মহসিন আলী মার্কা জ্বীন ওরফে খবিশ
লিখেছেন লিখেছেন আবু মাঈশা ২১ জানুয়ারি, ২০১৫, ০৯:২৭:৩৪ সকাল
ছোটকালে গ্রামে প্রায়ই জ্বীন ভূতের গল্প শুনতাম। এ ব্যাপারে আমার সব সময় খুব কিউরিসিটি কাজ করতো। একবার দেবিদ্বার কলেজ মসজিদের এক দপ্তরীকে জ্বীনে ধরলো। আমরা সবাই আসর নামাজ শেষ করে সেই জ্বীনে ধরা ব্যাক্তির চিকিৎসা দেখছিলাম। কলেজ মসজিদের ঈমাম সাহেব জ্বীনের সাথে কথা বলার পাশাপাশি সেই ব্যাক্তিকে ইচ্ছা মতো নিম গাছের ডাল দিয়ে মারতে থাকলেন। আমরা সবাই আশ্চর্য হয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সাধারন মানূষের ধারা এই মার সহ্য করা খুবই কঠিন হতো। এক পর্যায়ে সেই জ্বীন ছাড়া হলে জ্বীন ধরা ব্যাক্তি অজ্ঞান হয়ে পড়লে তাকে সাভাবিক চিকিৎসা দেয়া হয়। পরে হুজুর বলেছিলেন সেই জ্বীনটা নাকি খবিশ প্রকৃতির ছিলো তাই তাকে এত বেশী মারতে হয়েছে। খবিশ নামটি যে জ্বীন থেকে আমদানি কৃত সেটি আমার তখন জানা হয়। জ্বীনদের মধ্যে নাকি ভালো খারাপ দুইটিই আছে। খবিশ প্রকৃতির জ্বীনরা নাকি বাথরুম, ডাষ্টবিন, এবং আবর্জনা প্রকৃতির যায়গায় বেশী থাকে। আজ প্রায় ২০ বছর পর বাংলাদেশের সমাজ কল্যান মন্ত্রী মহসিন আলীর আচার আচরন দেখে মনে হলো হুজুরতো ঠিকই বলেছিলেন। নয়তো খবিশ নামটা মহসীন আলীর সাথে এতোটাই পারফেক্ট ভাবে ম্যাচ হয় কিভাবে যে ওরে দেখলে, ওর কথা শুনলে, ওর আচার আচরনের বহিঃপ্রকাশ এ তাই মনে হয়। তবে মানূষের মধ্যেও যে এই খবিশ প্রকৃতির বসবাস আছে তা এই মহসিন আলীকে দেখেই শিখা। আল্লাহ আমাদের দেশের সবাইকে এই জাতীয় খবিশ প্রকৃতির লোকদের হাত থেকে মুক্তি দিক।
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একই কারণে ভাল লাগে শামীমকেও
মন্তব্য করতে লগইন করুন