আলকোরআন ও মুসলিম ব্রাদারহুডের উপর হত্যাযজ্ঞ এবং বিশ্ব ইসলামী আন্দোলন

লিখেছেন লিখেছেন মডার্ন মুসলিম ১৯ আগস্ট, ২০১৩, ০৭:৩৪:২৭ সকাল

মুসলিম ব্রাদারহুডের উপর গনহত্যা নতুন কিছু নয়। কোরআনে বর্নিত অতীতে ঈমানদারদের উপর যে ধরনের জুলুম নির্যাতন ও হত্যাযজ্ঞ হয়েছে সেগুলোরই পুনরাভিত্তি ঘটছে মিশরে ইখওয়ানের উপর। এর ধারা সুস্পস্টভাবে এটাই প্রমানিত হয় যে মুসলিম ব্রাদারহুড সহ সারা বিশ্বের ইসলামী আন্দোলনগুলো সঠিক পথেই চলছে, আল্লাহ এই আন্দোলন গুলোকে সঠিক পথেই পরিচালিত করছেন। তথাকথিত মুসলিম (নিরপেক্ষ, সেক্যুলার, বামপন্থী, মাজারপন্থী সহ অন্যান্য তন্ত্রী) নামধারী যেসকল ব্যাকুবেরা এখনো এই সত্যটি অনুধাবন করতে পারছেনা এটা তাদের মুর্খতা, অজ্ঞতা, বিকালংগতা এবং জ্ঞানের অসারতা। সত্যিকার অর্থে এরা আসলে চরম দুর্ভাগা, মুসলিম মায়ের পেট থেকে জন্ম নিয়েও জাহান্নামের পথকে বেছে নিয়েছে। আল্লাহ সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার তাওফিক দিন এবং যার যার অবস্থান থেকে সব দেশের সকল মুজাহিদদের পাশে দাড়ানোর সুমতি দিন, আমিন।

বিষয়: বিবিধ

১৯১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File