আর ক'টা দিন বেঁচে থাকার আশাতে!

লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৩ এপ্রিল, ২০১৪, ০২:৫৯:২৪ দুপুর

গরম গিয়ে উঠছে এবার চরমে,

কি যে কষ্ট বলতেছি না শরমে।

রাত বরোটায় কারেন্ট মামা পালালো,

হায়রে মরণ, কি জ্বালা যে জ্বালালো।

লাফিয়ে গিয়ে ছাদের ওপর হাঁটলাম,

ঘণ্টাখানেক হায়হুতাশে কাটলাম।

কারেন্ট এলে দেৌড়ে গেলাম বাসাতে,

আর ক'টা দিন বেঁচে থাকার আশাতে!

বিষয়: সাহিত্য

১০৫৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212231
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১২
নীল জোছনা লিখেছেন : আপু আপনি কিন্তু সুন্দর সুন্দর কবিতা লিখেন। আমার কিন্তু হিংসে হয়। Winking Winking Winking
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৮
160551
কুশপুতুল লিখেছেন : হিংসা করেন ভালো কথা, মাথায় বাড়ি দিয়েন না
আমার কথায় আপনি কিন্তু, কষ্ট মষ্ট নিয়েন না!
212234
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৬
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৯
160552
কুশপুতুল লিখেছেন : Clown Good Luck ~:> Happy
212242
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২২
ফেরারী মন লিখেছেন : এখানে তাও কারেন্ট আসবে এই ভেবে বাসাতে ফিরে যাবেন কিন্তু ঐ অন্ধকার কবরে তো শুধু অন্ধকার আর অন্ধকার। নো কারেন্ট নো আলো। Crying Crying Crying
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩১
160553
কুশপুতুল লিখেছেন : ভালো কাজ করে গেলে, কবল হবে আলো
মন্দ কাজ করে গেলে,পাবেন খালি কালো!
212288
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
অনেক পথ বাকি লিখেছেন : অসাধারণ প্রতিভা।
২৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:১২
160837
কুশপুতুল লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
212347
২৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৮
শেখের পোলা লিখেছেন : কারেন্ট মামা, কেমন মামা,
যখন তখন যায় চলে!
ক্ষতি কি তার, যাবার আগে
একটু যদি যায় বলে৷
আমার মামা অনেক ভালো,
সেই যে এসে বসেছ,
ঘরে বাইরে সবার সাথে,
গভীর ভাবে মিশেছে৷
২৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৩
160838
কুশপুতুল লিখেছেন : শেখের পোলার ছড়াখানি সত্যি অনেক ভালোরে
কারেন্ট মামা লাঠি নিয়ে তাড়িয়ে দিবে কালোরে
212537
২৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৮
আব্দুল গাফফার লিখেছেন : গরম Give Up Give Up
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৪
160988
কুশপুতুল লিখেছেন : চরম!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File