'শব্দ সন্ত্রাস' এর জনক বিবিসি 'ইসলামী সন্ত্রাস' বলতে কি বোঝাতে চায়?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ২৫ অক্টোবর, ২০১৭, ০৯:৪৭:২৬ সকাল



আজ বিবিসি বাংলা 'বাচ্চার নাম 'জিহাদ' রাখা নিয়ে ফ্রান্সে দ্বিধা' শিরোনামে রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টের শুরুতেই "যে দেশটি ইউরোপের ভেতর ইসলামি সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার হয়েছে, সেই ফ্রান্সে বাচ্চার নাম "জিহাদ" রাখা কি গ্রহণযোগ্য?" অত্যন্ত অনাকাংখিত, আপত্তিকর প্রশ্নবোধক বাক্য দিয়ে লেখা শুরু করেছে। বিবিসি বাংলা, 'ইসলামি সন্ত্রাসের..' অর্থাৎ ইসলাম ধর্মকে সন্ত্রাসের সাথে গুলিয়ে ফেলেছে। আরও পরিস্কার করে বললে, ইসলামকে সন্ত্রাসের ধর্ম হিসাবে প্রচারের ঘৃণ্য শব্দ সন্ত্রাস শুরু করেছে বিবিসি বাংলা। শব্দ সন্ত্রাসের জনক বিবিসি ইসলামপন্থীদের বিরুদ্ধে'মৌলবাদী', 'চরমপন্থী', 'জঙ্গী', 'জিহাদী' ইত্যাদি শব্দ ব্যবহার করে নেতিবাচক সংবাদ প্রচার করে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন বিশ্বজনমতকে উস্কে দিয়েছে। এই অসভ্য, বর্বর মিডিয়া বিবিসি, সিএনএন ইরাকে খৃষ্টান সন্ত্রাসী বুশ-ব্লেয়ারের খুন-হত্যা, ধর্ষনের মিডিয়া পার্টনার। নিজ ভুমিতে পরবাসী হয়ে থাকা মুসলমান, নিজের চোখের সামনে বাবা-মা, স্ত্রী-সন্তানদের হত্যা হতে দেখা মুসলমান, নিজের জাতির লোকদের নির্যাতিত হতে থাকা মুসলমানরা নিজেদের অধিকার আদায় করতে গিয়ে কাফির-জালিম সম্প্রদায়ের কিছু মানুষকে হত্যা করেছে যার পরিমাণ সর্বসাকুল্যে ১০ হাজারও হবে কি না সন্দেহ সেই কারণে বিবিসি মুসলমান ও ইসলামকে নিয়ে 'মৌলবাদী', 'সন্ত্রাসী' ইত্যাদি শব্দ ব্যবহার করেছে অথচ ফিলিস্থিন, ইরাক, আফগানিস্থান, চেচনিয়ায়, ইন্ডিয়ায় লক্ষ লক্ষ মানুষের খুনী ইজরাইলের খুনী সরকার, বুশ-ব্লেয়ার, ডিকচেনী, নরেন্দ্রমোদী, ভ্লাদিমির পুতিন এর মত খুনীদের খুনী বলা, হিন্দু ধর্মের সাথে 'হিন্দু সন্ত্রাসী বা হিন্দীয় সন্ত্রাস', 'খৃষ্টান সন্ত্রাসী বা খৃষ্টীয় সন্ত্রাসী' , 'ইহুদী সন্ত্রাসী বা ইহুদীয় সন্ত্রাস', লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নির্যাতনকারীদের 'বৌদ্ধ সন্ত্রাসী বা বুদ্দিষ্ট সন্ত্রাস' বলার সাহস কি বিবিসি বাংলা করবে? তাহলে ইসলাম ও মুসলমানদের নিয়ে একের পর এক বিতর্কিত শব্দ সন্ত্রাস, তথ্য সন্ত্রাস চালাচ্ছে কেন বিবিসি?

বৃটিস সরকারের অর্থায়নে পরিচালিত বিবিসির একটা কথা মনে রাখা দরকার। বর্তমান বিশ্বের অধিকাংশ দ্বন্ধ-সংঘাতের পিছনে রয়েছে অসভ্য, বর্বর, দস্যু সাম্রাজ্যবাদী বৃটিসদের অবদান। কি ফিলিস্থিন ইস্যু, কি কাশ্মিীর ইস্যু, কি রোহিঙ্গা ইস্যু সব কিছুর মুলে গেলে দেখাযাবে সাম্রাজ্রবাদী বৃটেন ফিলিস্থিন ত্যাগ করার সময় ইহুদী-মুসলমান দ্বন্ধ লাগিয়ে রেখে গিয়েছে যার কারণে এখনও গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ, বৃটিশরা ভারত উপমহাদেশ ত্যাগ করার সময় কাশ্মির নিয়ে হিন্দু-মুসলমান দ্বন্ধ লাগিয়ে ভারতীয় উপমাহাদেশ অগ্নিগর্ভ করে রেখেছে। এমনিভাবে দেখতে গেলে সারাবিশ্বের দ্বন্ধের পিছনে 'বৃটিশ কুটকৌশল' কাজ করছে। বিবিসি কিন্তু বৃটিশদের কুটকৌশলেরই একটা অংশ এবং খ্রিস্টানদের পরিচালিতি এই মিডিয়া ইসলাম, মুসলমানদের সাথে ক্রসেডে লিপ্ত রয়েছে।

ইসলামকে সন্ত্রাসের সাথে মিলিয়ে তথ্য সন্ত্রাস চালানোর জন্য অবশ্যই বিবিসি বাংলাকে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এদেশের তৈহিদী জনতা এর উপযুক্ত জবাব দিবে

বিবিসি বাংলার রিপোর্টের লিঙ্গ http://www.bbc.com/bengali/news-41736135

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384291
২৫ অক্টোবর ২০১৭ রাত ০৮:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিবিসি বিশ্বের সর্ববৃহত মিথ্যা প্রচার সংস্থা!
384313
২৭ অক্টোবর ২০১৭ দুপুর ০৩:১১
হতভাগা লিখেছেন : হালায় বিটিশ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File