প্রথম আলোর কর্ণধার লতিফুরের নাতি ফারাজ আইয়াজ কি জঙ্গি ছিল? জঙ্গি কে কি হিরো বানানোর চেষ্টা চলছে?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০৩ জুলাই, ২০১৬, ০৯:২৫:৪৮ রাত
গুলশানের হলি আর্টিজান বেকারীতে নিহত হন প্রথম আলো পত্রিকার কর্ণধার, ট্রান্সকম গ্রুপের মালিক লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ (২০)। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় হামলাকারীররা ৭-৮জন ছিল। অথচ সেনাবাহিনীর আক্রমনে নিহত হয় ৫ জন, গ্রেফতার হয় ১জন। বাকী ১/২জন কোথায়? অপরজন কি লতিফুরেরর নাতি ফারাজ ইমতিয়াজ? আর্টিজানে হামলাকারীরা সকলেই ফারাজ ইমতিয়াজের মত ইংলিশ মিডিয়ামের ছাত্র, বয়সও ২০-২৫, ফারাজের মত অনেকেই বিদেশী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাহলে ফারাজও এই হামলায় জড়িত ছিলেন? ফারাজের কি গলা গেটে হত্যা করা হয়েছে নাকি আর্মির গুলিতে মারা গেছে? ফারাজের নানা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান বলেছেন, "নামাজ-কালাম ফারাজের ভালো জানা ছিল"। তার মানে সেও জঙ্গিবাদের সাথে জড়িত ছিল এটা মোটামোটি নিশ্চিত।
পত্রিকায় ফারাজ আইয়াজ কে হিরো বানানোর চেষ্টা চলছে। সে নাকি তাঁর গার্লফ্রেন্ডদের ছেড়ে হোটেল থেকে বের হয়ে আসতে চায়নি। সেজন্যই নাকি তাঁকে হত্যা করা হয়েছে। সে নাকি বন্ধুত্বের পরিচয় দিয়েছে। আসলে মেয়েদের সাথে 'সম্পর্ক' আছে এটা দেখিয়ে তার 'জঙ্গি' পরিচয় আড়াল করা হচ্ছে। সঠিক তদন্ত করলে দেখা যাবে 'হলি আর্টিজান' ধ্বংশের সাথে এর গুরুরাই জড়িত।
বিষয়: বিবিধ
১৯১২৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেনা বাহিনীর হাতে নিহত হয়েছে ৬জন। পুলিশ প্রকাশ করেছে ৫ জনের লাশ, তন্মধ্যে ১জন বাবুর্চি সাইফুল যাকে জঙ্গি হিসাবে প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ লাশ পাওয়া গেছে ৪ জঙ্গির। বাকী ২জন হচ্ছে ১। আওয়াামী লীগ নেতার ছেলে অপরজন হচ্ছে লতিফুরের নাতি ফারাজ আইয়াজ।
ভিডিও তে ফারাজ দরজায় পাহাড়ায়
মন্তব্য করতে লগইন করুন