বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে বাংলাদেশকে টাকা যাচ্ছে ইন্ডিয়ার পকেটে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৮:৪১:২২ সকাল
চিত্র: বিক্রম দাশ গুপ্ত
তথ্যপ্রযুক্তি বিষয়ে লেখা-পড়া না করেও ইন্ডিয়ান নাগরিক বিক্রম দাশ গুপ্ত বাংলাদেশের আইটি খাতের উপদেষ্টা।
বিশ্বব্যাংক ‘লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্প’ বাস্তবায়নে মোট ৭০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি অনুয়ায়ী এ বছরের জানুয়ারিতে এ প্রকল্পের কাজ শুরু হয় এবং শেষ হবে ২০১৭ সালের ১৩ ডিসেম্বরে।
এই ঋণের টাকায় ভাগ নেওয়ার জন্য আওয়ামী লীগের সহযোগিতায় আগামী পাঁচ বছর বাংলাদেশের আইটি ও আইটি সক্ষম সেবা প্রতিষ্ঠান এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে (বিসিসি) কৌশলগত নির্দেশনা ও পরামর্শ প্রদান করবেন বিক্রম দাশ গুপ্ত।
গত ২৪ ডিসেম্বর গুপ্ত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্পে বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন বলে জানিয়েছেন প্রকল্পের পরামর্শক দলের সদস্য শাহ মুহাম্মদ ইমরান।
তিনি জানান, এর পাশাপাশি বিক্রম দাশ গুপ্ত লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্পের অধীনে ৩৪ হাজার তরুণ-তরুণীকে আইটি পেশাজীবী গড়ে তোলার ক্ষেত্রে বিশ্বমানের প্রশিক্ষণের ব্যাপারেও তিনি পরামর্শ ও নির্দেশনা দেবেন।
উল্লেখ্য বিগত আওয়ামী লীগ আমলে Aptech সহ বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানী এদেশে কম্পিউটার শিক্ষার নামে হাজার হাজার কোটি ইন্ডিয়ায় পাচার করেছে।
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন