নাস্তিকদের আতংক ফারাবীর মুক্তি চাই। প্লিজ সব ব্লগার ভাইয়েরা এক হোন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০৩ মার্চ, ২০১৫, ০১:১৯:৪৫ রাত
নাস্তিকদের আতংক ব্লগার ফারাবী ধার-কর্জ, ঋণ করে ব্লগ চালাতেন। এই ব্লগে আল্লাহ, রাসুল (সাঃ) এর পক্ষে তার অকাট্য যুক্তি ও নাস্তিক-মুরতাদদের মিথ্যা ও ভ্রান্ত অভিযোগের বিরুদ্ধে ক্ষুরধার লেখনির জন্য আবার জেলে যেতে হলো শাফিউর রহমান ফারাবীকে। তসলিমা নাসরিন, অভিজিৎ রায় গং ইসলাম নিয়ে যেসব বাজে লিখতেন তার জবাব ভালভাবেই দিতেন ফারাবী। এছাড়াও ফারাবী 'বাংলাদেশ প্রতিদিন' সহ নাস্তিকদের সমর্থক পত্রিকার সম্পাদকদের অপকর্মও তুলে ধরতেন সেজন্যই এসব হলুদ মিডিয়াগুলো ফারাবীর সম্পর্কে আজে বাজে লিখতেন।
ইতোপূর্বে থাবা বাবা ওরফে রাজীব হায়দারের অপকর্ম প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করেছিলেন ফারাবী। সেজন্য তার বিরুদ্ধে মামলাও হয়েছিল এবং জেলও খেটেছিলেন। মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ফারাবীর পরিবার। সেজন্য সে ব্লগ চালানো, মামলা চালানোর জন্য মানুষের কাছে টাকা চাইত।
নাস্তিকরা আরেক নাস্কিক আভিজিৎ রায় কে বলির পাঁঠা বানিয়ে এখন ফারাবীর মত সহজ-সরল ইসলামী ব্লগারকে ফাঁসাতে চাচ্ছে। আমাদের এই অপকর্মের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। ফারাবীর পাশে দাড়াতে হবে।
নাস্তিক, মুরতাদ, হিন্দুরা যদি আভিজিৎ রায়ের পক্ষে একাট্রা হতে পারে তাহলে আমরা কেন আল্লাহ-রাসুল এর ভালবাসায় উৎসর্গিত ইসলাম প্রিয় ফারাবীর জন্য এক হতে পারব না?
ফারাবীর সাথে সর্বশেষ মতবিনিময়ে তার মামলাটা নিয়ে কথা বলেছিল। এছাড়ও আমরা যারা ইসলাম প্রিয় তাদেরও এক প্লাটফরমে আসার ব্যাপারেও এক হয়েছিলাম এবং আমরা কোনও দলেরও অন্ধ দালালীও করব না এ ব্যাপারেও একমত হয়েছিলাম।
আমি সকল ইসলাম প্রিয় ব্লগার ও অনলাইন একটিভিস্টদের একত্রিত হওয়ার আহবান জানাচ্ছি। যারা সহমত জানাবেন তারা আওয়াজ দিন প্লিজ।
বিষয়: বিবিধ
১৫০১ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অজয় রায় স্যার সমীপে ,স্যার খুন ফারাবী করেনি ,সরকার সমীপে ,মাননীয় সরকার খুন ফারাবী করেনি ।তাঁকে ফাঁসানো হচ্ছে ।
Hash tag on facebook:
#free_farabi
Hash tag on twitter:
#free_farabi
কিন্তু ফারাবি যে চেতনা লালন করেছেন, সাইবারে কলম হাতে ধর্মদ্রোহীদের সাথে যে যুদ্ধ করেছেন -সেটাকে আপনার সম্মান করতেই হবে। সেই সাথে তাকে সমর্থন করতেই হবে।
সম্মান করতে হবে ধর্মীয় বিষয়গুলো নিয়ে তার ভাবুক আর তথ্য ও গবেষণামূলক লেখার আর ধর্মদ্রোহীদের ইসলাম সম্পর্কে বিভিন্ন অপবাদের দাঁতভাঙ্গা জবাবকে।
নিজের সামর্থ্য অনুযায়ি যা করা যায় তা করেছেন। কোন ধর্মবিদ্বেষীর রক্তচক্ষুকে ভয় করেন নি।
আপনি কয়টি ব্লগে লেখেন বা ব্লগ দেখেন??
আমরা সব ব্লগে ভিজিট না করলেও এই ফারাবি ভাই, সকল ব্লগেই নিজের অস্তিত্বের জানান দিয়েছেন তার লেখনীর মাধ্যমে। আর কলমের আঘাতে ক্ষত-বিক্ষত করেছেন নাস্তিকদের অন্তর।
আর এই কারনেই ফারবিরাই বারবার ধর্মদ্রোহীদের নিকট অপারধি হিসেবে বিবেচিত।
তিনিও মাহমুদুর রহমানের মত আরেক কলম সৈনিক, সময়ের সাহসি সন্তান।
আর এসব কারনেই অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি আমাদের ভালবাসা চলে আসে, চলে আসে এই ভাইয়ের জন্য দোয়া।
"হে আল্লাহ, তুমি আমাদের এই কলম সৈনিক ভাইকে জালিমের নির্যাতন থেকে হেফাজত কর। আমীন।"
তাই ত বলি "ফারাবি'রা হারলে, হারবে বাংলাদেশ।
‘ধর্মদ্রোহীদের ঘৃণা করি’
'We hate infidel.'
[ Abubakar Siddique ভাইয়ের লেখা। ]
#WeHateInfidel #FreeFarabi
and allegation. He is a keeper of the faith. IshaAllah I will pray for him.
এখন দেখলে ?
কতটা হাস্যকর দেশে আছি আমরা।
আগেকার যুগে করাটা ছিল অপরাধ
বর্তমান দিনকালে বলাটাও অপরাধ
সামনের দিলগুলতো হবে দেখাটাও অপরাধ।
নিজেদের ব্যর্থতা ঢাকতে বর্তমান প্রশাসন কিছু মাল-মসলার যোগ সুত্র তৈরী করে রাখে, ফারাবীও তাদের জন্য সে ধরনের একটি আইটেম হয়ে গেল।
আমার ভাইয়াকে পরম করুণাময় রক্ষা করবেন ইনশআল্লাহ্।
মন্তব্য করতে লগইন করুন