বাবুল ভাই, আপনি 'জঙ্গি' নামক 'র' ও আওয়ামী ক্যাডারদের খুন করেছেন!! বনজ কুমার, দেবদাস ভট্রাচার্য আর রমেন গংরা আপনাকে বাঁচতে দিবে না।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ৩০ জুন, ২০১৬, ০১:১৭:১৬ দুপুর



বাবুল ভাই, বাংলাদেশের জঙ্গীগোষ্ঠি 'র' এবং আওয়ামী লীগের সৃষ্টি চট্রগ্রামের তথাকথিত জেএমবি জঙ্গী জাবেদকে হত্যা করেছেন, জাবেদের অন্যান্য সাথীদের গ্রেফতার করেছেন। জঙ্গীদের নাড়ী-নক্ষত্র খুঁজে পেয়েছেন। 'জঙ্গী' নাটকের পিছনে পার্শ্ববর্তী গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা জড়িত সেটা আপনি আইজিপির মাধ্যমে ভারতের দালাল সরকারকে 'লিস্ট' সহ জানিয়েছেন। এতসব অপকর্ম করার পরও আপনি পুলিশে 'সৎ' অফিসার হিসাবে থাকবেন আর ভারতের এদেশীয় এজেন্ট বনজ কুমার, দেবদাস ভট্রাচার্য এবং সাংবাদিক রমেন আপনাকে তাঁদের এজেন্ট হত্যার জন্য কিছুই বলবে না সেটা আপনি ভাবলেন কিভাবে? মনে আছে কর্ণেল গুলজার আহমদের কথা যিনি জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গী দমন করেছিলেন আর 'রা' ও তাদের এদেশীয় দালালরা হত্যার পর পুড়িয়ে দিয়েছিলেন, তাঁকে ডিএনএ টেস্ট করে সণাক্ত করতে হয়েছে। আপনি ওদের চিনেছেন, আপনি ওদেরকে জানেন সেজন্যই বনজ কুমার, দেবদাস ভট্রাচার্য, রমেন গংরা কিছুতেই আপনাকে বাঁচতে দিবে না।

বিষয়: বিবিধ

৮৪৮২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373589
৩০ জুন ২০১৬ দুপুর ০১:৩৬
হতভাগা লিখেছেন : মেয়ের কথিত খুনীকে মেয়েরই বাবা আশ্রয় দিয়ে রেখেছে ..... ব্যাপারটা খুব সিগনিফিকেন্ট।
৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২২
310092
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ঠিকই বলেছেন
373618
৩০ জুন ২০১৬ দুপুর ০২:৪৪
বাকপ্রবাস লিখেছেন : আমাদের স্বাধীনতা অনেক দূরে চলে যাচ্ছে যারা অন্ধ তাদের জন্য করুণা হয়
৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২৫
310093
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ১৭৫৭ বেশী দুরে নয়
373621
৩০ জুন ২০১৬ দুপুর ০২:৫০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২৬
310094
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
373629
৩০ জুন ২০১৬ দুপুর ০৩:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলে অপরাধি গোটা জাতি যারা নিজেদের ভুলে গেছে।
৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:১৬
310115
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : জন্মই তো হইছে মালুয়ানদের হাতে, নিজেদের ভুলব নাতো কি করব?
373642
৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:০৫
কুয়েত থেকে লিখেছেন : আপনি আইজিপির মাধ্যমে ভারতের দালাল সরকারকে লিস্ট সহ জানিয়েছেন। এতসব অপকর্ম করার পরও আপনি পুলিশে সৎ অফিসার হিসাবে থাকবেন আর ভারতের এদেশীয় এজেন্ট বনজ কুমার দেবদাস ভট্রাচার্য এবং সাংবাদিক রমেন আপনাকে তাঁদের এজেন্ট হত্যার জন্য কিছুই বলবে না সেটা আপনি ভাবলেন কিভাবে?এই জাতিকে আরো কতযে মূল্য দিতে হবে তা আল্লাহ ভালো জানেন। ধন্যবাদ
৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
310120
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
373652
৩০ জুন ২০১৬ রাত ০৮:২১
শেখের পোলা লিখেছেন : কি জানি বাপু।
০২ জুলাই ২০১৬ রাত ১২:০৭
310162
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আপনি তো 'শেখের পোলা' বুঝবেন কি?
373661
৩০ জুন ২০১৬ রাত ১১:৪৫
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনিি আসল কজটি ধরেছেন । সাবধানে থাকবেন কোন দিন আবার আপনাকেই না বাবুল আক্তারের ভাগ্য নিতে হয় । সব খাণেই ই এখন ভয় কাজ করে কেমন যেন হয়ে গেল বাংলাদেশটা
০২ জুলাই ২০১৬ রাত ১২:০৬
310159
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : দোয়া করবেন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিয়ো আমাকে, শাহাদত জানি শুধুই জীবন, সেজীবন দিয়ে আমাকে.....
373665
০১ জুলাই ২০১৬ রাত ০৩:২৫
তায়িফ লিখেছেন : বিচার বহির্ভুত হত্যাকান্ডের জন্য এবং দুটি মাসুম বাচ্ছাকে মা হারা করার জন্য কুলাংগারটার ফাসি হওয়া দরকার।
০২ জুলাই ২০১৬ রাত ১২:০৭
310160
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
373670
০১ জুলাই ২০১৬ রাত ০৪:১৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : বুঝলাম, কিন্ত ...
০২ জুলাই ২০১৬ রাত ১২:০৭
310161
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : কিন্তু কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File