কলকাতা ছাড়া বাংলা (বাংলাদেশ) হয় কিভাবে?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১৯ এপ্রিল, ২০১৪, ১০:৩২:০৯ রাত

৪৭ এ যারা দেশ ভাগের সাথে জড়িত ছিল তারা কি 'সোনার বাংলা' গান জানত না? কেন তাহলে কলকাতা ছাড়া বাংলা ভাগ হলো। এখন আমাদের বাংলাদেশীদের উচিত হবে কলকাতা দখল করা। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতকে ভেঙ্গে টুকরো টুকরো করতে হবে। ভারতের ইস্টার্ণ কমান্ডে হামলা চালিয়ে তা দখল করতে হবে। আগামীতে দেশ প্রেমিক সরকারকে এ ঘোষনা দিতে হবে। প্রয়োজনে কলকাতার সাথে আসাম, ত্রিপুরা, মিজোরাম ইত্যাদি রাজ্য যা ভারত জোর-যবরদস্তি করে দখল করে রেখেছে সেখানে গোয়েন্দা তৎপরতা চালিয়ে গণভোটের মাধ্যমে বাংলাদেশের সাথে অঙ্গীভুত করতে হবে।

আবদুল করিম সাহিত্য বিশারদের স্মৃতিময় আরাকানও বাংলাদেশের সাথে একীভুত করতে হবে।

এ ব্যাপারে সকল বাংলাদেশীদের আওয়াজ তোলার আহবান জানাই।

বিষয়: বিবিধ

১৫১৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210335
১৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৪০
সুশীল লিখেছেন : এ ব্যাপারে সকল বাংলাদেশীদের আওয়াজ তোলার আহবান জানাই।
১৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৫
158792
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ। অথর্ব ইন্ডিয়ানদের হাত থেকে আবার কলকাতা উদ্ধার করতে হবে।
210360
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:১৫
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : মুমিনের উট-গাধা-আবাবিল যা আছে সব এনে জরো করেন, জেহাদের এখনই সময়।

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:১৮
158813
নীল জোছনা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৪
158832
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : এই স্বপ্ন বাস্তব হতে দেরী হবে না ইনশায়াল্লাহ।
210365
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:১৮
নীল জোছনা লিখেছেন : আবালীয় চিন্তন। যা কখনো সম্ভব নয়।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৮
159161
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : অসম্ভব বলে দুনিয়াতে কিছু নেই।
210382
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৯
সন্ধাতারা লিখেছেন : বাংলাদেশীদের আওয়াজ তোলার আহবান জানাই
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৪
158833
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ধন্যবাদ।
210634
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৩
হতভাগা লিখেছেন : ''ভারতের ইস্টার্ণ কমান্ডে হামলা চালিয়ে তা দখল করতে হবে। আগামীতে দেশ প্রেমিক সরকারকে এ ঘোষনা দিতে হবে।''


০ আপনার বক্তব্য বন্ধুরাষ্ট্রদ্রোহী
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৮
159052
বাচ্চা ছেলে লিখেছেন : বাল করবে। আমাদের দেশের রাজনীতিবীদরা দিল্লিকে তলে তলে খূশি করার জন্য প্যান্ট খুলে পাছা বের করে রাখে প্রয়োজনে। যাতে করে দাদারা তাদের গোয়া মারতে পারে।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৮
159160
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : বন্ধুরাষ্ট্রদ্রোহী নাকি শত্রুরাষ্ট্রদ্রোহী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File