বাংলাদেশের কিছু নামধারী তথাকথিত আলেম নীরব কেন? যেখানে দেশের শীর্ষস্থানীয় বিশ্বখ্যাত আলেমদেরকে বিনা অপরাধে হত্যার রাস্ট্রীয় ষড়যন্ত্র চলছে……..
লিখেছেন লিখেছেন মডার্ন মুসলিম ১৮ মার্চ, ২০১৩, ১০:৩৬:৪৯ রাত
বাংলাদেশের আলেম নামধারী এবং ধর্মীয় লেবাসদারী কিছু ব্যাক্তি কোন না কোন ভাবে শির্ক-বিদায়াতের সাথে যুক্ত...। হোক সেটায় ইচ্ছায় বা সঠিক নলেজ না থাকায় অথবা অন্য কোন দুনিয়াবী স্বার্থে ..... এমন কি বাংলাদেশে কিছু কাদিয়ানি আলেমও আছে ...কাদিয়ানী (আহমদিয়া মুসলিম বা আহমদিয়া জামায়াত-এদের সদর দপ্তর হলো লন্ডন, ঢাকা বকশি বাজারে এদের একটা মসজিদ আছে এবং সরকারী প্রশাসনে অনেক কাদিয়ানী লুকায়িত আছে, এরা সবসময় নিজের কাদিয়ানী পরিচয় গোপন রাখে), এরা কারা এবং তাদের ধর্ম বিশ্বাস কি, তারা যে অমুসলিম এই সম্পর্কে অধিকাংশ মুসলমানের সঠিক ধারনা নেই ....তরুন প্রজন্মতো আরো বেখবর...।। আল হামদুলিল্লাহ জামায়াত-শিবির কে আল্লাহ উপরোক্ত ভয়াবহ পাপগুলো থেকে হেফাজত করেছেন...।।এখানেই জামায়াত-শিবিরের সাথে শির্কী-বেদায়াতী-কাদিয়ানী আলেমদের আসল দ্বন্ধ...কি জবাব দেবে আল্লাহর কাছে এসব তথাকথিত আলেম এবং তাদের অনুসারীগন... জামায়াতের কোরআন-সুন্নাহ অনুযায়ী সহীহ ইসলাম পালন ও বাস্তবায়নের চেষ্টার কারনেই আজ সারাবিশ্বের বিশিষ্ট আলেমগন জামায়াতের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে..(ড.ইউসুফ আল কারজাবির মত বিশ্ব ইসলামিক স্কলারগন)....। .অথচ বাংলাদেশের তথাকথিত আলেমেরা দ্বন্ধ নিয়েই আছে এমনকি আলেম নামে কলংক কিছু লোক আলেম হত্যার মুল নায়ক স্বীকৃত নাস্তিকদের সাথেও হাত মিলাচ্ছে যারা প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে.এবং প্রতিনিয়ত আল্লাহ এবং আল্লাহর রাসুল (সাঃ) কে গালি দিচ্ছে...।।.. সত্যি সেলুকাস....। এই জন্যই কি রাসুল(সাঃ) বলেছেন আলেমদের একটা শ্রেনী সবার আগে জাহান্নামে যাবে.... সাথে তাদের অনুসারীরা ও জাহান্নামে যাবে... সুতারাং সাধারন মুসলমানদের উচিৎ সরাসরি ইসলাম বিরোধী শক্তি সম্পর্কে সচেতন হওয়া পাশাপাশি আলেমের লেবাসধারী ইসলামের শত্রুদের ব্যাপারে ও সাবধান হওয়া...। .।।
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন