আওয়ামীলীগের সরকারের জামায়াতে ইসলামী কে এতো ভয় কেন?
লিখেছেন লিখেছেন আবু মাঈশা ০৭ ডিসেম্বর, ২০১৩, ১২:৪৫:২৬ দুপুর
আওয়ামীলীগের সরকারের জামায়াতে ইসলামী কে এতো ভয় কেন??
যেখানে:
-জামায়াতে ইসলাম গত নির্বাচনে মাত্র ২টি আসন পেয়েছে
-বলা হয় জামায়াতে ইসলামের মূল জনসংখার মাত্র ৮% ভোট আছে
-টপ টেন থুক্কু টপ প্রায় সকল নেতাই অন্তত দুই থেকে তিন বছর জেলে বন্ধি।
-তাদের মধ্যে ইতিমধ্যেই ৪ জনকে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি আর একজন কে যাবৎজীবন আদেশ দেয়া হয়েছে।
-মহানগর, জেলা,উপজেলার সকল পর্যায়ে অন্তত টপ ১০ লিডার জেলে বন্ধি।
-কর্মিদের ও ১৫% থেকে ২০% জেলে বন্ধি আর বাকিরা দৌড়ের উপর।
-কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা, এমন কি ইউনিয়ন পর্যায়ে সকল অফিস পুলিশলীগের কারনে বন্ধ।
-জামায়াতে ইসলামের মালিকানাধিন সকল প্রতিষ্টানের অবস্থা প্রায় বারোটা ছাত্রলীগ আর পুলিশলীগের হামলা মামলার কারনে।
-না A টু Z পর্যন্ত লিখে ও শেষ করা যাবেনা!! তাহলে তো দেখি আওয়ামীলীগ শুধু শুধুই ভয় পাচ্ছে। আর এমন কি কারনেই বা ভারতের মতো একটি শক্তিশালী রাষ্টের ও মূল ভাবনা এই জামায়াতে ইসলামকে নিয়ে! যেখানে বি এন পি আর জাতীয় পাটি নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই!!
সুপ্রিয় পাঠক ব্যাপারটি আপনার উপর ছেড়ে দিলাম। আশা করি আপনার মেধা, বুদ্ধি আর যুক্তি দিয়ে একবারের জন্য হলেও ভেবে দেখবেন।
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন