তোমরা যারা বিদেশ থাকো
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৪ জুন, ২০১৪, ০৫:১০:৫২ বিকাল
তোমরা যারা বিদেশ থাকো
কোথায় পাবে ফল,
আম-কাঁঠাল লিচু দেখে
মুখে আসে জল?
পাঠিয়ে দিও নাম-ঠিকানা
আমার ইমেইল ধরে
গাছের তাজা ফল পাঠাবো
সবার ঘরে ঘরে।
লিখে দেবো ফলের গায়ে
অমুক তমুক পাবে,
ঘরে বসে টাটকা ফল
মজা করে খাবে।
দিতে পারো নাম-ঠিকানা
নিচের খোলা ঘরে
চলে যাবে ফলের ঝুড়ি
নাম-ঠিকানা ধরে।
বিষয়: বিবিধ
৩২৩৬ বার পঠিত, ১৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাবিতায় কাবিতায় ভালবাসার প্রকাশ !
ভাল হয়ছে।ধন্যবাদ ।
হায় আল্লাহ !আমাকে তো মনে হয় ব্লগ ছাড়তে হবে ?
তবে উপভোগ্য । ধন্যবাদ ।
এবার তো বলেই দিলেন ?!
ব্যাপারখানা ইটার মতো-
হ্যাঁ।বুঝছি আপু।আপনি অন্নেক বুদ্ধিমান !
চোর মনে হয় অনুজ্জ্বল_তারার দাদা !
@ইমরান ভাই ।
কেমন করে পৌঁছাবে তারা কুশপুতুলের কাছে?
অনাহারে কাটে তাদের রাস্তায় তাদের ঘর,
ঘরের কাছেই থাকে তারা রাখিনা খবর।
যদি পারেন কিছু ফল পাঠান তাদের ঘরে,
দেখেন গিয়ে তাদের চোখে কেমনে অশ্রু ঝরে।
বিদেশ থেকে ইমেইল ছাড়া, বলার উপায় নাই
হাত বাড়িয়ে কাছেপিঠে, কোথায় তাদের পাই!
২)
অনাহারে থাকে যারা, তাদের দিলে ফল
খালি পেটে ফল খেয়ে যে, ফেলবে খালি জল (!)
চোখের জলে পেটের জলে, ভাসুক তারা, চান?
ফলের চেয়ে চাউল দিয়ে, বাঁচাই আগে প্রাণ।
নইলে ফলের অভাব তাদের ছাড়বে নাকো পিছু।
ভালো লাগল পরের তরে বিলিয়ে দিতে ফল
এমন দরদী কুশপুতুল কোথায় পাব বল ?
গরিব-দুখীর জন্য তাদের, মন যে কেমন করে!
গাছ লাগান না কেন?
এখন কান্দেন বইসা।
সুশীল সাব ! ১নং আমি দখল করলাম । কই ছিলেন আপনি ?
আপনি কি অরিজিনাল সুশীল?
হিৎ হিৎ
আমার শুভেচ্ছা কৈ ?
মেয়েদের পকেট মারা শুরু করে দিছে!
চোরে করবে মনচুরি, সবটাই ফাঁকা!
আমরা চোর বইলা কি আমাদের মন থাকতে নেই?
অভিনন্দন নির্বাচিত পোস্ট । অভিনন্দন -
গ্রামে যান। তাজা ফল খান।
আপনাকে আমি একটা আমও দিব না।
দেশে সব ফরমালিন ফল।
আম কাঠাল খাই
যদিও তা দেশের মতো
এমন তাজা নাই।
পাঠিয়ে দিলাম নাম ঠিকানা
কুশপুতুলের ঠিকানায়
দেখা যাক কয় বছরে
ফলের দেখা পাই।
কিছু কিছু কথা আছে, বলেই সুখ পাই
মিছে কথার খই
মিছে পাতি সই
মিছে মিছি ঝগড়া করে
ঘোলা পানির দই।
সাথে দেবো ডেউয়া ফল আর লিচু কয়েক কুড়ি
আপনি যে কেমন, নিকের ছবি দেখেই বুঝা যায়। হোমানে দেৌড়াইতেছেন মাইয়ার পিছে। শরম নাই?
আপনি খালি গ্যাঞ্জাম করেন নাকি?
প্রথমেই মডু মামুরে ধন্যবাদ কবিতাটিতে আঠা লাগানোর জন্য।
দেশি ফল পাইনারে ভাই
আমরা যে হায় প্রবাসী!
মনে বড় স্বাদ জাগে তায়,
দেশি ফল খাই আসি।
-
আম-আঁতা-কাঁঠাল-কলা,
আমলকি আর জলপাই,
তাল-তরমুজ-বেল-পেয়ারা,
লিচুটাইবা কোথায় পাই?
-
আমন্ত্রনটা ভালই হলো
ধন্যবাদ হে দেশি ভাই
ফল পাই আর না পাই
প্রবাসী ভালবাসা জানাই।
তোমগোর কথা ভাবতে গিয়ে, চোখে আসে জল।
ভালো থেকো বন্ধু সবাই, অনেক অনেক ভালো
কষ্ট করে টাকা পাঠাও, দেশটা করো আলো।
ডব্লিউডব্লিউডব্লিউ ডট আব্বাইচ্ছার বাপ ডট ম্যাঙ্গো ডট কামু
সঙ্গে দিলাম কালো জাম, লিচু কয়েক কুড়ি।
পাওয়ার পরে আওয়াজ দিও, কেমন দেশী ফল
পাবে কিন্তু মনে সাহস, গায়ে পাবে বল।
ইচ্ছে করে খুশির চোটে নিজেকেই মারি ঘুষি।
তুমি তো নও আমার মতো কালো
কে বললো ফল খাইনা ফল আছে এই প্যারিসে
আম কাঠাল লিচু আছে জাম জামরুল ও আছে।
তবে আমার খুব ভালো লাগছে যে মডুদের ঘুম ভাংছে,তারা এখন কবিতাও স্টিকি করছে।
খাই প্যারিস ফল
না না না পাঠাইও না
চোখে আসবে জল!
অনেক ধন্যবাদ।
দিলাম তোমায় ফলের ঝুড়ি যতন করে নিও
একা খাইতে না পারিলে ভাগ করিয়া দিও।
দেশি ফলের গন্ধে আমার মন যে কেমন করে
না করলে নাই।
ধন্যবাদ।
Click this link
শুভেচ্ছা।
ই মেইল দিলাম আরও,
এক চিলতে পাঠিয়ে দিও,
যদি তুমি পার৷
ফরমালীনে চুবনি খাওয়া,
ফলের চেয়ে ভাই,
যেমন আছি তেমনই থাকি,
কিছুই নাহি চাই৷
আমরা যারা বিদেশ থাকি,
অভাব তাদের নাই,
সারা বছর সকল ফলই,
ঝুড়ি ঝুড়ি পাই৷
দেশে অনেক গরীব আছে,
দোকান ভরা ফলে,
ঘ্রানেই যাদের অর্ধভোজন,
চক্ষু ভাঁসসে জলে৷
ফল যদি ভাই থাকে তোমার,
বিলাও তাদের মাঝে,
খোদার কাছে করবে দোওয়া,
সকাল দুপুর সাঁঝে৷
অনেক ভালো লাগলো ছড়া ও ছড়ার ভাষা।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
আমি আপনাকে কী করলাম?
ফেইসবুকে এ্যাড করার অনরুধ রইল।
https://m.facebook.com/estiak.ahmed.39395
ধন্যবাদ।
ওরে আমার আদুলি
তুই যে মোদের ধন;
তোর দেয়া তাজা ফলে
জুড়িয়েছে প্রাণ।
বেঁচে থাক হাজার বছর
সবার দোয়া নিয়ে;
থাকো সুখে দোয়া করি
এমনিভাবে ভালোবাসা দিয়ে।
তোমার দোয়ায় দূর হয়ে যাক, মনের যত কালো।
ভালো থেকো। শুভকামনা।
রূপ দেখে আমি ভাই দিশেহারা হই না
আমার দেশের ফলের মাঝে মায়ের আদর মাখা
হোক না সে ফলগুলো, তুষের তলে রাখা।
তোমার আম প্রজা হলে, আমার আম রাজা।
ঘুষি দিমু।
বেশতি!
শুনেই যেন এই যে জিবে চলে এলো জল।
মেইলে এখন ফল আসে না আসে ফলের ছবি
একটি সময় আসবে যখন মেইলে পাব সবি।
এই বিদেশে বোন যে আমার ফল পাঠাতে চায়
বন্ধুরা সব শুনেই যেন কেড়ে খেতে চায়।
মন যে কারো কাঁদে আমার তরে দেশে বসে
ভাবতে যেন দু চোখ আমার অশ্রুজলে ভাসে
এই বিদেশে বসেও আমি শান্তনা পাই মনে
আমার কথা ভাবছে দেশে আমার প্রিয় বোনে
শব্দ এবং লাইনগুলো আদর দিয়ে গড়া
শুভেচ্ছা নিন।
গরিব-দুখী সবাই যদি থাকি পাশাপাশি
এমনি করে ফুটে ওঠে পরাণখোলা হাসি।
ধন্যবাদ।
পাঠিয়ে দিও আমার জন্য ও ফলের ঝুড়ি তাই!!
মাঝে মাঝে আম খেতে দেশের বাড়ি আইও
দেশের ফল দেশের মতো কোথায় পাবে তারা!
আপনাকেও দিলাম দাওয়াত, আসেন আমার বাড়ি
খাবেন-দাবেন নিয়ে যাবেন, পিঠাপুলির হাঁড়ি।
কী হবে ভাই এসব স্মৃতি এখন মনে করে
দুঃখগুলো ঝেড়ে ফেলে, যা আছে তা খাও
কেওয়া, গল্লা লুকলুকি আর ডেউয়া ভুলে যাও
আর মডুদের ভেতরে কাব্য সচেতনতা এসেছে দেখেও খুশি হলাম
ছোট্ট একটা ছড়া বা কবিতায় মজা করে যা বোঝানো যায় তা পাতা পাতা লিখেও বোঝানো যায় না।
এজন্যই ছড়া ও কবিতার এত আবেদন।
ভাবির জন্য পাঠিয়ে দেবো, লাল-সবুজের শাড়ী
খেয়ে পরে স্ট্যাটাস দিয়ে, জানিয়ে দিও ভাই
এই জগতে বোনের চেয়ে আপন কেহ নাই
ফলের সাথে পাবেন কিন্তু, একটা কাঠের পিড়ি
মডু এবং পোষ্টদাতা দু’জনকেই ধন্যবাদ ।
এমন মজার ফলের দেখা কোথায় গেলে পাবা?
ধন্যবাদটা পেয়ে আমি বেজায় রকম খুশি
ইচ্ছে করে তোমার পেটে মারি একটা ঘুষি!
তোমাদের দেয়া ছবিতে শুধুই চোখ বুলাই,
আমাদের ফলগুলোও যাক তোমাদের ভাগে
প্রবাসীদের অনেক খুশী ভোগে নয় ত্যাগে।
বিদেশ থেকে কষ্ট করে, পাক ধরেছে কেশে
তাই তো অনেক আদর করে, ফল পাঠাতে চাই
রাগ করো না লক্ষ্মীসোনা, যাদু-টোনা ভাই!
এত্ত মিষ্টি যে
ফল খেয়েছ? মিষ্টি অনেক? দিলাম জোরে তালি!
ইচ্ছা মতো খেতে বলো, পারে কয় জনে?
তবুও তুমি তৃপ্ত মনে, বলছো অনেক খেলাম
একটু হলেও এমন কথায়, শান্তি অনেক পেলাম।
প্রবাসীদের জন্য কিছু, সঙ্গে নিয়ে যাও
খুব সুন্দর ছড়া। মন্তব্য,প্রতিমন্তব্যে ছড়াগুলোও ভাল লাগলো। দেশী ফলের দাওয়াত দেয়ার জন্য পুতুলআপুকে ধন্যবাদ অনেক অন্নেক
আমারদেশের আম হলো সকল ফলের রাজা
শীতে এসে শীতের ফল, খাবে মজা করে
চলে এসো আমার বাড়ি, খাবে পেট ভরে
পাঠিয়ে দিও নাম-ঠিকানা
আমার ইমেইল ধরে[
গাছের তাজা ফল পাঠাবো
সবার ঘরে ঘরে।
*******
ব্লগ মামাদের আম খাওয়াতে
কেন মিছে আহব্বান,
দাও না দাওয়াত আসতে হেথায়
অাম খেয়ে জুড়াতে প্রাণ।
মরতে চাইনা খেয়ে তোমার
ফরমালিনের তাজা আম,
বল, এস আমার বাড়ী
খেতে আম আর কাঠাল-জাম।
ঈদ ছুটিতে আসবো দেশে
প্রবাস জীবন আর না সয়,
ছুটে যাবো নাড়ীর টানে
কুশপুতুল যদি যেতে কয়?
ওজুর পানি লাগবে না গো
লাগবে না পাটির বিছান,
লুটিয়ে বসবো মাটির উপর
আম খেয়ে জুড়াবো প্রাণ।
কত বছর যাইনা দেশে
নিত্য মায়ের আহব্বান,
কাঠাল তলায় দাড়িয়ে ডাকে
নিতে মধূল আমের ঘ্রাণ।
ব্লগের দরজায় আমের থোকা
জিভ ভেজাল এসে জল,
মিছে খাওয়ার বাহানাতে
ছুটে এল ব্লগার দল।
টাকায় কেনা ফলের সাথে, দাওয়াত দেয়ার ফল
এক করেছ জেনেই আমার, চোখে এলো জল
২.
ফরমালিনের ফল খাওয়াবো, ভাবলে কেমন করে?
বাংলাদেশের মানুষ আমি, ফল রেখেছি ঘরে
৩.
মিছে খাওয়ার বাহানা নয়, ফলে ফলে সারা
দেখোনা এসে ফল খেয়ে তো, হবে দিশেহারা!
এত সুন্দর নানী পেয়ে, করছি কানাকানি
কাজল কালো চোখে নানীর, বাঁকা চাঁদের হাসি
সাদাচুলে টোলাগালের, নানীকে ভালবাসি
মন্তব্য করতে লগইন করুন