আজ যাদেরকে রাজাকার বানিয়ে বিচার করা হচ্ছে তাদেরকে রাজাকার হিসাবে কে চিহ্নিত করেছে? তাদের পরিচয় কি? মুক্তিযুদ্ধে তাদের অবস্থান কি এবং কোথায় ছিল? এই নেতাদেরকে যারা রাজাকার মনে করেন তারা নিচের প্রশ্নগুলোর জবাব দিবেন কি? তরুন প্রজন্মের একজন হিসাবে এবং ৭১ সালের পাকিস্তানী হানাদার দ্বারা নির্যাতিত পরিবারে একজন সদস্য হিসাবে আমিও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছি? আপনাদের কার কাছে এই প্রশ্নগুলোর উত্তর থাকলে আমাকে দয়া করে জানাবেন...ভুলে যাবেননা কিন্তু......।।

লিখেছেন লিখেছেন মডার্ন মুসলিম ২১ মার্চ, ২০১৩, ০১:২৮:৫৩ দুপুর

১। আজকে বলা হচ্ছে জামাতের এই নেতারা চিহ্নিত যুদ্ধাপরাধী এবং বলা হচ্ছে এরাই ছিল সবচেয়ে বড় অপরাধী। তাহলে ১৯৭২ সালে যে ৭৩ টি ট্রাইবুনাল গঠন করে দেড় লক্ষাধিক যুদ্ধাপরাধী ও দালালদের বিচার করা হচ্ছিল সেখানে এদের নাম ছিলনা কেন? সবচেয়ে বড় অপরাধীদের নাম কি সবার প্রথমেই আসা উচিৎ ছিলনা? কিন্তু এদের কারো নাম কি যুদ্ধপরাধী বা দালাল হিসেবে এসেছিল? দেখুন সে সময়ের প্রধান প্রসিকিউটর বৈশাখি টেলিভিষন কে কি বলছেন, https://www.youtube.com/watch?v=HPlGa00xDps

আরেকটি সাক্ষাতকারেও তিনি এই একই কথা উল্লেখ করলেন, দেখুন-https://www.youtube.com/watch?v=Bt5Eay_d5Sw

আরো দেখুন দিগন্ত টিভিতে তিনি এবং বংগবীর কাদের সিদ্দিকী সাহেব কি বলছেন-

http://www.youtube.com/watch?v=ZINiYMasUG8

২। প্রতিটি মুক্তিযোদ্ধাই জানে তারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সাভাবিক ভাবেই যুদ্ধের পর পরই সকল মুক্তিযোদ্ধাই ছোট বড় সব অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ট্রাইবুনালে। কিন্তু এদের বিরুদ্ধে কোন কেস হলনা কেন? দেখুন ১৫ খন্ডের মুক্তি যুদ্ধের দলিল পত্র, বিশেষ ভাবে দেখতে পারেন– এর ৮ম খন্ডটি, যেখানে সমস্ত সাক্ষীদের সাক্ষ্য লিপিবদ্ধ আছে। আরো দেখতে পারেন ট্রাইব্যুনালের একজন তথ্য সংগ্রহকারী এ এস এম সামসুল আরেফিন (আরেফিন) –এর লিখা বই “রাজাকার ও দালাল অভিযোগে গ্রেফতারকৃতদের তালিকা”। (আমি কিন্তু কোন জামাতিদের বইয়ের রেফারেন্স দিচ্ছিনা)

৩। তবুও যদি ধরে নিই এরা চিহ্নিত অপরাধী তাহলে দেখুন চিহ্নিত অপরাধী প্রসঙ্গে বর্তমান ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির চেয়ারম্যান এম এ হাসান কি বলছেন। দেখুন এই ভিডিওটি – https://www.youtube.com/watch?v=Tn74rCaPUPo&list=PLD852230768FBA041

আওয়ামি লীগে যুদ্ধাপরাধী সম্পর্কে উনি কি বলছেন,দেখুন- “যাদেরকে চিহ্নিত অপরাধী বলা হচ্ছে তাদের চেয়ে বড় বড় যুদ্ধাপরাধী রয়েছে আওয়ামী লীগে।“

https://www.youtube.com/watch?v=c9ET1-BJPPg&list=PLD852230768FBA041

এবং ঐ একই সাক্ষাতকারে উনি আরো কি বলছেন দেখুন- https://www.youtube.com/watch?v=CrZqAT8OhYU&list=PLD852230768FBA041

(আপনিতো ওনাকে চেনেন, উনি তো জামাতের কেও নন তাই না?)

৪। এরা যদি চিহ্নিত অপরাধীই হয় তাহলে তো যে কোন আইনেই খুব সহজেই এদের বিচার করা যায় তাই না? আইন নিয়ে আমরা এমন নাটক করছি যে বংগবন্ধু হত্যা কেসের প্রধান কৌশুলি এডভোকেট আনিসুল হকও এই বিচারের সমালচনা করে এই বিচারের প্রসিকিউটর হতে রাজি হলেননা। দেখুন সেই সময় সাংবাদিকদের কি বলেছিলেন- https://www.youtube.com/watch?v=eBzojgquJWU&list=PLD852230768FBA041

(এডভোকেট আনিসুল হক তো আওয়ামিলীগেরই একজন তাই না?)

৫। চিহ্নিত এসব মারাত্মক অপরাধীদের বিচারের দায়িত্ব নিতে তো যে কোন আইনজিবীর কাছে সৌভাগ্যের ব্যাপার হওয়ার কথা তাই না? কিন্তু এই দায়িত্ব নিতে স্বয়ং আওয়ামিলীগেরও কোন বড় আইনজিবী এগিয়ে এলোনা কেন?

৬। বিচারপতিকে রায় দেওয়ার বিনিময়ে প্রমোশনের প্রলোভন দেখাতে হচ্ছে কেন? এ রায় তো চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে রায়? Skype leaked- সংলাপ শুনেছেন নিশ্চয়।

৭। এরা যদি চিহ্নিত অপরাধী হয়েই থাকে তাহলে এদের বিরুদ্ধেতো হাজার হাজার স্বাক্ষী লাইন দিয়ে আসার কথা ছিল। হাজার হাজার স্বাক্ষীতো দূরে থাক বরং যে কয়জন স্বাক্ষীকে দীর্ঘদিন যাবত প্রশিক্ষন দিয়ে স্বাক্ষী হিসাবে হাজির করেছে তাদের কিছু কিছু বিপক্ষের স্বাক্ষী হিসাবে আদালতে গিয়ে আবার আসামীর পক্ষে সাফাই স্বাক্ষী দিচ্ছে কেন? আদালত চত্ত্বর থেকে কেন আসামি পক্ষের স্বাক্ষীকে গুম করা হয়েছিল? সেটি নিশ্চয় আন্তর্যাতিক অনেক মিডিয়াতে দেখেছেন?

যাক আমার এমন অসংখ্য প্রশ্ন রয়েছে, সদুত্তর পেলে অবশ্যই আপনার সাথে একসাথে দাঁড়িয়ে ওদের শাস্তি চাইবো। আমি মানুষ খারাপ নই সঙ্গত কারনেই আজকে এদের পক্ষে কথা বলছি। আর এই সঙ্গত কারনগুলো মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় পাতায় খুজে পেয়েছি। একটিও জামাতিদের লিখা বই নয়। এখন যে বইগুলো পড়ছি তা হচ্ছে, ১। আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়্যিদ- এর সাধারণ ক্ষমা ঘোষণার প্রেক্ষিত ও গোলাম আযম’, ২।কমরুদ্দীন আহমদ, ‘স্বাধীন বাংলার অভ্যুদয় এবং অতঃপর’, ৩। ট্রাইব্যুনালের একজন তথ্য সংগ্রহকারী এ এস এম সামসুল আরেফিন (আরেফিন) –এর লিখা বই “রাজাকার ও দালাল অভিযোগে গ্রেফতারকৃতদের তালিকা”, ৪। Collaborators of Pakistan Army by A S M Shamsul Arefin. আপনি যদি মনে করেন আমার কথা গুলো ভুল। আমাকে তথ্য দিন, বই দিন খুশি মনে পড়বো এবং যাচাই বাছাই করে দেখবো। আপনি একজন সচেতন তাই আমার বিশ্বাস অন্যের পয়েন্ট এবং যুক্তির সাথে একমত না হলেও তার প্রতি শ্রদ্ধা আপনার থাকবে। যেমনি ভাবে আমি আপনার মত ও আবেগের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলি। আপনি আমার বয়সে ছোট বা বড় যাই হোননা কেন আপনার জ্ঞানের প্রতি আমার শ্রদ্ধা আছে আর তাই আমার কথায় আপনি হাসলেও আমি কিন্তু আপনার কোন কথায় কখনো হাসবো না বা তাচ্ছিল্য করবোনা। (কৃতজ্ঞতাঃ শিবলী আব্দুল্লাহ)

বিষয়: বিবিধ

১৬০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File