নাস্তিকদের আতংক ফারাবীর মুক্তি চাই। প্লিজ সব ব্লগার ভাইয়েরা এক হোন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০৩ মার্চ, ২০১৫, ০১:১৯:৪৫ রাত



নাস্তিকদের আতংক ব্লগার ফারাবী ধার-কর্জ, ঋণ করে ব্লগ চালাতেন। এই ব্লগে আল্লাহ, রাসুল (সাঃ) এর পক্ষে তার অকাট্য যুক্তি ও নাস্তিক-মুরতাদদের মিথ্যা ও ভ্রান্ত অভিযোগের বিরুদ্ধে ক্ষুরধার লেখনির জন্য আবার জেলে যেতে হলো শাফিউর রহমান ফারাবীকে। তসলিমা নাসরিন, অভিজিৎ রায় গং ইসলাম নিয়ে যেসব বাজে লিখতেন তার জবাব ভালভাবেই দিতেন ফারাবী। এছাড়াও ফারাবী 'বাংলাদেশ প্রতিদিন' সহ নাস্তিকদের সমর্থক পত্রিকার সম্পাদকদের অপকর্মও তুলে ধরতেন সেজন্যই এসব হলুদ মিডিয়াগুলো ফারাবীর সম্পর্কে আজে বাজে লিখতেন।

ইতোপূর্বে থাবা বাবা ওরফে রাজীব হায়দারের অপকর্ম প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করেছিলেন ফারাবী। সেজন্য তার বিরুদ্ধে মামলাও হয়েছিল এবং জেলও খেটেছিলেন। মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ফারাবীর পরিবার। সেজন্য সে ব্লগ চালানো, মামলা চালানোর জন্য মানুষের কাছে টাকা চাইত।

নাস্তিকরা আরেক নাস্কিক আভিজিৎ রায় কে বলির পাঁঠা বানিয়ে এখন ফারাবীর মত সহজ-সরল ইসলামী ব্লগারকে ফাঁসাতে চাচ্ছে। আমাদের এই অপকর্মের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। ফারাবীর পাশে দাড়াতে হবে।

নাস্তিক, মুরতাদ, হিন্দুরা যদি আভিজিৎ রায়ের পক্ষে একাট্রা হতে পারে তাহলে আমরা কেন আল্লাহ-রাসুল এর ভালবাসায় উৎসর্গিত ইসলাম প্রিয় ফারাবীর জন্য এক হতে পারব না?

ফারাবীর সাথে সর্বশেষ মতবিনিময়ে তার মামলাটা নিয়ে কথা বলেছিল। এছাড়ও আমরা যারা ইসলাম প্রিয় তাদেরও এক প্লাটফরমে আসার ব্যাপারেও এক হয়েছিলাম এবং আমরা কোনও দলেরও অন্ধ দালালীও করব না এ ব্যাপারেও একমত হয়েছিলাম।

আমি সকল ইসলাম প্রিয় ব্লগার ও অনলাইন একটিভিস্টদের একত্রিত হওয়ার আহবান জানাচ্ছি। যারা সহমত জানাবেন তারা আওয়াজ দিন প্লিজ।

বিষয়: বিবিধ

১৫০১ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306950
০৩ মার্চ ২০১৫ রাত ০১:৪৪
সজল আহমেদ লিখেছেন : আজ বিডিটুডে নিউজ.প্রথম আলো যেভাবে সংবাদ ছাপলো তাতে মনে হচ্ছে খুনটা ফারাবীই করছে।
অজয় রায় স্যার সমীপে ,স্যার খুন ফারাবী করেনি ,সরকার সমীপে ,মাননীয় সরকার খুন ফারাবী করেনি ।তাঁকে ফাঁসানো হচ্ছে ।

Hash tag on facebook:

#free_farabi
Hash tag on twitter:
#free_farabi
০৩ মার্চ ২০১৫ রাত ০২:০৭
248324
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ফারাবীর মুক্তির আন্দোলন জোরদার করার জন্য সবাইকে একত্রিত হতে হবে।
০৪ মার্চ ২০১৫ সকাল ০৭:৫০
248473
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : থামেন! ফারাবির সাথে কিছু বিষয়ে আপনার দ্বিমত থাকতেই পারে!
কিন্তু ফারাবি যে চেতনা লালন করেছেন, সাইবারে কলম হাতে ধর্মদ্রোহীদের সাথে যে যুদ্ধ করেছেন -সেটাকে আপনার সম্মান করতেই হবে। সেই সাথে তাকে সমর্থন করতেই হবে।
সম্মান করতে হবে ধর্মীয় বিষয়গুলো নিয়ে তার ভাবুক আর তথ্য ও গবেষণামূলক লেখার আর ধর্মদ্রোহীদের ইসলাম সম্পর্কে বিভিন্ন অপবাদের দাঁতভাঙ্গা জবাবকে।
নিজের সামর্থ্য অনুযায়ি যা করা যায় তা করেছেন। কোন ধর্মবিদ্বেষীর রক্তচক্ষুকে ভয় করেন নি।
আপনি কয়টি ব্লগে লেখেন বা ব্লগ দেখেন??
আমরা সব ব্লগে ভিজিট না করলেও এই ফারাবি ভাই, সকল ব্লগেই নিজের অস্তিত্বের জানান দিয়েছেন তার লেখনীর মাধ্যমে। আর কলমের আঘাতে ক্ষত-বিক্ষত করেছেন নাস্তিকদের অন্তর।
আর এই কারনেই ফারবিরাই বারবার ধর্মদ্রোহীদের নিকট অপারধি হিসেবে বিবেচিত।
তিনিও মাহমুদুর রহমানের মত আরেক কলম সৈনিক, সময়ের সাহসি সন্তান।
আর এসব কারনেই অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি আমাদের ভালবাসা চলে আসে, চলে আসে এই ভাইয়ের জন্য দোয়া।
"হে আল্লাহ, তুমি আমাদের এই কলম সৈনিক ভাইকে জালিমের নির্যাতন থেকে হেফাজত কর। আমীন।"
তাই ত বলি "ফারাবি'রা হারলে, হারবে বাংলাদেশ।
‘ধর্মদ্রোহীদের ঘৃণা করি’
'We hate infidel.'
[ Abubakar Siddique ভাইয়ের লেখা। ]
‪#‎WeHateInfidel‬ ‪#‎FreeFarabi‬
306955
০৩ মার্চ ২০১৫ রাত ০১:৫৫
306966
০৩ মার্চ ২০১৫ রাত ০৩:৫৪
দ্য স্লেভ লিখেছেন : তার লেখা যতটুকু পড়েছি তাকে সম্মান করতেই হয়। নাস্তিকতার বিরুদ্ধে বা কুফরের বিরুদ্ধে সে যুক্তি,তথ্য,কুরআন,সুন্নাহ অনুযায়ী কথা বলত। তাকে বিনা কারনে আটক করা হল বলে মনে হচ্ছে। প্রকাশ্য মেলা প্রাঙ্গনে,পুলিশের সামনে ওভাবে একজনকে খুন করা হল। এতে পুলিশের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আর সেটা ঢাকতেই কি এরকম সফলতা প্রমান করার চেষ্টা ! আল্লাহই ভাল জানেন
০৩ মার্চ ২০১৫ সকাল ০৮:৩১
248349
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আমরা তার জন্য কি করতে পারি সেটা বলেন। যতদুর জানি বেচারার বাবা-মা কেউ নেই, মামলা চালানোর পয়সাও নেই।
306967
০৩ মার্চ ২০১৫ রাত ০৪:৪৫
আনিস১৩ লিখেছেন : He is a warrior to destroy the propaganda
and allegation. He is a keeper of the faith. IshaAllah I will pray for him.
০৩ মার্চ ২০১৫ সকাল ০৮:৩১
248350
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আমরা তার জন্য কি করতে পারি সেটা বলেন। যতদুর জানি বেচারার বাবা-মা কেউ নেই, মামলা চালানোর পয়সাও নেই।
306968
০৩ মার্চ ২০১৫ রাত ০৪:৪৫
আনিস১৩ লিখেছেন : Correctin: Inshaallah.
306969
০৩ মার্চ ২০১৫ সকাল ০৫:১৮
sarkar লিখেছেন : নাস্তিক মারার ভুয়া মামলায় আস্তিক ফাঁানো চলবেনা।
০৩ মার্চ ২০১৫ সকাল ০৮:৩১
248351
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আমরা তার জন্য কি করতে পারি সেটা বলেন। যতদুর জানি বেচারার বাবা-মা কেউ নেই, মামলা চালানোর পয়সাও নেই।
306972
০৩ মার্চ ২০১৫ সকাল ০৫:২৯
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : এত বড় আল্লার বান্দার জন্য ব্লগ/ফেসবুক কেঁদে/কেটে ভাসিয়ে কি হবে! আল্লার কাছে চান।। এবার দেখা যাবে র‍্যাব বড় না আল্লা বড়।
306981
০৩ মার্চ ২০১৫ সকাল ০৭:৪৮
শেখের পোলা লিখেছেন : আল্লাহই তার সহায় হবে৷ নাস্তকরা নিপাত যাক৷
০৩ মার্চ ২০১৫ সকাল ০৮:৩৯
248352
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আমরা তার জন্য কি করতে পারি সেটা বলেন। যতদুর জানি বেচারার বাবা-মা কেউ নেই, মামলা চালানোর পয়সাও নেই।
306996
০৩ মার্চ ২০১৫ সকাল ০৯:৩২
আনিসুর রহমান লিখেছেন : I read couple of his post. post of somebody else is the rerrior of his/her thinking. Now if we looks of that merrior again again we find nothing but a very rational minded man. No way he can involve murder. but we know he is always firm to up hold the truth may be that is the reason ----
১০
306997
০৩ মার্চ ২০১৫ সকাল ০৯:৩২
হতভাগা লিখেছেন : এই ফারাবীর কারণে টুমরো ব্লগ বেশ কয়েকবার বেকায়দায় পড়েছিল । পই পই করে তাকে মন্তব্য করেছিলুম যে , বাপু এ ধরনের লিখা না লিখলেই কি নয় ? তুমি তো জেলে যাবেই সাথে এই ব্লগ ও তার ব্লগারদেরও একটা ঝামেলায় ফেলবে । ''

এখন দেখলে ?

ফারাবী
তোর কপালে আছে অনেক খারাবী
০৪ মার্চ ২০১৫ সকাল ০৭:৪৬
248471
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : জেলে যাওয়া ভয়ে কি কোন লেখক তার লেখার প্যার্টান পরিবর্তন করে? একমাত্র কাপুরুষরা্ই তা করতে পারে। আমরা সবাই 'ফারাবী'
১১
307003
০৩ মার্চ ২০১৫ সকাল ১০:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মুখে বলার বা লিখার কারনে মানুষ খুন হযে যায়!!!
কতটা হাস্যকর দেশে আছি আমরা।
১২
307008
০৩ মার্চ ২০১৫ সকাল ১০:২৫
ইয়াফি লিখেছেন : আল্লাহ তাঁর সহায় হোন!
১৩
307019
০৩ মার্চ ২০১৫ দুপুর ১২:৩৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ফারাবীকে বলির জন্য বাছাই করা হয়েছে।
আগেকার যুগে করাটা ছিল অপরাধ
বর্তমান দিনকালে বলাটাও অপরাধ
সামনের দিলগুলতো হবে দেখাটাও অপরাধ।

নিজেদের ব্যর্থতা ঢাকতে বর্তমান প্রশাসন কিছু মাল-মসলার যোগ সুত্র তৈরী করে রাখে, ফারাবীও তাদের জন্য সে ধরনের একটি আইটেম হয়ে গেল।
১৪
307024
০৩ মার্চ ২০১৫ দুপুর ০১:০০
অষ্টপ্রহর লিখেছেন : আল্লাহ তাকে রক্ষা করুন(আমিন)|
১৫
307036
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:২৫
আবু জান্নাত লিখেছেন : বর্তমান দুনিয়ায় চুরিকরা অপরাধ নয়, চোর ধরা বা ধরতে যাওয়া বড়ই অপরাধ। ফারাবীর জন্য মায়া হয়, জানি না তিনি বাস্তবে হত্যার সঙ্গে জড়িত কি না! যদি নিরপরাধ হয়ে থাকে আল্লাহ তায়ালা তাকে সাহায্য করুক এটাই চাই।
০৪ মার্চ ২০১৫ সকাল ০৭:৪৮
248472
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ভাই, কলম যোদ্ধা ফারাবী নাস্তিকদের আতংক সেজন্যই সে জেলে, স্যালুট ফারাবীকে।
১৬
307037
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:২৫
আল সাঈদ লিখেছেন : আল্লাহ তাকে রক্ষা করুন(আমিন)|
১৭
307038
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:২৬
আল সাঈদ লিখেছেন : আল্লাহ তাকে রক্ষা করুন(আমিন)|
১৮
307047
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:৪৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। এখানে বোনেরা কী নিষিদ্ধ?

আমার ভাইয়াকে পরম করুণাময় রক্ষা করবেন ইনশআল্লাহ্‌।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File