মাসুম ভাইয়ের March for Democracy 'পাকশী টু ঢাকা'

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ২৯ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫৯:০৩ সকাল



চিত্র: মেসবাহ ভাই ও মাসুম ভাই

বৃহস্পতিবার রাত ১০ টা। ঘর থেকে বের হন পাবনা জেলার ইশ্বরদী থানার পাকশী ইউনিয়নের জামায়াত কর্মী মাসুদ রানা মাসুম ও তার ৪ সঙ্গী। বাসা থেকে বিদায় নিয়ে নীলফামারী থেকে ঢাকাগামী ট্রেন নীল সাগর ধরার উদ্দেশ্যে সিএনজি নিয়ে আসেন মুলাডুলি স্টেশনে। সাড়ে এগারটার ট্রেন আসে সাড়ে বারটায়। ভাঙ্গুরা স্টেশনে এসে ট্রেন স্টপ। এরপর ট্রেন চলে তো চলে না এভাবে ভোরে পৌছে সিরাজগঞ্জ। অবশেষে সাড়ে সাতটার দিকে ট্রেন পৌছে টাঙ্গাইল স্টেশনে। ইতোমধ্যে রাত দুইটার দিকে রাজশাহী থেকে ঢাকা গামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল আসলে আওয়ামী হানাদার যৌথবাহিনী অভিযান চালিয়ে প্রায় শ'দুয়েক নেতা-কর্মী গ্রেফতার করে। এবার 'নীল সাগর' ট্রেনের পালা। মাসুম ভাই বুঝতে পেরে নীল সাগর থেকে পদ্মা ট্রেনে ওঠেন। অবশেষে সব ট্রেন টাঙ্গাইল থেকে পিছনে ফেরত পাঠায়। মাসুম ভাইয়ের ৩সঙ্গী বাড়ীর দিকে রওনা দেন। মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ হয় অনলাইন একটিভিস্ট ও ব্লগার আবদুর রহামান সিরাজীর। এতঃপর মাসুম ভাই ও মেজবাহ ভাই ট্রেন থেকে নেমে হেটে হাইওয়েতে আসেন। এরপর সিএনজি যোগে টাঙ্গাইল থেকে গাজীপুরের চান্দরাও আসেন। সেখান থেকে বাসে ঢাকা ইপিজেড এর কাছাকাছি আসতেই আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর কবলে পড়েন। তারা সব বাস আটকে দেয়। সেখান থেকে লীগের চোখ ফাঁকি দিয়ে মাসুম ভাইয়েরা নেমে পায়ে হেটে বাইপাইল আসেন। বাইপাইল থেকে বাসে আবদুল্লাহপুর এসে আবদুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করেন। এতঃপর এয়ারপোর্ট এসে সিএনজি যোগে বাড্ডা এলাকায় এসে আবদুর রহমান ভাইয়ের বাসায় উঠেন মাসুম ভাই ও মেসবাহ ভাই। রাতে বিশ্রামের পর এবার মুল প্রোগ্রামে যাওয়ার প্রস্তুতি।

ইতোমধ্যেই মাসুম ভাইয়ের স্ত্রী, মা, চাচা, এলাকার লোকজন উৎকন্টায় ফোন দিতেই থাকেন। মেসবাহ ভাইয়ের কাছের মাসুষটি মোবাইলে মেসেজ, ''সারাদিনে একবারও ফোন রিসিভ করলানা, খুব চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। প্লিজ..... সময় করে ফোনে আমার সাথে একবার কথা বলো। দোয়া করি তুমি অনেক ভাল থাক"।

বিষয়: বিবিধ

১৭৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File