'উপজেলা চেয়ারম্যান' পদে নমিনেশন পেলাম। আপনাদের সহযোগিতা কামনা করি

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ২০ এপ্রিল, ২০১৪, ০৭:৪১:৪৬ সন্ধ্যা

প্রিয় ব্লগার ও অনলাইন একটিভিস্ট বন্ধুরা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আমাকে 'উপজেলা চেয়ারম্যান' পদে নমিনেশন দেওয়া হয়েছে। আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ জেলার 'কামারখন্দ উপজেলা'। আগামী ২৪ এপ্রিল নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ, ১৯ মে ভোট।

আপনাদের দোয়া ও নৈতিক সমর্থন কামনা করি।

কেহ আর্থিক সহযোগিতা করতে চাইলে নিম্নোক্ত একাউন্টে জমা দিতে পারেন।

মোহাম্মদ আবদুর রহমান

একাউন্ট নং-২৬১৪৪

ইসলামী ব্যাংক, গুলশান শাখা

বিকাশ- ০১৯৮৩৮৫৩০৪৯

ধন্যবাদান্তে আপনাদের সহযোদ্ধা।

মোহাম্মদ আবদুর রহমান

মোবাইল-০১৯১৩-৪৬৮৫৬২

https://www.facebook.com/#!/abdurrahman26

বিষয়: বিবিধ

১৫৩৮ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210812
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অভিনন্দন!
আশাকরি প্রথম ব্লগার চেয়ারম্যান হবেন।
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
159240
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : দোয়া কামনা করি।
210816
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দোয়া রইলো
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
159244
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ।
210818
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
লোকমান লিখেছেন : অনেক অনেক দোয়া রইল। পোস্টার ছাপা হওয়ার পর পোস্টারসহ ব্লগে একটি পোস্ট দেয়ার অনুরোধ রইল।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৫
159257
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ইনশায়াল্লাহ। পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ।
210820
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০০
সুস্থ মন লিখেছেন : আপনাকে স্বাগতম । আপনার জন্যে দোয়া রইল ।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৬
159258
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ। আপনার জন্যও আল্লাহর কাছে দোয়া করি।
210822
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৪
ফখরুল লিখেছেন : শুভ কামনা রইলো Rose
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৬
159259
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ।
210824
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
সত্য কন্ঠ লিখেছেন : একজন ব্লগার চেয়ারম্যান আমাদের দরকার। আল্লাহ আপনার মাধ্যমে সে দরকার পুরন করুন।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:১১
159260
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আমীন।
210829
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৯
শেখের পোলা লিখেছেন : ইসলাম কায়ের পথে এগিয়ে চলার জন্য নৈতীক নয় ইমানী সহযোগিতা রইল৷ফি আমানিল্লাহ৷
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:২২
159262
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ।
210833
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা আছে কি?
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৭
159264
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আল্লাহ ভরসা। দোয়া করবেন।
210837
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : গ্রেট গ্রেট
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩০
159267
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : শুকরিয়া।
১০
210838
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৮
তরিকুল হাসান লিখেছেন : দোয়া রইলো ।।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩০
159268
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ।
১১
210842
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩০
আব্দুল জাব্বার s লিখেছেন : আপনার জন্যে দোয়া রইল ।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩২
159269
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ।
১২
210856
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহ আপনাকে কামিয়াবি দান করুন।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫১
159279
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আমীন
১৩
210860
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৮
সিউল থেকে রহমতুল্লাহ লিখেছেন : দোয়া রইলো ।
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৪
159296
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ।
১৪
210884
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৮
সুমাইয়া হাবীবা লিখেছেন : আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো শুনে। আল্লাহ ভরসা।
২০ এপ্রিল ২০১৪ রাত ১০:৩১
159331
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ।
১৫
210921
২০ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৪
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : শুভকামনা রইলো । কোনভাবেই হেরে আসবেন না । মারামারি হবে, ভোট কারচুপি হবে, এগুলোর উদাহরণ টেনে নপুংসকদের মতো নির্বাচন বর্জন করবেন না । সকল প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করে যে বিজয়ী হতে পারে সেই সত্যিকার বীর । আপনার বিজয় হাসি দেখার অপেক্ষায় রইলাম ।
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:১১
159345
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। পাশের উপজেলা বেলকুচিতে ৮০০০ ভোট বেশী পাওয়ার পরও ৩০০+ ভোটে আওয়ামী প্রার্থীকে বিজয়ী দেখানো হয়েছে।
১৬
210945
২০ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৭
খালেদ সাইফুল্লাহ লিখেছেন : একজন ব্লগার চেয়ারম্যান আমাদের দরকার। আল্লাহ আপনার মাধ্যমে সে দরকার পুরন করুন।
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০৭
159430
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : আমীন
১৭
210966
২১ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৮
জুমানা লিখেছেন : দোয়া রইল...........
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০৭
159429
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ।
১৮
210971
২১ এপ্রিল ২০১৪ রাত ০১:০৮
নাবীল লিখেছেন : আমাদের দেশে অনেকেরই ধারনা, ভাল লোকরা এই কাজে আসে কেন।এই টা তো তাদের কাজ না ।তাদের কাজ ইমামতি,মুয়াজ্জিনি,বা শিক্ষকতা।অনেক আলেমরা যারা নিজেদের হক্কানি মনে করে সুফি সাব মনে করে।উনারা মনে করে ভাল লোক রা এই পদে যাওয়ার দরকার কি।
আমার জিজ্ঞাসা ঐ সমস্ত হক্কানী আলেমদের কাছে,ভাল মানুষ রা যদি উপজেলা বা ইউনিয়ন বা সংসদ ভবনে যায় অন্তত তাহারা সরকারি সম্পর্তি অন্তত তছরুপ বা চুরি করবেনা।যারা আল্লাকে ভয় করে অন্তত তারা আল্লার ভয়ে মদ,জুয়া বদমাইশি ইত্যাদি থেকে বিরত থাকবে।কিন্তু খারাপ লোকদের দ্বারা এই টা সম্ভব না।সমাজ পরিবর্তনে অবশ্যই ভাল লোকদের এগিয়ে আসতে হবে।অবশ্য অন্যরা খারাপ মনে করে কিন্তু জামাত এই টাকে দ্বীনি দায়িত্ব হিসেবে নিয়েছে।সমাজ থেকে পাপাচার অন্যায় দুর করতে হলে সৎ লোকের অবশ্যই দরকার আছে।
তা হলে এই সমস্ত পদে ভাল লোক যাওয়ার অবশ্যই দরকার আছে।আমাদের ঐ সমস্ত আলেমদের জ্ঞান বুদ্ধি কখন উদয় হবে আল্লাই জানে।

আমি আপনার সফলতা কামনা করছি।
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০৭
159428
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ।
১৯
211175
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১০
কোমকোম লিখেছেন : আল্লাহ আমাদের সহায় হন। আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File