সিনিয়র সাংবাদিক 'বিয়ার বাবা' পীর হাবিব আমার কমেন্টে Reply দিলো " কুততার বাচ্চা মুর্খ বুঝিস কিছু??"
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৩০:০৪ সকাল
নতুন পীর 'বিয়ার বাবা'। সিনিয়র সাংবাদিক পীর হাবিব কদিন আগে বিয়ার-হুইস্কি খাওয়ার উপদেশ দেওয়ায় ফেসবুকে ওর ছবি সহ লিখেছিলাম "নতুন পীর, বিয়ার বাবা"। পীর হাবিব বাংলাদেশ প্রতিদিনের সাবেক নির্বাহী সম্পাদক এছাড়াও পীর হাবিব দৈনিক যুগান্তর, আমাদের সময়, আমাদের অর্থনীতিসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে 'পূর্ব-পশ্চীমবিডি' নামক একটি নিউজ পোর্টাল পরিচালনা করেন। প্রোমিনেন্ট সাংবাদিক মিনা ফারাহ এর দৃষ্টিতে "ভুয়া সাংবাদিক" পীর হাবিব গত ১২ তারিখে পূর্ব-পশ্চীম বিডি পোর্টালে "একাত্তরে ইন্ধিরা, সতেরোতে হাসিনা, পরাস্ত সুচী" শীর্ষ লিখা প্রকাশ করে সবাইকে "আমার লেখাটি আজ কেবল মানবতার ও মানবিক শক্তির পক্ষে ,দানব বর্বর শক্তির বিরুদ্বে ।পড়ুন মতামত দিন।" মতামত দেওয়ার আহবান জানায়। হেডিং পড়েই মাথা বিগড়ে গেল, শেখ হাসিনার চামচামি। রোহিঙ্গারা সেই ৭৮ সাল থেকে নির্যাতনের শিকার এবং তখন থেকেই বিভিন্ন সরকার তাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে। শুধুমাত্র হাসিনা সরকার রোহিঙ্গাদের বঙ্গপসাগরে নিক্ষেপ করেছে, তাদের জন্য বিধিনিষেধ আরোপ করেছে। কদিন আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত ত্রাণ লুট এবং নোবেল পুরস্কারের আশায় তিনি অভিনয় করতেছেন আর চামচা পীর হাবিব রোহিঙ্গা শরণার্থী নিয়ে বিগত সরকার সমুহের সব অবদান অস্বীকার করে হাসিনাকে 'ইন্দিরা গান্ধি' এর সমপর্যায়ে ফেলেছে। উদ্দেশ্য ছিল শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন, কেননা হাসিনাদের বিরুদ্ধে 'টু' শব্দ করার জন্য দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে বিতাড়িত হয়েছিলেন পীর হাবিব। তাই লেখায় মন্তব্য করলাম, "নতুন পীর, বিয়ার বাবা, চামচামিতে বড়ই ওস্তাদ" সাথে সাথেই ইতর পীর হাবিব রিপ্লাই দিল, " কুততার বাচ্চা মুর্খ বুঝিস কিছু??"।
আমার মন্তব্য ও পীর হাবিবের উত্তর
পীর হাবিবের মন্তব্য দেখে পাঠকের পীর হাবিবকে কটাক্ষ করে বিভিন্ন মন্তব্য করতে লাগল, কেউ বলল, "বিয়ার খাইছে, আপনি কি আপনার সন্তানদের বিয়ার খাওয়াচ্ছেন, শিক্ষিত পীর হাবিবের লেখার হেডিং এ ১৫ টি শব্দের মধ্যে ৫টি শব্দ ভুল......."। পরে বিয়ার বাবা আমাকে ব্লক করল আর ওর বিরুদ্ধে করা পাঠকদের সব মন্তব্য মুছে ফেলল, তবে স্ক্রীণ শট নেওয়ায় লেখা-গুলো আমার সংগ্রহে আছে। এখন ওর লেখায় ওর আর হাসিনার প্রশংসা করে যারা মন্তব্য করেছে শুধু তাদের লেখায় রেখেছে বাকী সব ডিলিট করেছে। বিয়ার বাবা তার লেখার নিচে নিজের পরিচয় দিয়েছে, "লেখক: সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক"। মনে মনে ভাবছি, একজন সিনিয়র সাংবাদিক কত বড় শয়তান হলে এভাবে প্রকাশ্যে খারাপ ভাষায় গালিগালাজ করতে পারে,
বিষয়: বিবিধ
২৬৭০৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন