ব্লগার ঈগলের চোখ: জামাত-বিএনপির ভয় কারণ এটা জনকল্যানমুলক অভিযান নয় এটা "ঈদ স্পেশাল ইনকাম অভিযান"

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১১ জুন, ২০১৬, ০৬:১১:২০ সন্ধ্যা



গত ২৪ ঘন্টায় ব্লগার 'ঈগলের চোখ' এর ভাষ্যমতে তথাকথিত জনকল্যাণমুলক সাড়াশি অভিযানে ৩১৯ ২ জন আটক হয়েছে। গড়ে ৭ দিনের অভিযানে গ্রেফতার হবে, (৩০০০ও৭) = ২১০০০ জন। এই ২১০০০ পরিবারের ঈদ খরচের টাকা যাবে পুলিশ পরিবারে। ২১০০০ পরিবারের চোখের পানির টাকা দিয়েই উদযাপন হবে পুলিশদের ঈদ।

স্বাধীন দেশের এই অভাগা ব্যক্তিরা গড়ে কমপক্ষে ২০,০০০/- টাকা পুলিশকে দিতে বাধ্য থাকবে। সেই হিসাবে পুলিশের ঈদ স্পেশাল গ্রেফতার বাণিজ্যে ইনকাম হবে প্রায় =৪২,০০,০০,০০০/-। এই টাকা দিয়ে পুলিশদের ঈদের খুশি ভালই জমবে।



বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং জঙ্গী সংগঠন ছাত্রলীগ। এই ছাত্রলীগকে নিয়েই চলছে এই অভিযান। পুলিশের উসিলায় ছাত্রলীগও কিছু ইনকাম করল। এইতো আপনাদের জনকল্যানমুলক সাড়াশি অভিযান।

বিষয়: বিবিধ

১৭৫৬ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371721
১১ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:১৪
হতভাগা লিখেছেন : ব্লগার ইগলের চোখ ইগলের চোখের ন্যায় ব্লগে সরকারের হয়ে ওয়াচ করছেন

এই ৭ দিন পুলিশ ভায়াদের জন্য ডবল ঈদের মজা বয়ে এনেছে
১১ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২৩
308474
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ।
371722
১১ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১১ জুন ২০১৬ রাত ০৮:৩২
308477
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।
371724
১১ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
শেখের পোলা লিখেছেন : জনকল্যান নয় এটা আওয়ামী লুটেরা কল্যান।।
১১ জুন ২০১৬ রাত ০৮:৩২
308478
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ঠিক বলেছেন।
371733
১১ জুন ২০১৬ রাত ০৮:৫৬
পললব লিখেছেন : হালুয়া আর হাগু দেখতে একই রকম । একটায় দূর্গন্ধ আর আরেকটা সুস্বাদু এবং সুগন্ধি। আওয়ামীলীগের টপ টু বটম হাগুকে হালুয়ায় বলে এবং এর জন্য তারা গর্বিত।
১১ জুন ২০১৬ রাত ০৯:৩২
308479
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ।
371735
১১ জুন ২০১৬ রাত ০৯:৫৩
ইরফান ভাই লিখেছেন : সবার মত প্রকাশের স্বাধীনতা আছে।ব্লগার ঈগল তার দৃষ্টিকোণ থেকে বলেছে।আর সে তো আওয়ামী সমর্থক।সুতরাং তার কাজ হলে তার দলের প্রচার করা।যেমন;-আমরা আমাদের আদর্শের প্রচার করি।অথএব,দয়া করে স্ব স্ব অবস্থান থেকে সুন্দর ও গঠনমূলক সমালোচনা করি।অন্যতায় ব্লগের পরিবেশ নোংরা হয়ে যাবে।যেমনটা ফেসবুকে হয়েছে।
১২ জুন ২০১৬ রাত ০৪:১৯
308505
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ইরফান ভাই, আমার লেখাটা ঈগলের চোখ এর অন্যায় লেখার একটি গঠনমুলক সমালোচনা
১২ জুন ২০১৬ সকাল ১১:৪০
308523
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি এতো মায়া কান্না করছেন কেন ইরফান ভাই? আপনার পোস্টগুলো তো ঈগলের চোখের চেয়ে ভয়াবহ একপেশে।যদি আপনার ব্লগ পরিবেশ সুন্দর রাখার তত্ত্ব মেনে নেই।
371738
১১ জুন ২০১৬ রাত ১১:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ব্যবসা। ঈদের আগে পুলিশদের জমজমাট ব্যবসা হবে।
১২ জুন ২০১৬ রাত ০৪:১৯
308506
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ঠিক বলেছেন
371746
১২ জুন ২০১৬ রাত ১২:৪৩
আবু জান্নাত লিখেছেন : ঈদ স্পেশাল ইনকাম অপারেশন।

371765
১২ জুন ২০১৬ সকাল ১১:৪২
প্রেসিডেন্ট লিখেছেন : ইগলের (মূলত বানানটি ঈগল হবে) চোখকে তার কাজ করতে দিন। দেখে যান আর এড়িয়ে যান। বুঝেনই তো।
১২ জুন ২০১৬ দুপুর ০৩:৩২
308528
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ
371767
১২ জুন ২০১৬ দুপুর ১২:৫৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যটি পোস্ট রিলেটেড নয়। রমাদান নিয়ে ব্লগে আয়োজন চলছে। অংশ নিতে পারেন আপনিও। বিস্তারিত জানতে-
http://www.bd-desh.net/blog/blogdetail/detail/9039/GaziSalauddin1/76670#.V10Hii5zv_Q
১২ জুন ২০১৬ রাত ০৯:৩২
308543
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ভাই, ব্লগ আয়োজন আমি ঠিকমত বুঝিনা
১০
371782
১২ জুন ২০১৬ দুপুর ০৩:৫৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : এটা হচ্ছে বর্তমান মধ্যম আয়ের দেশের পুলিশদের ঈন বোনাস সংগ্রহের আধুনিক পদ্ধতি।
১২ জুন ২০১৬ রাত ০৯:৩২
308544
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ঠিক বলেছেন।
১১
371805
১২ জুন ২০১৬ রাত ০৯:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা হলো স্পেশাল বোনাস স্কিম!!!
১২ জুন ২০১৬ রাত ০৯:৩২
308545
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : রাইট।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File