লেখকের জীবন!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০২ মে, ২০১৩, ০২:২২:২৫ দুপুর
১
কবির পকেটে থাকলে টাকা, কবিতারা যাবে কই
কবির পকেটে থাকবে কবিতা, ঝোলাতে থাকবে বই
২
চাও যদি টাকা, লেখালেখি কেনো, অন্য কিছু করো
কাব্য চর্চা বাদ দিয়ে ভাই, ব্যবসা-পাতি ধরো
৩
কবিরা ঘোরে না টাকার ধান্ধায়, ভাবনারা ঘোরে খালি
কবিরা করে না টাকার আশা, চায় না হাততালি
৪
বইমেলাতে ঘুরিয়া দেখি, সবার মুখেতে হাসি
শুকনো মুখে কবিরা বলে, ভালো আছি, ভালো আছি'
৫
পাঠকেরা যায়, বই নিয়ে বাড়ি, প্রকাশক করে ব্যবসা
লেখকেরা ফিরে শূণ্য হাতে, চোখ দুটি ঝাপসা
৬
`কবি মহোদয় বইটি আপনার, মেলাতে কেমন চলে'
`চলেছে বেদম,' ক্ষুধা নিয়ে কবি, ঢেকুঁর তুলিয়া বলে
৭
এইভাবে চলে লেখকের জীবন, চায় না অর্থ মান
তবু কেনো জানি লেখকের কলম, থাকেরে বহমান
৮
আরো কত কথা ঘুরিতেছে মনে, লিখিতে চাহে না মন
লেখকের কাজ লেখালেখি করা, লেখকের হয় না ওজন
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন