"নামে নামে জমে টানে"

লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৩ জুন, ২০১৩, ০৫:০১:২১ বিকাল

১।

ঘুরছি বেদম সাগরপাড়ে, উড়ায়ে নীলসালু

পায়ের নিচে কচকচাকচ, নরম গরম বালু

২।

মাথার উপর উদার আকাশ, সঙ্গে জাতির চাচা

বোঁচা নাকু, কানা গফফার, বলল, `আমায় বাঁচা'

৩।

দেৌড়ে এসে সুমন আখন্দ, হারিয়ে ফেলে হুঁশ

কী হয়েছে, দেখো চেয়ে, পিছে আজব মানুষ

৪।

কপাল ভালো সঙ্গে ছিল, স্লেভ লাঠি নিয়া

সত্যি ছিল তাঁর আগমন, আশা জাগানিয়া

৫।

বাকপ্রবাসে বাক হারিয়ে, বলছে আমায় বাঁচান

সামনে এসে দাঁড়ায় হেসে, আফরোজা হাসান

৬।

সাগরবুকে তাঁরা যখন, এসব নিয়ে হাসেন

ঘাপটিমেরে ফোটো তোলেন, দক্ষ ইবনে হাসেম

বিষয়: বিবিধ

১৪৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File