ভাইটামিন এ

লিখেছেন লিখেছেন রাফায়েল ১৪ মার্চ, ২০১৩, ১১:১৬:৪৬ সকাল

গতদিন সারা বাংলাদেশব্যাপী ভিটামিন এ এবং কৃমিনাশক টিকা ০-৫ বছরের শিশুদের মাঝে বিতরন করা হয়েছে। তবে শুরু থেকেই এই টীকার মান নিয়ে অনেক প্রশ্ন ঊঠে। টীকাগুলো ভারতের OLIVE HEALTH CARE নামক কোম্পানী থেকে, যারা পূর্বে কখনো কোন দেশে ভিটামিন-এ ক্যাপসুল সরবরাহ করেনি। WHO(World Health Organization) এর লিস্টেও এই ভারতীয় কোম্পানীটির নাম নেই বলে জানা গেছে। বিতর্কিত এই ধরনের টীকা দান এর ব্যাপারে সরকার টীকাদানের পুর্বে কোন ধরনের মন্তব্য করে নি। এর আগেও বর্তমান সরকারের সময় আইলা আক্রান্ত দের মাঝে খাবার ও কানাডিয়ান কোম্পানির ঔষধ বিতরন করা হয়েছিল যা ছিল অত্যন্ত নিমন্মানের এবং ঔষধ খেয়ে অনেক শিশু মৃত্যুবরন করেছিল। সরকার নানাভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল ব্যাপারটাকে কিন্তু পরবর্তিতে এই ব্যাপারে নিঃসন্দেহ হওয়া গেছে যে এই কোম্পানী আইলা আক্রান্তদেরকে গিনিপিগ হিসেবে ব্যাবহার করেছিল। সেই সময় স্বাস্থমন্ত্রীকে তদন্ত কমিটির প্রধান রেখে কয়েকজন নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু তারা ওই ওষুধের কোন দুষ খুজে পান নি বরং তারা আইলা আক্রান্ত শিশুদের পাকস্থলিতে সমস্যা খুজে পেয়েছিলেন,যার কারনে বিদেশী দামি ওষুধ তাদের হজম হয় নি উল্টা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল বলে তাদের মতামত ছিল। গতকালের টীকাদান কর্মসুচীর শেষে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে এবং অনেক শিশু মারা গেছে বলে জানা যায়। দেশের বিভিন্ন হাসপাতালের অসুস্থ শিশুদের নিয়ে আসতে শুরু করেছেন আতংকিত অভিবাবকরা। আমাদের রিপোর্টার বিভিন্ন জায়গায় খুজ নিয়ে আমাদের জানিয়েছেন যে টীকা গ্রহনে কোন শিশু মারা যায় নি। আর এই ধরনের টীকা সেবনের পর শিশুদের বমি বমি ভাব এবং নানা ধরনের শারীরিক সমস্যা পরিলক্ষিত হয়, তবে সেটা খুবই সাময়িক সময়ের জন্য। অপেক্ষাকৃত দুর্বল শিশুদের আরো বেশি সমস্যা হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, তবে সে ক্ষেত্রে নিকটস্থ চিকিৎসকদের সাথে যোগাযোগ করার পরামর্শ জানান তারা এবং তারা বলেছেন, গতকাল থেকে চলে আসা গুজবে অনেক অভিবাবক আতংকিত হয়ে দলে দলে হাসপাতালে এসেছেন।তবে এখন কোন বাচ্চা নিহত হয়েছে বলে জানা যায় নি। স্বাস্থমন্ত্রী আজকে এক বিবৃতিতে জানান যে, টীকা সম্পুর্ন ভাল মানের এবং এতে কারো কোন সমস্যা হয় নি এবং কোন কুচক্রীমহল এই সমস্ত অপপ্রচার চালিয়ে জনগনকে বিভ্রান্ত করছে। স্বাস্থ মন্ত্রীর কথার বিশ্বাসযোগ্যতা নাই আর সেজন্যই আমরা পরবর্তিতে আরো সংবাদ সংগ্রহ করে আরেকটি রিপোর্ট প্রকাশ করব।

বিষয়: বিবিধ

১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File