হাত বাড়িয়ে শিল কুড়ালাম
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৫ এপ্রিল, ২০১৪, ০১:২১:০৪ দুপুর
বৃষ্টি দেখে ছাদের ওপর গেলাম যখন নাইতে,
চেয়েছিলাম মনের সুখে একটা গান গাইতে।
গান ধরেছি যেইনা আমি, হায়রে শিলাবৃষ্টি,
শিলের ঢেলা দমকা হাওয়া কি যে অনাসৃষ্টি।
হাত বাড়িয়ে শিল কুড়ালাম গাওয়া নাওয়া শেষ
শান্তি দিলো বৈশাথী ঝড় শীতল হলো দেশ !!!
বিষয়: বিবিধ
১১০০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন