আদরের ছেলে...
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৭ জুন, ২০১৪, ০৮:৩৭:১৬ রাত
বড়ো আদরের ছেলে---
সেই যে কবে গিয়েছে বিদেশ, বুড়ো মাকে ফেলে।
তারপর আর লয়না খবর, ফোন করে না মাকে
ছেলের খবর জিজ্ঞেস করে, সম্মুখে পায় যাকে।
দুধমাখা ফল তুলে দেবে মুখে, ছেলেটা এলে দেশে,
এখানে সেখানে লুকানো ফলে, পচন ধরেছে শেষে।
পোকার দখলে ফলগুলো যায়, ভাতগুলো খায় কাকে
অসুখে পড়ে বুড়িটা এখন, ছেলেকে কেবল ডাকে।
বিদেশ থেকে ছেলেটি হঠাৎ, ফিরে আসে মা'র ঘরে
হাত দিয়ে দেখে বুড়ো মা-টি তার, কাঁপছে ভীষণ জ্বরে
এই দেখো মা এসেছি ফিরে, কেমন আছো বলো
অনেক খাবার নিয়ে এসেছি, এক সাথে খাই চলো
মজার খাবার বের করে ছেলে, বাটিতে দিয়েছে বেড়ে
কেউ জানে না অভিমানী মা, গিয়েছে সকল ছেড়ে !!!
বিষয়: সাহিত্য
১১৪১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রবাসিদের কষ্টগুলি আমরা কতটুক বুঝি???
ধন্যবাদ।
আপনার চোখে পানি এসেছে বলে আমি খুশি হয়েছি। কারণ হৃদয় ষ্পর্শ করতে পেরেছি, এই আনন্দে।
ধন্যবাদ মনের কথাটি বলার জন্য।
মন্তব্য করতে লগইন করুন