কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা করিব ভক্তি
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৪ এপ্রিল, ২০১৩, ০৫:১৪:৫৫ বিকাল
প্রভু!
কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা করিব ভক্তি
সত্য-মিথ্যার প্রভেদ বুঝিবার, দাওগো আমায় শক্তি
মিথ্যারা যদি বাড়াবাড়ি করে, সত্যেরা করিবে চুপ?
সত্যেরা রহিবে মাথা উঁচু করে, মিথ্যাদের বহুরূপ
প্রভু,
ভালোবাসা দাও মানুষের মনে, দাওগো জ্ঞান-ভক্তি
জ্ঞান-গরিমায় হোক বলিয়ান, দাও বুঝিবার শক্তি
এমন একটা দেশ চাই প্রভু, থাকবেনা হিংসা-দ্বেষ
মানুষ হবেনা মানুষের শক্রু, সুন্দর পরিবেশ
বিষয়: বিবিধ
১৫৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন