ভোটকেন্দ্রগুলোতে অগ্নিসংযোগ করেছে বাংলার দামাল সন্তানেরা।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০৪ জানুয়ারি, ২০১৪, ১০:০৫:১৯ সকাল
সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, যৌথ বাহিনী, আওয়ামী সন্ত্রাসীগোষ্ঠির ব্যাপক তৎপরতার মুখেও দশম জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে থেকেই বিভিন্ন জেলার ভোটকেন্দ্রগুলোতে অগ্নিসংযোগ করেছে বাংলার দামাল সন্তানেরা।
যেন সারাদেশে ভোটকেন্দ্রে আগুন লাগানোর ধুম পড়েছে। বৃহষ্পতিবার দিববাগত রাত থেকে শুরু। বৃহষ্পতিবার দিবাগত রাতে ফেনীর দাগনভুঁইয়ার ৮টি ...ভোটকেন্দ্রে আগুন দেয়ার সূচনা করে অজ্ঞাতরা। এরপর থেকে আগুন দেয়ার মিছিল যেন উত্তরাত্তর বেড়েই যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন দেয়া ভোটকেন্দ্রে গুলো হলো- রাজধানী ঢাকার দক্ষিনখানে ১টি ভোটকেন্দ্র, বগুড়ায় শাজাহানপুরে ১, কাহালুতে ৩টি, সীতাকুন্ডে ১টি, বি,বাড়িয়ায় ১টি, বাগেরহাটে মুরালপুরে ১টি, ফেনীতে ৮টি, খুলনায় কান্দিপারায় ১টি, খুলনায় ২টি, বরিশালের বাবুগঞ্জে ১টি, চাপাই নবাবগঞ্জে ১টি, ভবেরহাট ১টি, ফরিদপুরে ১টি, নরসিংদীতে ১টি, সিরাজগঞ্জ ১টি, বাগেরহাঁট মোরেলগঞ্জে নির্বাচনী অফিসে, রাজশাহী ৬ জেলার ১১টি, ফরিদপুরে চরভদ্রাসনে ১টি, শেরপুরে গনইবরুয়া ১টি, দিনাজপুর চাঁদগঞ্জে ১টি, যশোর মনিরামপুরে ২টি ভোট কেন্দ্র, মুলাদীতে ১টি, শৈলকুপায় ১টি ভোটকেন্দ্র, চারঘাট সরদাহ পাইলট স্কুল ভোট কেন্দ্র ও পটিয়াতে ৩ নির্বাচনী কার্যালয়। এছাড়া শেষ খবর পর্যন্ত আগুন দেওয়ার ঘটনা ঘটেছে-বগুড়ায় ৫ আ’ লীগ কর্মীর দোকান, কুমিল্লায় আ’ লীগ আফিসে। এছাড়া, ককটেল নিক্ষেপ সাতক্ষীরা নির্বাচনী অফিসের সামনে।
বিষয়: বিবিধ
১০৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন