বর্ধমান বিস্ফোরণের ঘটনায় মিয়ানমারের নাগরিক আটক, ইন্ডিয়ানরা এদেশে কি করছে? ওরা কি মিয়ানমারে তদন্তের জন্য যেতে পারবে?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১৮ নভেম্বর, ২০১৪, ০৮:১০:১৯ রাত



ইন্ডিয়ার বর্ধমান বিস্ফোরনের ঘটনায় আজ গ্রেফতার হয়েছে মিয়ানমারের নাগরিক। এবার দেখার পালা, ইন্ডিয়ানরা তদন্তের স্বার্থে মিয়ানমার যেতে পারে কি না?

তথাকথিত তদন্তের জন্য ইন্ডিয়ানরা এদেশের সব গুরুত্বপূর্ণ অফিস ঘুরে দেখছে। আজ গিয়েছে, ওদের একান্ত আপনজন র্যার গডফাদার কর্ণেল জিযার অফিসে। আসলে ইন্ডিয়ানরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। এসব বিষ্ফোরন ওদের নিজেদের ঘটনা অথচ ওদের আভ্যন্তরীন সমস্যা বাইরের দেশে রপ্তানীর চেষ্টা করছে। আর এক্ষেত্রে সর্বচ্চো সহযোগিতা করছে অবৈধ হাসিনা সরকার।

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285597
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
হতভাগা লিখেছেন : বাংলাদেশ তথাকথিত জঙ্গীবাদ বিরোধীযুদ্ধের মাঠ হতে যাচ্ছে ।

ক্ষমতা আঁকড়ে রাখার জন্য যারা এরকম দেশ পরিপন্থি কাজ করছে+সমর্থন দিচ্ছে, কালের আবর্তনে তারা এর জন্যে আফসোস করেও কোন কুল কিনারা পাবে না ।
285599
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৯
শেখের পোলা লিখেছেন : হাসিনার (বাঙ্গালীর) বাবার তালুক এ ৫৬ াজার বর্গ মাইল কিনা৷ তার যা ইচ্ছা করছে। কিন্ত পস্তাবে ১৫ কোটি জনগন৷
285627
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভারতেই এখন এই নিয়া কেন্দ্রিয় ও প্রাদেশিক সরকারের মধ্যে গোলমাল লেগে গিয়েছে। আর আমরা তিন নম্বর ছাগলের বাচ্চা!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File