যুগে যুগে সাম্প্রদায়িক দাংগাঃ কে দায়ী? আওয়ামীলীগ না জামায়াত?

লিখেছেন লিখেছেন মডার্ন মুসলিম ০৩ মার্চ, ২০১৩, ০৭:১০:০৪ সকাল

আবহমান কাল থেকে বাংলাদেশ একটি সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ। তারপরও বাংলাদেশে ইতিপুর্বে আওয়ামী লীগ বহুবার সাম্প্রদায়িক দাংগা লাগানোর চেষ্টা করেছিল, উদ্দেশ্য একটাই সংখ্যালঘুদের সম্পদ লুটপাট ও দখল করা। স্বাধীনতা উত্তর সংখ্যা লঘুদের সম্পদ দখলের যতগুলো মামলা বা খবর প্রকাশিত হয়েছে তার প্রায় শতভাগই আওয়ামীলীগের নেতা-কর্মীদের নামেই হয়েছে। আওয়ামীলীগ মালিকানাদীন পত্রিকাগুলোই তার বড় স্বাক্ষী। পক্ষান্তরে জামায়াত-শিবির বহুবার আওয়ামীলীগের সম্পদলিপ্সু কুচক্রীদের হাত থেকে হিন্দুদের মন্দির ও সম্পদ রক্ষাত্রে বাংলাদেশের বহু যায়গায় রাত জেগে পাহারা দিয়েছে, যার জ্বলন্ত প্রমান হিন্দুরা নিজেরাই। জামায়াত-শিবির ধর্মীয় দায়ীত্ত্বানুভুতি থেকেই এটি করেছে, কারন আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন সংখ্যালঘুদের সম্পদ ও তাদের উপাসনালয় সংখ্যাগরিষ্ট মুসলমানদের নিকট আমানত। অর্থাৎ মুসলমানদের এটি একটি ধর্মীয় দায়ীত্ত্ব কারন এটার জন্যেও পরকালে আল্লাহর কাছে জবাবদিহী করতে হবে। সুতারাং এই অনুভুতি শুধু তাদেরই থাকতে পারে যারা ব্যক্তিগত ও দলগতভাবে নিজের ধর্ম এবং ধর্মীয় আইনকে সঠিকভাবে মেনেচলে বা মেনেচলার চেষ্টা করে। এখন আপনারাই চিন্তা করুন ইসলামীক আইন-কানুন মেনে চলার ক্ষেত্রে কারা বেশি এগিয়ে; জামায়াত নাকি আওয়ামীলীগ নাকি অন্য রাজনৈতিক দল। সুতারাং আসুন আমরা সবাই এ ব্যাপারে সাবধান হই, চোখ-কান খোলা রাখি এবং এধরনের যেকোন প্রোপাগান্ডার তীব্রভাবে প্রতিবাদ করি। এধরনের কোন ঘটনা যাতে কেঊ ঘটাতে না পারে সেব্যাপারেও সজাগ থাকবেন।

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File