বাংলাদেশের অধিকাংশ মিডিয়ার মিথ্যাচার এবং জাতি বিধ্বংসী কর্মকান্ডের জবাব এবং সত্য প্রকাশের প্রত্যয়ে "দ্বিতীয় আলো" র জন্ম।

লিখেছেন লিখেছেন মডার্ন মুসলিম ১৩ জুলাই, ২০১৩, ০৪:৪৪:১০ রাত

স্বাধীনতা উত্তর (৭২-৭৫) বাংলাদেশে মিডিয়া দলন সরকারের একটা নীতিতে পরিনত হয়েছিল। বর্তমান সরকার ও একই পথে চলেছে, কোন যৌক্তিক কারন ছাড়াই chanel 1, DTv, Islamic Tv, Amardesh, shirsho news সহ আরো অনেক মিডিয়া শুধু মাত্র সরকারের সমালোচনা করার কারনেই বন্ধ করা হয়। সবচেয়ে বেশি ন্যাক্কারজনকভাবে বন্ধ করা হয় দিগন্ত এবং ইসলামিক টিভি, এই দুটি টিভি চ্যানেল কেন বন্ধ করা হয়েছে সরকার এখন পর্যন্ত কোন কারন বলতে পারেনি কিন্তু জনগন জানে কেন ৫ মে রাত ৪.২৪ মিনিটে দিগন্ত টিভি বন্ধ করে তাদের সব রেকর্ড পত্র এবং যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়া হয়েছে। কারন একটাই ৫ মে ভয়াল রাতের নৃশংস গনহত্যাকে আড়াল করার জন্যে।

বর্তমান সরকার মিডিয়া নিয়ন্ত্রনের আরেকটি জঘন্য কৌশল হাতে নিয়েছে আর তা হলো নিজের দলীয় লোকদের কাছে মিডিয়ার মালিকানার ব্যবস্থা করা। যার ফলে বাংলাদেশে এখন পুরো মিডিয়া জগতটি সিন্ডিকেট নিউজ করছে এবং ওয়ান হাউজ মিডিয়ায় পরিনত হয়েছে। অনেকে এখন বলছেন সবই বিটিভি।

আরেকটি বিষয় লক্ষনীয় যে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত মিডিয়া বাংলাদেশে হয়েছে তার ৯৫% ই অত্যন্ত নোংরাভাবে ইসলাম, ইসলামী মুল্যবোধ এবং ইসলামিক অনুশাসন বিরোধী প্রচারনায় তীব্র প্রতিযোগীতা করে যাচ্ছে। ফলে তরুনদের মধ্যে একটা অংশ বিশেষ করে যারা নিয়মিত মিডিয়ার সাথে সংশ্লিষ্ট থাকে তারা ইসলাম বিরোধী প্রচারনা দেখতে দেখতে এবং শুনতে শুনতে চরম ইসলাম বিরোধী বা সেক্যুলার বা নাস্তিক হওয়ার প্রতিযোগীতায় লিপ্ত রয়েছে। ফলে ৯২% মুসলিম অধ্যুষিত বাংলাদেশ এক অনিশ্চিত বভিষ্যতের দিকে পাগলা ঘোড়ার মত ছুটে চলছে। এমতাবস্থায় সত্য ও সঠিক তথ্য উতঘাটন ও প্রচারের জন্যে সুস্থ এবং নির্ভীক মিডিয়ার কোন বিকল্প নেই।

উপরে উল্লেখিত ভয়াবহ অবস্থাকে সামনে রেখে অস্ট্রেলিয়া প্রবাসী কয়েকজন ভাই অবাধ তথ্য প্রবাহ চালু রাখা এবং সত্য উৎঘাটনে আপাতত অনলাইন ভিত্তিক "দ্বিতীয় আলো" নামে একটি মিডিয়া নিয়ে কাজ শুরু করেছে। প্রাথমিক ধাপে তারা দেশের বিশিষ্ট জন, সরকার কতৃক অন্যায়ভাবে নির্যাতিত ব্যাক্তি এবং তাদের পরিবারের সদস্যদের স্বাক্ষাতকার নিয়ে কাজ শুরু করেছে। শীঘ্রই তারা সারাবিশ্বে বাংলাদেশীরা যেখানেই আছে সেখানকার গুরুত্বপুর্ণ সিটি গুলোতে প্রবাসীদেরকে নিয়ে "দ্বিতীয় আলো রাউন্ড টেবিল" নামক প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। পরবর্তীতে আরো অনেক এক্সক্লুসিভ প্রোজেক্ট আসবে ধাপে ধাপে। সুতারাং যারা সত্য এবং সঠিক তথ্য জানতে চান তারা "দ্বিতীয় আলো"( https://www.facebook.com/DitioAlo ) নামক ফেইসবুক পেজে লাইক দিয়ে মেম্বার হোন এবং দ্বিতীয় আলোর সাথে থাকুন, অন্যদেরকেও আহবান করুন। আপনাদের কোন পরামর্শ থাকলে ইনবক্সে মেসেজ করে জানান। নিম্নে কিছু সাক্ষাতকারের লিংক দেওয়া হলো। এখনি ঘুরে আসুন এবং জেনে নিন ড. পিয়াস করিম, ড. তুহিন মালিক, আল্লামা সফি, আল্লামা জুনায়েদ বাবু নগরী, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, ব্রিগেডিয়ার জেনারেল আমান-আল-আজমী, মাসুদ বিন সাঈদী এবং শামসুজ্জামান দুদু সহ অন্যান্যরা কি বলে...

https://www.facebook.com/photo.php?v=10201705583829641

https://www.facebook.com/photo.php?v=10201632876372000

https://www.facebook.com/photo.php?v=10201679156648978

https://www.facebook.com/photo.php?v=10201671077367001

https://www.facebook.com/photo.php?v=146542668869734

https://www.facebook.com/photo.php?v=143052832552051

বিষয়: বিবিধ

২৮২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File