বাংগালীর স্বদেশপ্রীতি

লিখেছেন লিখেছেন রাফায়েল ০১ এপ্রিল, ২০১৩, ০৯:৪৫:৫৭ রাত

বাংলাদেশে দেশপ্রেমিক হওয়াটা খুব কঠিন আবার খুব সোজা। বিশেষ বিশেষ সময়ে সোনার বাংলা গান ধরলেই হয়, আর সারা বছর যাই করেন না কেন পাকিস্তানকে ফাকিস্তান বললেই আপনি শতভাগ দেশপ্রেমিক। পাকি বিরোধী মনোভাব বাংলার মানুষের সহজাত কেননা, ৭১ এর কাহিনী আমরা সবাই জানি। তবে একটা সময় ইন্ডিয়া প্রেম এই দেশের দেশপ্রেমের অংগ ছিল বাট কালের স্রোতে এখন ইন্ডিয়া বিরোধীতা দেশপ্রেমের অংগ হয়ে যাচ্ছে। যার প্রভাবে মানুষ আর কিছু না পারুক এই দুই দেশের মানুষের বিরুদ্ধে বদনাম বের করার উপর পি.এইচ.ডি করে ফেলছেন। তবে বিষয়টা খুবই হাস্যকর। বি.এস.এফ এর হত্যাকান্ডের জন্য যেমন ইন্ডিয়া ক্রিকেট টীম দায়ি নয় ঠিক তেমনি পাকিস্তানের ৭১ এর গনহত্যার জন্য সদ্য জন্মলাভ করা পাকিস্তানী কোন শিশু দায়ী নয়। তারপরও আমরা দেশপ্রেমে অমোঘ, দেশপ্রেমিক হতে হলে আমাদের এই দুই দেশের জনগনকে বাঘের কামড় বসাতেই হবে,কারন তারা আমাদের শত্রু(কিভাবে সেটা আমার বোধগম্য না)। কিন্তু প্রত্যেক বছর এই দুই দেশের রাষ্ট্রের অনেক বড় বড় নেতা বাংলাদেশে আসেন,আমাদের দেশপ্রেম তখন হাওয়ায় যে কেন উড়ে যায় বুঝাটা কঠিন। বি.এস.এফ যে বাংলাদেশের মানুষ মারে তার জন্য কি ভারতের এই নেতাগুলা দায়ি না?৭১ এর গনহত্যা যারা করেছিল তাদের উত্তরসুরীরাই কি এখন পাকিস্তানের নেতা নয়? কই তারা তো কোনদিন তাদের পুর্বপুরুষের কৃতকর্মের জন্য ক্ষমা পর্যন্ত চায় নি যেমনটা ভারতের নেতারা বি.এস.এফ এর কৃতকর্মের জন্য চায় না। তাহলে এইসব মহান(!) নেতারা যখন বাংলাদেশে আসেন তখন কেন আমরা আমাদের দেশপ্রেমিক চিন্তা দেখাই না,সব ঘৃনার আসল উৎস এই নেতারাই।কেন তাদের আগমন বিরোধী কোন মিছিল পর্যন্ত করতে পারি না? নাকি তখন বাঘের আসল রুপ বের হয়ে যায়, কুত্তা দেখে বিড়ালের মত মিও মিও শব্দ(অবশ্য তাও শুনা যায় না) করে পালিয়ে যাই।

বিষয়: সাহিত্য

১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File