'পা কাটার মিছিল: লিমন থেকে সাজু'; পুলিশি বর্বরতার শেষ কোথায়?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১৯ অক্টোবর, ২০১৪, ১১:০৪:২৩ রাত
বাংলাদেশের আইন-শৃংখলা বাহিনী একটি অসভ্য ও বর্বর বাহিনীতে পরিণত হয়েছে। এই অসভ্য বাহিনীর বর্বরতায় বাকরুদ্ধ হয়ে পড়েছে দেশের জনগন। ভাড়াটিয়া খুনী র্যাব ঝালকাঠির লিমনকে পায়ে গুলি করে পঙ্গ করে দিয়ে আবার তাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে, পায়ে গুলি করে পঙ্গু করার সেই মিছিলে শামিল হয়েছে তিন সন্তানের জননী চট্রগ্রামের সাতকানিয়ার সজোয়ারা বেগম সাজু (৪০)। খবরে প্রকাশ বাপের বাড়িতে বেড়াতে এসেছে সাজু। ছোট ভাইকে গ্রেফতার করার কারণ জানতে চাওয়ায় প্রথমে প্রথমে রাইফেলের বাট দিয়ে আঘাত করে ফেলে দেওয়া হয় সাজুকে। পরে তিনি প্রতিবাদ করলে তাঁর বাম পায়ে গুলি করে পুলিশ। প্রথমে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা পরে অবস্থার অবনতি হলে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে পঙ্গ হাসপাতালে নেওয়া হয়। জীবন রক্ষার্থে ডাক্তারা তাঁর বাম পা কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। এভাবেই আমাদের বোন তিন সন্তানের জননী সাজোয়ারা বেগম সাজু চির জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করল। তাঁর এই অঙ্গ হানির জন্য কে দায়িত্ব নেবে? কেন দেশের তথাকথিত সুশীল সমাজ বা নারী অধিকারের কর্তা ব্যক্তিরা অথবা জাতীয় মানবাধিকার সংস্থা কোন কথা বলছে না? কোন অধিকারে পুলিশ একজন মা কে পঙ্গু করল? লিমন থেকে শুরু করে সাজু পর্যন্ত এত নিরীহ মানুষের উপর নির্যাতনকারী পুলিশ সদস্যদের কি কোন বিচার হবে না?
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
[আপনি কি সিরাজী পডিবারের কেউ?
নাকি সিরাজগঞ্জের মানুষ]
সহমতের জন্য ধন্যবাদ।
ইসমাঈল হোসেন সিরাজী পরিবারের কেউ না, সিরাজগঞ্জের মানুষ
মন্তব্য করতে লগইন করুন