পুলিশ কর্তৃক জামায়াত ও বিএনপি কর্মী হত্যা নিয়ে প্রথম আলোর বর্বর সংবাদ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৩:৫২:২৩ দুপুর
ইসলাম ও মানবতার শত্রু, অসভ্য-বর্বর নাস্তিক পত্রিকা প্রথম আলোর পুলিশ কর্তৃক চাঁদপুরে বিএনপি ও সাতক্ষিরায় জামায়াত কর্মী হত্যা নিয়ে অনলাইন মন্তব্য পড়ুন এবং নিজেরাই মন্তব্য করুন। উল্লেখ্য নাস্তিক পত্রিকা প্রথম আলো মডারেশন এর পর মন্তব্য প্রকাশ করে। দয়াকরে প্রথমে বিএনপি কর্মী নিহত হওয়া নিয়ে রিপোর্ট ও মন্তব্য পড়ুন পরে সাতক্ষীরায় জামাত কর্মী নিহত হওয়া নিয়ে রিপোর্ট ও মন্তব্য পড়ুন
=============
চাঁদপুরে গুলিতে নিহত ২, কাল হরতাল
চাঁদপুর প্রতিনিধি | আপডেট: ১৪:৫৪, ডিসেম্বর ০৩, ২০১৩ ৬৯
চাঁদপুর শহরের কালীবাড়ি চত্বরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের গুলিতে এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজন দলীয় কর্মী বলে দাবি করেছে বিএনপি। প্রতিবাদে চাঁদপুর জেলায় কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট।
=============
পাঠকের মন্তব্য ( ৬৯ )
mottakin nayan
মিছিল দেখলেই গুলি !!! আজব
শরীফুল ইসলাম
বিগত কোন সরকারের সময় এত মানুষকে পুলিশ গুলি করে মারতে দেখিনাই................?
Nazmul chowdhury
These are Human being died so Early.
Jamal Mahmud
এভাবে চলতে থাকলে তো কয়েকদিন পর বি,এন,পি- জামাত ও গোলাগুলি শুরু করবে। তার মানে গৃহ যুদ্ধ আবশ্যমভাবী।
নাম প্রকাশে অনিচ্ছুক
গনত্রন্তের মানসকন্যা, গনত্রন্তের নানা রুপ দেখাচ্ছে ...
Akash Ghosh
বিনা উস্কানিতে ককটেল মারা জায়েজ হলে গুলি ছোড়া জায়েজ হবে না কেন ?
নাম প্রকাশে অনিচ্ছুক
এই অমানবিক, বর্বর গুলিবর্ষণকারী এবং গুলি করার হুকুমদাতাদের বিচার অবশ্যই একদিন হবে। সময়ের ব্যাপার মাত্র। অপরাদী সবাই সাজা ভোগ করবে একদিন।
T Alahee
এটা কি আমাদের বাংলাদেশ ? এই পুলিশ কি আমাদের ? এরা দেশটাকে কোথায় নিয়ে যাচছে ?
M. M. Farhad
ভিডিও ফুটেজ ছাড়া পুলিশ এর কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
Md. Hasanuzzaman
ভাইদের বলছি কারো মনের বাসনা পূরণ করতে গিয়ে আপনারা কেন বার বার কলংকিত হচ্ছেন? এবার একটু আত্তমর্যাদা নিয়ে কাজ করার চেষ্টা। চাইলে সব কিছুই সম্ভব। আশা করি আরো পচন ধরার আগে শুধরাবেন। যারা গুলি করেছে তাদের শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে।এই ছাত্রটির মৃত্যুর জন্য এর পরিবারের কাছে ক্ষমা প্রর্থনা করেন।
soshi rahman
কোথাই আছেন ডঃ মিজানুর রহমান ??
Amit Pal
এভাবে সরাসরি গুলি করে হত্যা মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশের ইতিহাসে কখনই এত মানুষকে সরাসরি গুলি করে হত্যা করা হয়নি। পুলিশকে দলীয়করণ তথা ছাত্রলীগ কর্মীদের পুলিশে নিয়োগ করার মাধ্যমে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তা মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দেয়।
Rojob ali
@Akash Ghosh,দাদা আপনারা যুক্তি দিতে পারেন ও বটে।
লিমনের কোন উস্কানিতে তার পায়ে গুলি করা হয়েছিলো বলবেন কি ?
১৪ বছরের একটা ছেলে কি এমন করলো যে তাকে গুলি করে মারতে হবে?
পুলিশই যদি আইন হাতেই নিয়ে নেয়, তাহলে বিচার বিভাগের কি দরকার?
Asad
মাননীয় প্রধানমন্ত্রী,
দয়া করে মানুষের ভাষা বুঝুন।
নাম প্রকাশে অনিচ্ছুক
আগুনে পুরে মানুশ মারা যায় আবার গুলি তে ও মানুশ মারা যায় ,,কিন্তু যারা গুলি তে মারা যায় তাদের খোজ আজ পরযন্ত কাউকে নিতে দেখলাম না
Sathi K Islam
আমাদের জীবন নিয়ে খেলা বন্ধ করুন।এটা সভ্য সমাজের সঙ্গা না।
নাম প্রকাশে অনিচ্ছুক
এভাবে মানুষের বুকের তাজা রক্ত আর কত কেরে নিবে সরকার?
নাম প্রকাশে অনিচ্ছুক
আল আমিন একাডেমি শিবির তৈরির কারখানা, যেখানে সয়ং আওয়ামিলীগ নেতাদের অনেক ছেলেকে ও ব্রেন ওয়াস করে শিবির বানানোর অনেক রেকর্ড রয়েছে।
রিপ্লাইনাম প্রকাশে অনিচ্ছুক
আল আমিন একাডেমি শিবির তৈরির কারখানা হউক আর ছাত্রলীগ তৈরির কারখানা হউক,পুলিশ কখনোই শান্তিপূর্ণ মিছিলের উপর গুলিবর্ষণ করতে পারে না।এসব তো দেখছি স্বৈরাচারদের মত আচরন।
Mredul Hasan
এটা কি বর্বরতা না ??? পুলিশ কেন এভাবে মানুষদের মারবে পাখির মতো গুলি করে।
mir mashuk
গত কয়েকদিনে যত মানুষ মারা গেল ততোগুলো পশু ও মারা যায়নি।
প্রকাশে অনিচ্ছুক
পুলিশ বেশী বাড়াবাড়ি করছে!!রিপ্ল
======================
সাতক্ষীরায় সংঘর্ষে শিবিরের দুই কর্মী নিহত
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | আপডেট: ১২:৩৪, ডিসেম্বর ০৩, ২০১৩ ১৪
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশ-বিজিবির সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তারা শিবিরের কর্মী বলে দাবি করেছে জামায়াত। কয়েকটি এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলার খবর পাওয়া গেছে।
==========
পাঠকের মন্তব্য ( ১৪ )
ইমতিয়াজ আহমেদ
জামায়াত-শিবির এমন জিনিস, আমি মরেছি জানলেও তাদের কর্মি বলে দাবি করবে।
Mahfuz khan
Please destroy extremist and save our nation.young generation should be alert from their bogus motivation.Islam suggest people to keep peach and live combined forgetting religious difference.Best Wishes for our nation.
ahmed
জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান এবং নেতাদের কে গ্রেফতার করে দ্রুত আইনে বিচার করুন ।।
Akash Barua
আজ আমার সোনার বাংলাদেশের সব মানুষের জনমত উপেক্ষিত হচ্ছে আর মানুষের বুকের তাজা রক্ত গড়িয়ে পরছে... .
Asad
কর্মী দাবি করেছে সেটি নিয়ে কথা বলছেন আপনি? পুলিশ যে নির্বিচারে গুলি করে মানুষ মারছে তাতে কি একটুও কাদে না আপনার হৃদয়? আগামি সরকার এসে পুলিশ দিয়ে আপনার নিকটজনকে সরাসরি গুলি করে মারলে কেমন লাগবে?
Akhter Hossain
Good job by police, kill terrorist save Bangladesh .
iftekhar ahmmad
17 and 14 yrs old boy....shame on jamaat shibir bnp.....they are destroying our young generation
Mredul Hasan
পুলিশকে আরও সহনীয় হওয়া উচিৎ।
Quazi Towfiqul Islam
সাতক্ষীরার জামাত-শিবিরের আসতানা গুড়িয়ে দিতে হবে!রিপ্লাই
Nurahamid Siddiki
পারলে এরকম আন্দোলন করুন। সাধারন জনগণকে মারব্রন না প্লিজ।
FOHAD
এ সকল সন্ত্রাস বাদি দলকে আরো কঠোর হাতে দমন করাই উত্তম, দেশবাসির পুরো সমর্থন আছে আইনপ্রয়োগ কারি সংস্থার প্রতি।
Probal
এদের বিরুদ্ধে অনেক আগেই আ্যকসন নেয়া উচিত ছিল।
neser
Thus direct killing by firing of police personal is against of humanity,democracy, peaceful movement.
প্রকাশে অনিচ্ছুক
Every action has an opposite reaction.
বিষয়: বিবিধ
১৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন