ধর্মীয় রাজনীতি (ইসলামী রাজনীতি) আর ধর্ম নিয়ে রাজনীতি (ধর্ম ব্যবসা) কি এক?
লিখেছেন লিখেছেন মডার্ন মুসলিম ১১ মার্চ, ২০১৩, ০২:৫৫:১৬ রাত
যারা ধর্মীয় রাজনীতি (ইসলামী রাজনীতি) আর ধর্ম নিয়ে রাজনীতি (ধর্ম ব্যবসা) এই দুটোর পার্থক্য বুঝেনা বা পার্থক্য করতে পারেনা তারা নিজেদের কে মুসলিম বলে দাবি করে কিভাবে? মুসলমানদের উপর নামাজ-রোজা-হজ্ব-যাকাত যেরকম ফরয ইসলামী রাজনীতি করাও সেরকম ফরজ। সুরা আলে ইমরানের ১০৪ নং আয়াতে আল্লাহ বলেন “ আর তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফলকাম।“ ইসলামী রাজনীতির উদ্দেশ্য কি সেটি আল্লাহ নিজেই ঠিক করে দিয়েছেন সুরা আল আন-আমের ৫৭ নং আয়াতে, যেখানে আল্লাহ বলেন “ আল্লাহ ছাড়া কারো নির্দেশ চলেনা , তিনি সত্য বর্ণনা করেন এবং তিনিই শ্রেষ্ঠতম ফায়সালাকারী।“ এবং সুরা হাদিদের ৫ নং আয়াতে আল্লাহ আরো বলেন “আসমান ও যমীনের বাদশাহী তাঁরই , সবকিছু তাঁরই দিকে প্রত্যাবর্তন করবে” অর্থাৎ জমিন আল্লাহর আইনও চলবে আল্লাহর। আল্লাহর এই হুকুম বাস্তবায়নের উদ্দেশ্যেই আজকের সারা বিশ্বের ইসলামী রাজনৈতিক দল গুলো নিজ নিজ দেশে কাজ করে যাচ্ছে। মুসলিম নামধারী, যারা না জেনে-না বুঝে ইসলামী রাজনীতির বিরোধীতা করছে তাদের উচিত, “ তাদের ইসলাম আর নবী মুহাম্মাদ (সাঃ) এর ইসলাম এক কিনা একটু কোরআন এবং রাসুল (সাঃ) ২৩ বছরের নবুয়াতী জীবনের সাথে মিলিয়ে দেখা...।।নিশ্বাস বন্ধ হওয়ার আগেই যাছাই করা উচিত নাহলে পরকাল কেমন হবে তাও কোরআন থেকে তাড়াতাড়ি জেনে নেওয়া উচিত.........।“যে সকল নেতা বা মিডিয়া ধারা প্রভাবিত হয়ে আজকে যারা ইসলামী রাজনীতির বিরোধীতা করছে এমন কি ইসলামী রাজনৈতিক দলের নেতা-কর্মী দেরকে হত্যা-নির্যাতনে সহযোগিতা ও সমর্থন করছে কাল কেয়ামতের মাঠে সে সকল নেতা বা মিডিয়া কেউ কারো কোন দায়ভার বহন করবেনা। সেই দিন এই নেতা বা মিডিয়ার যে পরিনতি হবে তাদের অনুসারীদের ও একই পরিনতি হবে। আল্লাহ তা’আলা পবিত্র কোরআনে বলেছেন প্রত্যেক মানুষই দুনিয়ায় কাউকে না কাউকে অনুসরন করে এবং এই দুনিয়ায় যে যার অনুসারী হবে পরকালে জান্নাত বা জাহান্নাম সেই অনুসরনকারী ব্যাক্তির সাথেই হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা বা দ্বীন প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত দ্বীনকে রক্ষার উদ্দেশ্য ছাড়া ইসলামের নামে বাকী যা কিছু বিভিন্ন দল, গোষ্ঠী বা ব্যক্তির মাধ্যমে হচ্ছে তাই হল ধর্ম নিয়ে রাজনীতি বা ধর্ম ব্যবসা।
বিষয়: বিবিধ
১৫৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন