বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনায় বানানো হচ্ছে ‘যৌনকর্মী’!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ৩০ নভেম্বর, ২০১৪, ০৩:৫০:৪৫ দুপুর



ঢাকা :এবার সরকারি ব্যবস্থাপনায় বানানো হচ্ছে যৌনকর্মী। বাংলাদেশের এমনটাই চিত্র ফুটে উঠেছে একুশে টিভি’র অনুসন্ধান প্রতিবেদনমূলক অনুষ্ঠান একুশের চোখ-এর একটি পর্বে।

প্রতিবেদনে বলা হয়, অর্থ সংকটে যেসব নারীরা সম্ভ্রম বিক্রি বা পতিতা ভিত্তিতে যোগ দিচ্ছে না। তাদেরও এবার সরকারি ব্যবস্থাপনায় নিজেদের অনিচ্ছায় যৌনকর্মী বানানো হচ্ছে। তাও আবার বিদেশের মাটিতে। অভাবের সংসারের হাল ধরতে অনেক নারী স্বামী সন্তান রেখে জডানে পাড়ি জমাচ্ছেন। জডানসহ মধ্যপ্রাচ্য কয়েক লাখ মহিলা শ্রমিক কাজ করছে। তবে বিভিন্ন কাজের কথা বলা হলেও অনেকেই ফিরে এসেছেন সম্ভ্রম হারিয়ে। আর যারা সম্ভম হারাতে রাজী নন তারা ফিরতে হচ্ছে খালি হাতে। সবচে আচার্য্যরে বিষয় জডানসহ বেশ কিছু দেশ আছে যেখানে পুরুষ শ্রমিক না নিলেও নেয়া হচ্ছে নারী শ্রমিক।

প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ১৪দলীয় মহাজোট সরকারের সময় থেকে শুরু করে বর্তমান সময়ে সরকারের অন্যতম ভরসা হয়ে দাঁড়ায় এসব নারী শ্রমিক। আর এসব নারী শ্রমিকরা নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেও বিগত শ্রম মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেছিলেন, তার কাছে এই ধরনের কোন অভিযোগই আসে না। আর যদি এই ধরণের যৌন নির্যাতনের কোন কথা আমি বলি তাহলে তারা তো সতর্ক হয়ে যাবে। আমার কাছে তো এই ধরণের কোন অভিযোগই আসে না। News collected from below link

http://newsbd7.com/main/detail/1628

বিষয়: বিবিধ

১৪৯৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289924
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২১
হতভাগা লিখেছেন : এরকম ঘটনা বাংলাদেশের গার্মেন্টেও ঘটে থাকে । তাহলে মেয়েরা কোথায় চাকরি করবে ? দেশ-বিদেশ কোথাও কি তারা একটু স্বস্তি পাবে না ?
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৬
233677
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আবারও তাদের ইসলামের পথে ফিরে আসতে হবে। স্বামীর ঘরই তাদের নিরাপদ স্থান।
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৪
233679
হতভাগা লিখেছেন : নারীদেরকে কি স্বামীর ঘর নামক কারাগারে বন্দি হয়েই থাকতে হবে চিরটা কাল ? তাকে কি স্বাবলম্বী হতে দেওয়া হবে না?
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৫
233680
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : স্বাবলম্বী বলতে কি বুঝাবেন? স্বামীর ঘর কি কারাগার নাকি নিজের ঘর। স্বামীর ঘর যদি নিজের ঘর না হয় তাহলে তো শত শত পুরুষের ঘরই মেয়েদের ঘর। এরাই সমাজে পতিতা নামে পরিচিত।
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৭
233684
হতভাগা লিখেছেন : বাংলাদেশের নারী নির্যাতনের ৮৭%ই নাকি স্বামীর ঘরে হয়ে থাকে !
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৪
233690
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : অফিসের বস প্রতিদিন ধর্ষন করলেও নির্যাতন হয় না, কলিগরা রিক্সায় বসে স্পর্শকাতর স্থানে হাত দিলেও নির্যাতন হয় না, বাবা-মা, ভাই-বোন বকাবকি করলেও নির্যাতন হয়না। অথচ যে স্বামী তার স্ত্রীর জন্য বাজারের সবচেয়ে সুন্দর শাড়ী ক্রয় করে, নিজে কষ্ট করে উপার্জন করে স্ত্রীর জন্য ব্যয করে, সে স্বামী সামান্য শাসন করলেই হয় নির্যাতন!!!!!! সত্যিই সেলুকাস।
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৮
233708
হতভাগা লিখেছেন : তাই বলে নারী কি চাকরি করবে না ? সে কি শুধু শুধুই এতটা কাল পড়াশুনা করে গেছে ? তার কি ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকতে নেই?

সে জাতি কোন দিনও উন্নতি করতে পারে না যা নারী শক্তিকে দমিয়ে রাখা হয়
289931
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৪
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : স্বাবলম্বী বলতে কি বুঝাবেন? স্বামীর ঘর কি কারাগার নাকি নিজের ঘর। স্বামীর ঘর যদি নিজের ঘর না হয় তাহলে তো শত শত পুরুষের ঘরই মেয়েদের ঘর। এরাই সমাজে পতিতা নামে পরিচিত।
289965
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২০
নকীব কম্পিউটার লিখেছেন : বসবাসের ঘর যদি কর্মক্ষেত্র না হয়ে বন্দীশালা হয়। তাহলে জগতের প্রতিটি পুরুষই বন্দীশালায় বসবাস করছে।
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
233729
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : সহমত
289971
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইতো সাফল্য সরকারের!!
তারা ফরেন কারেন্সি আনছে দেহ বেচে। আর সেই টাকায় আমরা মদ,মোবাইল আর ইন্ডিয়ান মাগি(মাফ করবেন আর কোন ভাল শব্দ পেলামনা) আনছি।
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
233730
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : সহমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File