দীর্ঘশ্বাস!!

লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৪ এপ্রিল, ২০১৪, ১২:৩২:৪২ দুপুর

গিয়েছিলাম সাভার। ধ্বংস হয়ে যাওয়া রানা প্লাজা দেখার জন্য। রাস্তার পাশেই জায়গাটি। গিয়ে দাঁড়ালাম। খা খা রোদ। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কত কিছু ভাবছি। হঠাৎ মনে হলো ধ্বংসস্তূপের ভেতর থেকে অসংখ্য দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আর দীর্ঘশ্বাসগুলো গরম বাতাসে পাক খেয়ে উপরে উঠে কোথায় যেন মিলে যাচ্ছে।

বেশিক্ষন দাঁড়িয়ে থাকতে পারলাম না। কষ্টে বুক ভারী হয়ে আসছিল। হাত তুলে দোয়া করলাম মৃত মানুষের জন্য যাদের ছোট ছোট হাতের ছোঁয়ায় এখানে কাপড় তৈরি হতো। আর এ কাপড় পরতো উন্নত দেশের মানুষেরা। আজ তাঁরা নেই। তাঁদের পেছনে রয়ে গেছে অনেক স্মৃতি আর অনেক কষ্টের দাগ!

হে প্রভু, তুমি মহান। তুমি তাঁদের আত্নার শান্তি দিও।

বিষয়: বিবিধ

৮৮১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212570
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৩
সুশীল লিখেছেন : হে প্রভু, তুমি মহান। তুমি তাঁদের আত্নার শান্তি দিও।
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৪
160873
কুশপুতুল লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
212589
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : পড়ে কষ্ট পেলাম। তাদে আত্মার শান্তি কামনা করছি। Praying
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৮
160891
কুশপুতুল লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
212597
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৪
প্রবাসী আশরাফ লিখেছেন : হে প্রভু, তুমি মহান। তুমি তাঁদের আত্নার শান্তি দিও।....আমীন Praying
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৯
160892
কুশপুতুল লিখেছেন : আমীন!!
212614
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ইয়া আল্লাহ তুমি মহান, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিন! আমিন
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪০
160947
কুশপুতুল লিখেছেন : আমীন!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File