'উপজেলা চেয়ারম্যান' পদে নমিনেশন পেলাম। আপনাদের সহযোগিতা কামনা করি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ২০ এপ্রিল, ২০১৪, ০৭:৪১:৪৬ সন্ধ্যা
প্রিয় ব্লগার ও অনলাইন একটিভিস্ট বন্ধুরা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আমাকে 'উপজেলা চেয়ারম্যান' পদে নমিনেশন দেওয়া হয়েছে। আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ জেলার 'কামারখন্দ উপজেলা'। আগামী ২৪ এপ্রিল নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ, ১৯ মে ভোট।
আপনাদের দোয়া ও নৈতিক সমর্থন কামনা করি।
কেহ আর্থিক সহযোগিতা করতে চাইলে নিম্নোক্ত একাউন্টে জমা দিতে পারেন।
মোহাম্মদ আবদুর রহমান
একাউন্ট নং-২৬১৪৪
ইসলামী ব্যাংক, গুলশান শাখা
বিকাশ- ০১৯৮৩৮৫৩০৪৯
ধন্যবাদান্তে আপনাদের সহযোদ্ধা।
মোহাম্মদ আবদুর রহমান
মোবাইল-০১৯১৩-৪৬৮৫৬২
https://www.facebook.com/#!/abdurrahman26
বিষয়: বিবিধ
১৫৩৮ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আশাকরি প্রথম ব্লগার চেয়ারম্যান হবেন।
আমার জিজ্ঞাসা ঐ সমস্ত হক্কানী আলেমদের কাছে,ভাল মানুষ রা যদি উপজেলা বা ইউনিয়ন বা সংসদ ভবনে যায় অন্তত তাহারা সরকারি সম্পর্তি অন্তত তছরুপ বা চুরি করবেনা।যারা আল্লাকে ভয় করে অন্তত তারা আল্লার ভয়ে মদ,জুয়া বদমাইশি ইত্যাদি থেকে বিরত থাকবে।কিন্তু খারাপ লোকদের দ্বারা এই টা সম্ভব না।সমাজ পরিবর্তনে অবশ্যই ভাল লোকদের এগিয়ে আসতে হবে।অবশ্য অন্যরা খারাপ মনে করে কিন্তু জামাত এই টাকে দ্বীনি দায়িত্ব হিসেবে নিয়েছে।সমাজ থেকে পাপাচার অন্যায় দুর করতে হলে সৎ লোকের অবশ্যই দরকার আছে।
তা হলে এই সমস্ত পদে ভাল লোক যাওয়ার অবশ্যই দরকার আছে।আমাদের ঐ সমস্ত আলেমদের জ্ঞান বুদ্ধি কখন উদয় হবে আল্লাই জানে।
আমি আপনার সফলতা কামনা করছি।
মন্তব্য করতে লগইন করুন