ফেয়ার এন্ড আগলী(Ralph Rover এর ফেসবুক স্ট্যাটাস থেকে)

লিখেছেন লিখেছেন রাফায়েল ২৬ মার্চ, ২০১৩, ০৯:২৩:২৯ সকাল

প্রশ্নঃ খাঁটি সৌন্দর্যপিপাসু, জাহেল, তথাকর্থিত আধুনিক ব্যক্তির দৃষ্টিতে সৌন্দর্যের মানদন্ড কি?

উত্তরঃ আসলে কোন মানদন্ড নাই। ইহারা মূলত মিডিয়া যাহা উপস্থাপন করে তাহাই গিলে। এই যেমনঃ ফেয়ার এন্ড লাভলীর প্রথম ভার্সনে বলা হইল ত্বক সাদা হওয়া লাগবে এবং এই ক্রীম সাদা করে। এইভাবে কিছুদিন পর বলা হইল সাদা হইলে হইবে না একটু পিংকি ভাব থাকিতে হইবে। ইহার পর বলা হইল সূর্যের আলো পড়িলে ত্বক কালো হইবে তাই এই ক্রীম মাখিয়া নিরাপদ থাকিতে হইবে তবে পোশাক দিয়া ঢাকা যাইবে না ইহাতে সূর্য মাইন্ড করিবে। একিভাবে বলা হইল মোটা মানেই অসুন্দর তাই না খাইয়া, কি সব ব্যায়াম করিয়া, ঔষুধ খাইয়া হাড্ডি বাহির কর। ইহাতে যদি এনোরক্সিয়াতে মরিয়া যাও কতৃপক্ষ দায়ী নহে।

একিভাবে বালকদিগকে কখনো ঢোলা পাতলুন কখনো চিপা পরিতে বাধ্য করা হয়। কিছুদিন আগে দেখিলাম একজন কি এক নামী কোম্পানীর অন্তর্বাস প্যান্টের বেল্ট ছাড়াইয়া পরিয়াছে যাহাতে সবাই দেখিতে পায়।

এইভাবে যদি কোনদিন আফ্রিকান প্রেসিডেন্ট জ্যাকব জুমার বান্ধবীদের এই মিডিয়া সুন্দরী বানাইয়া দেয়। সেইদিন দেখা যাইবে অমুক কোম্পানীর হারবাল টনিক কিনিয়া মহিলারা মিস হস্তীনী ২০২০ প্রতিযোগীতা করিতেছেন।

আর ট্রেন্ডি বালকেরা কহিবে, " যবে দেখিলাম তব হস্তীদন্ত,

এই হৃদয় মাঝে বাজিল ভুভুজেলা

পাইলাম ইহাকে পাইলাম।

কি মনোহর কেশরাজি তোমার

যেন হ্যাভেলস ইলেকট্রিক ওয়্যার,

আমি হারাইতে চাই

তব চকচকে ত্বকের তৈলসমুদ্রে।"

বিষয়: বিবিধ

১৩৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File