Angel Music
০৮ জুন ২০১৪ দুপুর ০২:০৬
178994
কুশপুতুল লিখেছেন : আপনি ফার্ষ্ট। অনেক শুভেচ্ছা।
232269
০৮ জুন ২০১৪ দুপুর ০১:১৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ফরমালিন আছে বলেই সব টাটকা পাচ্ছি। হে ফরমালিন তুমি মোরে করেছো মহান আমারে না, ফলমূল শাকসবজিরে! সুন্দর কবিতা।
পড়ার আমন্ত্রণ-
Click this link
০৮ জুন ২০১৪ দুপুর ০২:০৭
178995
কুশপুতুল লিখেছেন : হে ফরমালিন তুমি মোরে করেছো মহান!!!!!!!
চমৎকার।
232283
০৮ জুন ২০১৪ দুপুর ০১:৩২
চক্রবাক লিখেছেন : অসাধারণ ফরমালিন কাব্য Good Luck
০৮ জুন ২০১৪ দুপুর ০২:০৭
178996
কুশপুতুল লিখেছেন : Praying Liar
232287
০৮ জুন ২০১৪ দুপুর ০১:৪২
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আমি জানি শেষটা হবে অনেক ভয়াবহ
কিন্তু এটা নিয়ে তেমন ভাবছে না তো কেহ।
কাজের ভাবনা ভাববে যারা ভাবছে তারা অন্য
কী জবাব দিবে তারা এ ভাবনার জন্য ?
০৮ জুন ২০১৪ দুপুর ০২:০৮
178997
কুশপুতুল লিখেছেন : Happy Winking ;Winking
232289
০৮ জুন ২০১৪ দুপুর ০১:৪৬
egypt12 লিখেছেন : যেভাবে এগুচ্ছে তেমনেই ধ্বংসের দিকে এগুবে Broken Heart
০৮ জুন ২০১৪ দুপুর ০২:০৮
178998
কুশপুতুল লিখেছেন : Surprised Smug Crying
232355
০৮ জুন ২০১৪ দুপুর ০৩:৩১
আতিক খান লিখেছেন : ১০ জন মানুষের উপলব্ধিটা হলেই দেশটা বদলাত। আপনার কবিতা উনাদের কুরিয়ার করেন। ভালো লাগলো। ধন্যবাদ।
232400
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবিতাতেও অনেকে নাকি এখন ফর্মালিন দিচ্ছে!!!
232444
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
ইবনে আহমাদ লিখেছেন : বন্ধু এভাবে চলবে দেশটা
পছন্দ না হলে ছেড়ে যান দেশটা।
খুবই সুন্দর হয়েছে।
232451
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
ইমরান ভাই লিখেছেন : এখন যারা ফলটা কেনে,
ফরমালিন আছে বলে জেনে শুনে কেনে,
কিছু দিন আগে বের হয় ফরমালিন মুক্ত দোকান,
পরীখ‍্যা করে দেখা গেল ফরমালিন তাদের দোকান।

:( :(
১০
232470
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাই ,বিষ খাওয়া এই মানুষ নিয়ে, ক্যামনে এগোয় দেশ?
১১
232756
০৯ জুন ২০১৪ দুপুর ০২:০৮
আহ জীবন লিখেছেন : তারপরও বেছা কিনার অবস্থা দেইখা কি মনে হয় জানেন- গানে গানে বাঙ্গালির মনের কথা কই "ফরমালিন মাখা ফল গুলারে ভাল বেসেছি, মরমু জানি তারপরেও খাইয়া চলেছি"।

আপনার তো চিন্তা নাই (গাছ ভরা মাছ পুকুর ভরা ধুরও ঠিক করতে পারুম না আপনে কইরা নিয়েন) সবি আছে।
১২
235413
১৬ জুন ২০১৪ বিকাল ০৪:১৬
ওয়াচডগ বিডি লিখেছেন : বাবার নাম আর স্বামীর নাম ভাঙ্গিয়ে ১৭ কোটি মানুষের জীবনকে জিম্মি করার রাজনীতির বিরুদ্ধে মানুষ সচেতন হচ্ছে। হয়ত সময় নেবে, কিন্তু একদিন না একদিন তা ঘটবে, এ দেশের মানুষ ময়লা আবর্জনার মত উপড়ে ফেলবে রাজনীতি নামের এসব অরাজকতা, লুটপাট আর রাষ্ট্রীয় ভণ্ডামী। এক হানিফ আর সুরঞ্জিত বাবুর মত মেঠো কামলা দিয়ে সে জোয়ার ঠেকানো সম্ভব হবেনা। আমরা মুখ খুলে উচ্চকণ্ঠে বলতে পারছিনা ঠিকই, কিন্তু অন্তরে লালন করছি, অনেকদিন ধরে লালন করছি সে স্বপ্ন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File