যদি নতুনের তলে হারিয়ে যায় পুরনো সংস্কৃতি!!

লিখেছেন লিখেছেন কুশপুতুল ৩০ মার্চ, ২০১৪, ০৩:৩২:২৮ দুপুর

রাস্তার পাশে ১০/১২ জন ইয়ং ছেলে-মেয়ে নাচছে। দেখে অবাক। মনে হয়েছিল আমি স্বপ্ন দেখছি। ইয়ং ছেলে-মেয়ে একত্রে রাস্তায় শত শত মানুষের সামনে এমন নাচানাচি করতে পারে ভাবতেও পারিনি। এটা তো কোনো সিনেমার শুটিংও না। ঘটনা কি! টাইট প্যান্ট-সার্ট আর কোমড়ে প্যাচানো চিকন ওড়না। অদ্ভুত!

দেখতে দেখতে ভিড় জমে গেলো। চারদিক থেকে গাড়ির হুইসেল, রিক্সা-ভ্যানের অস্থির ঘণ্টাধ্বনি আর একপাশে বাজনার তালে তালে নাচের উল্লাস। সব মিলিয়ে একটা মেলার ভিড়ের মতো অবস্থা।

গাড়ি চলল। চোখ থেকে আজব দৃশ্যের রেশ কাটছে না।

কতক্ষণ চুপচাপ।

এই নতুন সংস্কৃতি্ একদিন পুরান হবে। তারপর আসবে আরেক নতুন সংস্কৃতি। নতুনের তলে চাপা পড়ে পড়ে যদি আমাদের বাঙালিয়ানা সংস্কৃতি হারিয়ে যায় তবে অহংকার করার আর কী থাকবে আমাদের সামনে?

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200313
৩০ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৩
ভিশু লিখেছেন : Chatterbox সুপার লেখা পুতুল...Thumbs Up Thumbs Up Thumbs Up
অয়েলকাম ব্যাক... Rose Rose Rose
ভাল্লাগ্লো খুউব...Angel Good Luck
এখানে এর্কোম থটেরই ১টা লিখা পড়েছিলাম... Day Dreaming
200315
৩০ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৬
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : এইজন্যই আমাদেরকে এমন সংস্কৃতি আঁকড়ে ধরতে হবে যা কখনো পুরনো হয় না। তাই নতুনের চাপে হারিয়ে যাবারও কোন অবকাশ থাকবে না সেই সংস্কৃতির। আর এমন সংস্কৃতি শুধুমাত্র একটিই আছে পৃথিবীতে। আর সেটি হচ্ছে ইসলামিক সংস্কৃতি।
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৩
150088
ভিশু লিখেছেন : দ্য গোল্ডেন A+ কমেন্ট...Loser
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৯
150096
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : প্রিয়ন্তি, আপনি ঠিক বলেছেন।
200353
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৯
আলোর আভা লিখেছেন : অনেক ভাল লেখা ।আপনি এতদিন কই ছিলেন ।আপনার কথা আমি অনেক মনে করেছি ।
200354
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫২
আহমদ মুসা লিখেছেন : ফ্ল্যাশ মব নামের নতুন ফাইজলামী থেকে বাচার উপায় খুজে বের করতে হবে।
200361
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৩
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ফ্ল্যাশ মব নামের নোংরা কালচার চালুর মাধ্যমে দেশের নিজস্ব কালচারকে ভুলিয়ে দিতে পারলেই তো আগ্রাসনের ষোল কলা পূর্ণ হয়।
আর আমরাও পালে হাওয়া লাগিয়ে ছুটে চলেছি কোন্ অজানার পানে তা আমরা নিজেরাও যেমন জানি না ঠিক তেমনিভাবে যারা এর আমদানীকারক কিংবা এদেশে এর পরিশেক তারাও জানে না।
খুব লজ্জা লাগে এসব ভাবলে।
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
150131
সিটিজি৪বিডি লিখেছেন : ওদেরকে লাঠি দিয়ে পিটানো উচিত।
200396
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
সিটিজি৪বিডি লিখেছেন : ওদেরকে লাঠি দিয়ে পিটানো উচিত।
200409
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সুপার্ব একটা লেখা পড়লাম। ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ
200417
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সংস্কৃতির নাম দেশে এখন বেহায়াপনা চালু হয়েছে
200429
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
শেখের পোলা লিখেছেন : বাঙ্গালী সংষ্কৃতি পুরাণো হয়েছে আর আমরা এখন নৌকা চড়ে মডার্ন পাড়ার দিকে চলেছি, তাই পথে অমন মব ছাঁটা ব্রাস আমাদের কপালে জুটবেই৷
১০
200438
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা কোন সংস্কৃতি নয় বরং অপসংস্কৃতি। আর এরথেকে বাঁচতে আরোহি রায়হান প্রিয়ন্তি যা বলেছেন তা ছাড়া উপায় নাই।
১১
200532
৩০ মার্চ ২০১৪ রাত ১১:৩৬
সুশীল লিখেছেন : অনেক দিন পর আপনার লেখা পেলাম। ভাল লাগল
১২
200615
৩১ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৮
egypt12 লিখেছেন : আমাদের বাঙালিয়ানা সংস্কৃতি!!! ওটা আবার কি?!
১৩
200715
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৬
ইশতিয়াক আহমেদ লিখেছেন : Surprised Surprised Surprised
B) B)
১৪
200791
৩১ মার্চ ২০১৪ দুপুর ০৩:১১
কুশপুতুল লিখেছেন : সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
০১ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০১
150962
ভিশু লিখেছেন : Sad Sad Sad
১৫
201020
৩১ মার্চ ২০১৪ রাত ০৯:০৮
জবলুল হক লিখেছেন : Rose Rose Rose
১৬
201109
০১ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৭
ইবনে আহমাদ লিখেছেন : এগুলো স্বাভাবিক হলে ই আসবে পরের সিরিজ। সাংস্কৃতি নিয়ে যারা ব্যবসা করে তাদের পরিকল্পনা এমনই । পারবেন আটকাতে?
১৭
201243
০১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩১
সুমাইয়া হাবীবা লিখেছেন : আমরা বাঙ্গালী সংস্কৃতির লেজ ধরতে চাইলে এমনটাই হবে। আমরা বাংলাদেশী মুসলিম এটা ভুলে গেলে আরো কত কি আসবে সামনে!
১৮
203208
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০১
চক্রবাক লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File