মনুষত্ব কতটা পশুত্ববরণ করলে মিরপুরের কসাই ওসি সালাউদ্দিন ৫৬টি গুলি করে ৪জন মানুষকে হত্যা করে বলতে পারে 'গণপিটুনি'

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:০০:১৩ সকাল







মিরপুরের কসাই, ওসি সালাউদ্দিন বিরোধী জোটের ৪ জনকে থানায় নিয়ে ৫৬টি গুলি করে হত্যা করে বিভিন্ন স্থানে ফেলে রেখে মিডিয়ায় সাক্ষাতকার প্রদান করে বলেন, জনগন তাদের পিটিয়ে হত্যা করেছে।

বিষয়: বিবিধ

৬০৫৬৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305862
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৩৬
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : ৫৬ গুলি!! বাঁশের কেল্লার কেল্লা না তো?
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০১
247470
আনিসুর রহমান লিখেছেন : সুরতহাল প্রতিবেদনের তথ্য : কথিত গণপিটুনিতে নিহতদের শরীরে ৫৬ গুলির চিহ্ন!!!
সুরতহাল প্রতিবেদনের তথ্য কি তা জানে না এ কিছিমের আজব জানোয়ার যে বাংলাদেশে আছে তা জানা ছিল না

305872
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অত্যাচারিরা সবাইকে বোকা ভাবে। কিন্তু নিজেদের বোকামি চোখে পরে না।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:০৪
247649
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : বোকা না ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে।
305879
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৫৪
মানবাধিকার চা্ই লিখেছেন : এদের পরিনতি দেখার জন্য আল্লাহর কাছে হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করছি ।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:০৪
247650
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আমীন।
০২ জুলাই ২০১৬ দুপুর ১২:২২
310172
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ভাই, ওসি সালাউদ্দিনের পরিণতি দেখলেন?
305881
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০৩
হতভাগা লিখেছেন : গুলিও এখন পিটুনির উদাহরনে চলে এসেছে

২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:০৫
247651
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : সুন্দর বলেছেন।
373820
০৩ জুলাই ২০১৬ সকাল ১১:২১
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : গনগুলি হপে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File