রাষ্ট্রীয় শ্বেত সন্ত্রাসে রক্তাক্ত বিজয় দিবস; ইহার নাম কি স্বাধীনতা?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৫:২৮:৩০ বিকাল

রক্ত আর লাশে ভাসছে বাংলাদেশ। রাষ্ট্রীয় শ্বেত সন্ত্রাসে রক্তাক্ত বিজয় দিবস। বিজয় দিবসের প্রথম প্রহরে সাতক্ষিরা আর লক্ষীপুরে রাষ্ট্রীয় সন্ত্রাসে ৭ জন মায়ের বুক খালি আর গুলিবিদ্ধ মানুষের আহাজারিতে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। ইহার নাম কি স্বাধিনতা?

১। পিলখানায় সহকর্মীদের রক্ষার জন্য ১টি গুলিও ছুড়তে না পারার নাম কি স্বাধীনতা? অপরদিকে শাপলা চত্বরে নিরস্ত্র মানুষকে লাইট নিভিয়ে, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে, টিভি চ্যানেল বন্ধ করে গ্রেনেড-গুলি মেরে হত্যার নাম কি স্বাধীনতা?

২। 'ন্যায় বিচার' আর 'ভোটের অধিকার' চাওয়ার জন্য স্বাধীনতার মাসে শতাধিক মানুষকে হত্যার নাম কি স্বাধীনতা?

ডিসেম্বরে নিহত শতাধিক নিস্পাপ তরুণ-যুবকের লাশের মিছিলের একাংশ











৩। গণতন্ত্রকে ধর্ষন করে ১৫৪ জন জারজ এমপি জন্ম দেওয়ার নাম কি স্বাধীনতা?

৪। রাস্তার পাশে, ডোবা-নালায় গুম হওয়া লাশের নাম কি স্বাধীনতা?



৫। র্যাব-ডিবি কর্তৃক ৩শতাধিক রাজনৈতিক কর্মীকে গুম করার নাম কি স্বাধীনতা?



৬। র্যাব-ডিবির জল্লাদ খানায় ক্ষুধার্ত, জীর্ণশীর্ণ, কঙ্গালসার বনী আদমের বিনা বিচারে আটক থাকার নাম কি স্বাধীনতা?



৭। সুস্থ্য মানুষকে জোর পূর্বক সামরিক হাসপাতালে ভর্তি করা, সিএমএইচকে রাজনৈতিক কারাগার বানানোর নাম কি স্বাধীনতা?



৮। বিরোধী রাজনৈতিক নেতাদের বাড়ী ছাড়া করা, বাড়ীতে ধরতে পারলে গুম অথবা গুলি করে হত্যা, অফিসে তালা দেওয়া, মিছিলের প্রস্তুতিতে সরাসরি গুলি করার নাম কি স্বাধীনতা?





৯। সীমান্তের কাটাতারে ষোড়সী কন্যা 'ফেলানী' এর লাশ ঝুলার নাম কি স্বাধীনতা? অপরদিকে বিজিবি দিয়ে গ্রামে-গঞ্জে নিরীহ মানুষকে হত্যা করে 'জঙ্গি' আখ্যায়িত করার নাম কি স্বাধীনতা?



১০। একজন নারীর ইচ্ছামত আইন-বিধান পরিবর্তন, সংবিধান সংশোধন, খাম-খেয়ালিপনার নাম কি স্বাধীনতা?

১১। ভারতের ৪০০০০ কর্মকর্তা বাংলাদেশে বিনা অনুমতিতে চাকরি করে গার্মেন্টেস এ অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়ার নাম কি স্বাধীনতা?

১২। নিজের দেশের গাড়ি চললে ট্যাক্স দিতে হয় অথচ ভারতের ৫০ চাকার গাড়ি বিনা মুল্যে বা নামমাত্র মাশুলে তিতাস নদীতে বাঁধ দিয়ে চলাচলের সুযোগ করে দেওয়ার নাম কি স্বাধীনতা?



১৩। ভারতের চাওয়া-পাওয়া অনুসারে দেশ চালানোর নাম কি স্বাধীনতা?

১৪। ভারতের ইচ্ছায় দশ ট্রাক অস্ত্র মামলায় শীর্ষ সেনা অফিসারদের হাতকড়া পড়ানোর নাম কি স্বাধীনতা?



চিত্র: আদালতে নামাজ পড়ছেন মে.জে. (অব.) রেজ্জাকুল হায়দার, ব্রি.গে. (অব.) আবদুর রহিম, ইমামতি মাও. মতিউর রহমান নিজামী

১৫।সাংবাদিক হত্যা, মিডিয়া নিয়ন্ত্রন অথবা বন্ধ করে মানুষকে সঠিক সংবাদ জানতে না দিয়ে নিজেদের অপকর্ম চালানোর নাম কি স্বাধীনতা?



১৯৭১ সালে রাওয়াল পিন্ডির শৃংখল থেকে মুক্ত হয়ে কি 'দিল্লি', 'গণতান্ত্রিক স্বৌরাচার, 'সামরিক স্বৌরাচার' এর শৃংখলে আবদ্ধ হয়েছি? তাহলেতো বিজয় দিবস আরও অনেক দুর।

বিষয়: বিবিধ

২৭১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File