আর ক'টা দিন বেঁচে থাকার আশাতে!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৩ এপ্রিল, ২০১৪, ০২:৫৯:২৪ দুপুর
গরম গিয়ে উঠছে এবার চরমে,
কি যে কষ্ট বলতেছি না শরমে।
রাত বরোটায় কারেন্ট মামা পালালো,
হায়রে মরণ, কি জ্বালা যে জ্বালালো।
লাফিয়ে গিয়ে ছাদের ওপর হাঁটলাম,
ঘণ্টাখানেক হায়হুতাশে কাটলাম।
কারেন্ট এলে দেৌড়ে গেলাম বাসাতে,
আর ক'টা দিন বেঁচে থাকার আশাতে!
বিষয়: সাহিত্য
১০৫৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার কথায় আপনি কিন্তু, কষ্ট মষ্ট নিয়েন না!
মন্দ কাজ করে গেলে,পাবেন খালি কালো!
যখন তখন যায় চলে!
ক্ষতি কি তার, যাবার আগে
একটু যদি যায় বলে৷
আমার মামা অনেক ভালো,
সেই যে এসে বসেছ,
ঘরে বাইরে সবার সাথে,
গভীর ভাবে মিশেছে৷
কারেন্ট মামা লাঠি নিয়ে তাড়িয়ে দিবে কালোরে
মন্তব্য করতে লগইন করুন