বাংলাদেশে যুদ্দ্বাপরাধ বিচারঃ একই বিষয়ে নাটক সাজিয়ে দ্বিতীয়বার বিচার কি মানবতা বিরোধী নয়?
লিখেছেন লিখেছেন মডার্ন মুসলিম ০৯ মার্চ, ২০১৩, ০৬:৪২:২৭ সন্ধ্যা
বাংলাদেশে যুদ্দ্বোপরাধ একটি মীমাংসিত বিষয়, ১৯৭২-৭৩ সালে যুদ্দ্বোপরাধ সহ সকল মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্যে যে ট্রাইবুনাল গঠিত হয়েছিল তার চিফ প্রসিকিউটর ছিলেন বর্তমান সুপ্রিম কোর্ট বার কাউঞ্চিলের নির্বাচিত ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, তিনি দেশে-বিদেশে বিভিন্ন মিড়িয়াতে অত্যন্ত পরিস্কারভাবে বলেছেন আজকে যাদেরকে যুদ্ধোপরাধী হিসাবে বিচার করা হচ্ছে এদের কারো নামে সেদিন (৭২-৭৩ সালে) কোনো ধরনের অভিযোগ এবং কোনো মামলা ছিলনা । শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলকে নিশ্চিন্ন করার জন্য এই বিচারের আয়োজন। যারা অপরাধী ছিল তাদের বিচার সেদিন বঙ্গবন্ধুর নির্দেশনায় সম্পন্ন করা হয়েছে । যুদ্দ্বোপরাধ এর বিচারের জন্যে গঠিত রুয়ান্ডা ট্রায়ালের সাবেক বিচারপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোটের সাবেক বিচারপতি জনাব টি এইচ খান বলেছেন, বর্তমানে যে আইনে যুদ্দ্বাপরাধ এর বিচার হচ্ছে এটি একটি কালো আইন এবং এখানে আন্তর্জাতিক শব্দটি ছাড়া আন্তর্জাতিক মানের আর কিছুই নেই। এখানে বিরোধী রাজনৈতিক লোকদেরকে ধরে এনে হাত পা বেঁধে জবাই করার ব্যবস্থা করা হয়েছে যেটা সম্পুর্ন মানবতা বিরোধী কাজ।
(Go to the following link and listen then you will understand clearly)
http://www.youtube.com/watch?v=ZINiYMasUG8
http://www.youtube.com/watch?v=HPlGa00xDps&feature=share
http://www.youtube.com/watch?v=4s3cYee-yT4&feature=relmfu
http://www.youtube.com/watch?v=dZjl2fRFi-0&feature=relmfu
http://www.youtube.com/watch?v=Nv2SYAe6yQM&feature=relmfu
http://www.youtube.com/watch?v=Cb7oxkEOvPU&feature=rellist&playnext=1&list=PLD408EEA3670011A1
http://www.youtube.com/watch?v=LeC4Y2KPShE
http://www.youtube.com/watch?v=16pqnaH8OIw&feature=related
আসলে যারা নাস্তিক-মুরতাদ,মাজারপুজারী, কাদিয়ানী এবং ভারতের দালাল তারাই শুধু ইসলামিক নেতাদের যুদ্ধাপরাধের মিথ্যা ও বানোয়াট অভিযোগে আওয়ামী কাঙ্গারু কোর্টের মাধ্যমে নির্মুল করতে চায়। আর যারা এদের দোসর তারাই এটাকে সমর্থন করতে পারে। জাতি সংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরায্য, কানাড়া, অস্ট্রেলিয়া সহ সারা পৃথিবীর কেউ এই বিচার কে সমর্থন করেনা। একমাত্র ভারতের পরামর্শে ইসলামী নেতৃত্বকে নির্মুল করার জন্যে বিচারের নামে এই প্রহসনের আয়োজন।
নতুন প্রজন্ম বিচারের নামে এই প্রহসনকে সমর্থন করেনা, মানেনা এবং মানবেনা। এই আওয়ামী ক্যাঙ্গারু আদালতের বিচার আমাদের প্রিয় বাংলাদেশকে ধ্বংস করবে, ভারতের গোলামে পরিনত করবে এবং সর্বপরি ইসলাম ও মুসলিম মূল্যবোধকে চিরতরে ধ্বংস করবে।
বাংলাদেশের রাজনীতি আজ দুই ধারায় বিভক্ত
একদিকে নমরুদের দল অন্যদিকে ইব্রাহিমের দল
একদিকে ফেরাউনের দল অন্যদিকে মুসার দল
একদিকে আবু-লাহাব আবু-জাহেলের দল অন্যদিকে মুহাম্মদের (স) দল
একদিকে লক্ষনসেনের দল অন্যদিকে বখতিয়ারের দল
একদিকে গৌরগোবিন্দের দল অন্যদিকে শাহজালালের দল.
আজ বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে সিদ্দ্বান্ত নিতে হবে তারা কোন দলে থাকবে । যদি তারা নমরুদ ফেরাউন এবংআবু-জাহেলের দলে থাকতে চায় তাহলে তারা যেন দুনিয়া ও আখেরাতের কঠিন আজাবের প্রস্তুতি নেয় এবং পাশাপাশি মুশরিকদের (ভারতের) গোলামী বরণ করে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্ততি নেয় ।
আর যারা ইব্রাহিম, মুসা, মুহাম্মদ (স, বখতিয়ার , শাহজালাল , তিতুমীর , শরীয়ত উল্লাহ এবং বেরলবির দলে থাকতে চায় , তারা যেন বাংলাদেশের ভিতরে এবং বাহিরে এই নব্য আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তুলে ।পাশাপাশি বাংলাদেশের নাস্তিক-মুরতাদদের প্রধান মুখপত্র জনকন্ঠ, কালের কন্ঠ, প্রথম আলো, আজকের কাগজ, ভোরের কাগজ, BD নিউজ ২৪, দেশ টিভি, চ্যানেল আই, ৭১ টিভি, Independent Tv, ATN এবং Daily Star গং কে বয়কট করে । এরাই ইসলামের সবচেয়ে বড় শত্রু, বাংলাদেশের শত্রু এবং মানবতার শত্রু। এরা প্রতিনিয়ত মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্যে একযোগে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে বিশেষ করে তরুন প্রজন্মকে এবং এর মাধ্যমে তরুন প্রজন্মকে ইসলাম, ইসলামী রাজনীতি এবং ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে।
বিষয়: বিবিধ
১৬৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন