দক্ষিণখান থানার ওসি নামাজ ধরছে।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০৮ অক্টোবর, ২০১৩, ১০:০৮:১১ রাত



যারা এতদিন জামাত-শিবিরের উপর বর্বর নির্যাতন চালাত তারা এখন ভদ্র সাজার চেষ্টা করছে। দক্ষিন খান থানার ওসি পাঁচওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করছে, অন্যান্য থানার ওসিরাও জামাত-শিবিরের সাথে যোগাযোগ শুরু করেছে। মিরপুর থানার ওসি সালাউদ্দিন বউ-বাচ্চা সব দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। এই ওসি সালাউদ্দিনই শিবির সভাপতিকে পঙ্গু করে দিয়েছে। এছাড়া মিরপুরের এডিসি মশিউর, মতিঝিল এর এডিসি মেহেদী হাসানও পালানোর পথ খুঁজছে। ডিবির মনিরুল নাকি ব্যারিস্টার হবে। ব্যাচারার দুই সন্তানই প্রতিবন্ধি। লালবাগের এডিসি আগেই বউ-বাচ্চারে আমেরিকা পাঠাইছে, এখন তারও বউয়ের সাথে সাক্ষাত করা জরুরী হয়ে পড়েছে। বুড়া বয়সেও তেঁতুল চাটার জন্য ঝাটার বাড়ি খায় মখা আলমগীর। বিভিন্ন চমকপ্রদ খবর আসছে সারা দেশ থেকে।

কুত্তায় ক্যামনে ঘাস খায় তা দেখার অপেক্ষায় আছি।

বিষয়: বিবিধ

১৮১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File