যদি নতুনের তলে হারিয়ে যায় পুরনো সংস্কৃতি!!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ৩০ মার্চ, ২০১৪, ০৩:৩২:২৮ দুপুর
রাস্তার পাশে ১০/১২ জন ইয়ং ছেলে-মেয়ে নাচছে। দেখে অবাক। মনে হয়েছিল আমি স্বপ্ন দেখছি। ইয়ং ছেলে-মেয়ে একত্রে রাস্তায় শত শত মানুষের সামনে এমন নাচানাচি করতে পারে ভাবতেও পারিনি। এটা তো কোনো সিনেমার শুটিংও না। ঘটনা কি! টাইট প্যান্ট-সার্ট আর কোমড়ে প্যাচানো চিকন ওড়না। অদ্ভুত!
দেখতে দেখতে ভিড় জমে গেলো। চারদিক থেকে গাড়ির হুইসেল, রিক্সা-ভ্যানের অস্থির ঘণ্টাধ্বনি আর একপাশে বাজনার তালে তালে নাচের উল্লাস। সব মিলিয়ে একটা মেলার ভিড়ের মতো অবস্থা।
গাড়ি চলল। চোখ থেকে আজব দৃশ্যের রেশ কাটছে না।
কতক্ষণ চুপচাপ।
এই নতুন সংস্কৃতি্ একদিন পুরান হবে। তারপর আসবে আরেক নতুন সংস্কৃতি। নতুনের তলে চাপা পড়ে পড়ে যদি আমাদের বাঙালিয়ানা সংস্কৃতি হারিয়ে যায় তবে অহংকার করার আর কী থাকবে আমাদের সামনে?
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অয়েলকাম ব্যাক...
ভাল্লাগ্লো খুউব...
এখানে এর্কোম থটেরই ১টা লিখা পড়েছিলাম...
আর আমরাও পালে হাওয়া লাগিয়ে ছুটে চলেছি কোন্ অজানার পানে তা আমরা নিজেরাও যেমন জানি না ঠিক তেমনিভাবে যারা এর আমদানীকারক কিংবা এদেশে এর পরিশেক তারাও জানে না।
খুব লজ্জা লাগে এসব ভাবলে।
B) B)
মন্তব্য করতে লগইন করুন