'শবে বরাত' নাকি 'লাইলাতুল বারায়াত'
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ২৪ জুন, ২০১৩, ০৭:৪৩:০৪ সকাল
শবে বরাত না বরং শব্দটি হচ্ছে 'লাইলাতুল বারায়াত'। অর্থ সম্পর্ক ছিন্নের রাত। বারায়াত শব্দের অর্থ সম্পর্ক ছিন্ন করা, যেমন ইব্রাহিম (আঃ) বলেছিলেন,' ইন্নি বারিউম মিম্মা তুসরিকুন' অর্থাৎ তোমরা যে শিরিক করো আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। সুরা তওবার প্রথম আয়াতও 'বারায়াতুম মিনা...' অর্থাৎ আল্লাহ ও তাঁর রাসুল মুশরিকদের সাথে যে চুক্তিতে আবদ্ধ ছিলেন তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন।
বিশ্বনবী মুহাম্মদুর রাসুলুল্লাহ (সাঃ) ওহী প্রাপ্তির পূর্ব থেকেই সমাজের অবিচার-অনাচার দেখে হৃদয় কেঁদে ওঠে। তিনি এসব বন্ধ করার জন্য চেষ্টা করতে থাকেন। 'হিলফুল ফুজুল' নামক যুব সংগঠনের মাধ্যমে এসব বন্ধ করার চেষ্টা করেন কিন্তু সার্বিকভাবে আশানুরুপ সফলতা আসে নাই। এই অবস্থায় তিনি প্রায় ৪০ বছর বয়সে ''নিসফুস শাবান' বা শাবানের মধ্য রাত্রিতে দুনিয়ার সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে হেরা গুহায় গিয়ে মানুষের মুক্তির উপায় খোঁজার জন্য ধ্যানে মগ্ন হন। এই দুনিয়ার সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন হওয়ার ৪০ দিনের মাথায়া তিনি ওহী প্রাপ্ত হন।
আল্লাহর রাসুলের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। এখনও যারা ইসলামী আন্দোলনের নেতৃত্বে আছেন তাঁদের জন্যও তাহাজ্জুদের নামাজ ও সুরা মুজাম্মিলে বর্ণিত রাত্রি জাগরণ অঘোষিত ফরজ। রাত্রি জাগরণ ও রাতে নামাজ পড়া তাঁর জন্য অবশ্য কর্তব্য ছিল। সুরা মুজাম্মিলে আল্লাহ বলেন, ' হে চাদরাচ্ছাদিত, সামান্য সময় ছাড়া রাত জাগরণ করুন, অর্ধ রাত বা তদপেক্ষা কম বা তদপেক্ষা কিছু বেশী। .. ... নিশ্চয় রাত জাগরণ কঠিন তবে কথার উপযোগী। সুরা বনী ইসরাইলেও তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে তাঁকে 'মাকামে মাহমুদ' প্রদানের কথা বলেন।রাত্রি জেগে ইবাদত করা ছিল তাঁর স্বাভাবিক বিষয়।তাই তিনি সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে প্রভুর সাথে সম্পর্ক স্থাপনের জন্য গভীর রাতে ইবাদতরত থাকতেন এবং এটাই ছিল তাঁর প্রতিদিনের জীবনের অংশ। এমনকি দাড়িয়ে নামাজ পড়তে পড়তে তাঁর পা ফুলে যেত।
রাসুল (সাঃ) তাঁর জীবনের শেষ প্রান্তে এসে তাঁর উপর অর্পিত দায়িত্ব ও মিশন এর সহকর্মীদের জন্য দোয়া করতেন, স্বরণ করতেন। যে নিসফে শাবানে তিনি দুনিয়ার সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে হেরা গুহায় গিয়েছিলেন, জীবন শেষ দিকে কোন এক নিসফে শাবান এ জান্নাতুল বাকীতে গিয়ে তাঁর সহকর্মীদের জন্য দোয়া করেন। তিনি শুহাদায়ে বদর ও শুহাদায়ে ওহুদ এর জন্য দোয়া করতেন। জান্নাতুল বাকীতে গিয়ে সেই দোয়া করা, রাত্রিতে উঠে সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক সুদুঢ করার পদ্ধতি, মানুষের মুক্তির জন্য নিসফে শাবানে দুনিয়ার সাথে সম্পর্ক ত্যাগ করে নির্জনে গিয়ে একাকী আল্লাহর ইবাদত করার বিকৃত রূপ আজকের 'শবে বরাত'। মুলত এটা শবে বরাতা না এটা 'লাইলাতুল বারায়াত'।
বিষয়: বিবিধ
২১৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন