ইন্ডিয়া ঢোল বাজাচ্ছে; বিএনপি-জামায়াত নাচানাচি করছে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ২৪ জানুয়ারি, ২০১৬, ১০:৪২:১৯ রাত
হঠাৎ প্রধান বিচারপতি এসকে সিনহা এত ভাল মানুষ হয়ে গেলেন কেন? কেন তার কথা বাস্তবায়ন করার জন্য জামায়াত-বিএনপি বিবৃতি দিচ্ছে? এই সেই এসকে সিনহা ওরফে স্কাইপি কেলেংকারীর 'সিনহা বাবু' (সিনহা বাবু কইছে ডিসেম্বরের মধ্যে ..... আপনারে এহানে (আপিল বিভাগে) নিয়ে আসি) যিনি নিজামুল হক নাসিমকে পদোন্নতির প্রলোভন দেখিয়ে জুডিশিয়াল কিলিং এ উস্কানি দিয়েছেন। উনি বক্তব্য দিচ্ছেন অবসরের পর কোন বিচারপতি রায় লিখতে পারবেন না; অথচ সিনহা বাবু নিজেই আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার ব্যাপারে সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের অবসর প্রাপ্তির প্রায় ১৬ মাস পরে লিখিত রায়ে একমত হয়ে স্বাক্ষর করেছেন। প্রকৃত ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার ষড়যন্ত্রে এসব হচ্ছে। সিনহা বাবুকে দিয়ে এসব বক্তব্য দিয়ে একদিকে সিনহা বাবুকে 'ভাল মানুষ' এবং সকলের কাছে গ্রহণ যোগ্য বানানো হচ্ছে। অপরদিকে আওয়ামী লীগের অপকর্ম হালাল করার প্রয়াস চালানো হচ্ছে। কিভাবে?
সিনহা বাবুর কথা মেনে নিলে তত্ত্বাবধায় ব্যবস্থা বহাল থাকে। আর কিছুদিন পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হলে সংবিধান অনুসারে সিনহা বাবু 'প্রধান উপদেষ্টা'। যদি শামসুদ্দিন আহমেদ চৌধুরী হয় স্বরাষ্ট্র উপদেষ্টা বা প্রধান নির্বাচন কমিশনার তাহলে সে নির্বাচনের যে কি অবস্থা হবে সেটা সবাই জানে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বৈধ ভাবে আবারও ক্ষমতায় আসবে। হাহা
আসলে বিডিআর হত্যার মাধ্যমে দেশপ্রেমিক সেনা হত্যা অপরদিকে আসামী করে পিন্টুদের মত নেতাকে ফাসিয়ে দেওয়া, খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ করে সেনাবাহিনী থেকে ডিটাচ করা, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের মাধ্যমে দেশপ্রেমিক রাজনীতিবিদদের হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ইত্যাদি সবই 'ইন্ডিয়ান' প্রজেক্ট। আর এসব প্রজেক্টে জেনে হোক আর না জেনেই হোক আমরা ইন্ডিয়ার ফাঁদে পা দিচ্ছি।
শেখ হাসিনা ইন্ডিয়ার পুতুল বৈ কিছুই না। হাসিনা না থাকলেও কাউকে না কাউকে বাংলাদেশে ইন্ডিয়ার পুতুল সরকার প্রধান করত। মুলত ইন্ডিয়া বাংলাদেশের সরকার বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগ কব্জা করে ওপার থেকে ঢোল বাজাচ্ছে। আমর জামায়াত-বিএনপি সেই ঢোলের তালে তালে নাচছে। ইন্ডিয়ার দালালদের 'সাধু' তকমা দিচ্ছে জামায়াত-বিএনপি।
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন