এরাই পুড়ে ছাই হয়ে যায়, ভবনে পড়ে চাপা

লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৫ এপ্রিল, ২০১৩, ১১:১৪:৪০ সকাল

১)

এত কষ্ট আজ বুকের মাঝে, শোকে-দুখে চারিপাশ

যেদিকে তাকাই, পড়ে আছে দেখি, লাশের পরে লাশ

গরিবের ঘরে জন্ম এদের, কষ্টে জীবন ঘেরা

ফাঁদে পড়ে যায় বারবার ওরা, হয়না বাড়ি ফেরা

২)

কখনো মরে আগুনে পুড়ে, কখনো ভবন ধ্বসে

এত জীবনের মূল্য কতো, দেখে না হিসেব কষে

এদের হাতে সুঁই-সুতো চলে, মেসিনে ঘুরে চাকা

এরাই পুড়ে ছাই হয়ে যায়, ভবনে পড়ে চাপা

৩)

এরা ঘোরায় তোমাদের চাকা, ওদের চাকা ঘোরে না

এরা ফেরায় তোমাদের ভাগ্য, এদের ভাগ্য ফেরে না

হতভাগারা মরে গিয়ে বলে, `আমরাও ছিলাম মানুষ

কত প্রাণ গেলে কত লাশ দেখে, হবে তোমাদের হুঁশ'

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File